![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
শুরু তার মহৎ কাজে
সফলতার অভাব নেই।
কত কাজে স্বাভাবিক-ভাবে
জয় এনেছে সহজ পরিশ্রমেই।
কাজ যদিও জীবনবাজীর
নামে তারা মাঠে।
ঝড়-বৃষ্টি, রাত্র-দিনে
সবার তরে খাটে।
সফল তারা তাই মোরা
দিয়েছিলাম ভোট।
তিন বাহিনীকে মিলিয়ে করেছি
স্পেশাল এক জোট।
ভাল জিনিস বাজারে
একদামে চলে,
হাত চূলকায় অতি লাভের আশায়
ফরমালিনও চলে।
অতীত ভালো তাই তারা
কাজ করে গা-ছাড়া,
আজ তাই তাদের পিছু
আছে দুষ্টরা।
বর্তমানে জড়িয়ে গেছে
মহা বড় ফ্যাসাদে,
দোয়া করি মুক্ত হয়ে
লাগুক, দেশের ভাল কাজে।
কারো হাতে হয়ো না বিক্রি
ভয় করো পাপ,
অপরাধীরা বাপ ডাকিবে তোমায়
তুমি বাংলাদেশের র্যাব।
©somewhere in net ltd.