![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
ভালবাসি তোমায়
বলেছিলে সেদিন, একলা নদীর ধারে।
আমি ছিলাম সামনে তোমার,
হাঁটছিলাম, নদীটির পাড় ধরে।
তুমি বললে, দাঁড়াও।
আমি হোঁচট খেলাম, কে ডাকল আমায় সন্ধ্যাবেলায়।
পিছন ফিরে তাকিয়ে দেখি তোমায়।
কথা আছে বলে তুমি
বললে সেদিন যাহা।
আজ কি স্বরণে আছে, না ভুলে গেছ পেয়ে নতুন সখা।
হাঁটিতে প্রেম এসেছিল দুয়ারে,
সাহস ছিলনা আমার।
তখন তোমায় বলতে পারিনি, এখনও কি হয়নি অধিকার।
এখনও আমি ভালবাসি
আপত্ত্বি আমার আছে, তোমার সেই জিনিসে।
তুমি কি আমার তেমনি আছো, নাকি সবই মিছে।
©somewhere in net ltd.