![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
চেহারাটা বড়ই সুন্দর,
তাই ভালবাসি তাকে।
কিন্তু, কেন?
চেহারায় কি ভালবাসা হয় ?
ভালবাসার অর্থ কি ?
আমি জানি না।
যাকে ভালবাসি সেও হয়তো জানে না।
হয়তোবা জানে।
সে কি আমায় ভালবাসে ?
কেন ?
উত্তর জানা নেই আমার।
হয়তো তার কাছেও নেই।
ভালবাসা আজ মরীচিকা।
মুখে আছে, হৃদয়ে নেই।
যে বেশী ধোঁকা দিতে পারে।
আজ, বিশ্ব প্রেমিক সেই।
©somewhere in net ltd.