![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
আমি জানি আগামীকাল কি হতে চলেছে.
....।
হয়তো বৃষ্টি নয়তো রোদ,
হালকা হাওয়া রোদের চমক।
ভাঙতে পারে অতীত রেকর্ড,
প্লাস কিংবা মাইনাসে।
অতীতে হয়নি অন্ধকারে গুলি,
বলেনি এটা আমার বুলি।
চেষ্টা ছিল শান্তি আনবে তাই,
ঠাঁই হয়েছে ইতিহাসে।
মুজিব জিয়া ভাই ভাই,
দ্বন্দ্ব ছিল শুনি নাই।
দেশের অবদানে শ্রেষ্ট তারাই,
উত্তরসূরীরা আজ বলছে মিছে।
কারো বউ কারো মেয়ে,
বলছে সেরা তোমার চেয়ে।
ভাষাতে নাই ভদ্রতার রেশ,
ভালো কে না জানিলেও তারা, জানে ঐ
যারা থাকে বস্তির পাশে।
তাই তো বলি কি হবে কাল,
থাকবে শুধু মাথায় থাল।
না পাবে খেতে তারা,
পেট ভরাবে বিদেশী দালাল
থাকবে এরা চাকরানীর বেশে।
©somewhere in net ltd.