![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
রক্তিম ফ্যকাশে মুখ,
ভযের আবরণে চেহারা ঢাকা।
হাততালিতে চমকিয়ে তাঁকায়
এই বুঝি আসছে
ভয়ংকর নিঃশ্বাস আর
হিংস্র হিংস্র কদম ফেলে
উদাম বুকে আক্রমনের ভাব জাগিয়ে
এইখানেই
যেখানে বসে আছি একা।
এখানে ছিল একদিন
সহস্র সাধনার আলয়
তামাসা ছিল সময় অসময়ের খেলা
হয়তো ছিলাম না
ছিল অন্য কেউ।
সবুজ সবুজ চারদিক,
হালকা হাওয়া হালকা রৌদ্র,
কেউ কারে না ডরিত,
হয়তো ছিল সমুদ্রের ঢেউ।
নিঃসঙ্গতায় একাকী পরিবেশ
দূরে শব্দের গোধূলী লগন,
নিস্তেজ হওয়ার পথে
সকলেই করিছে গমন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪
এম.কে.চয়েস বলেছেন: ধন্যবাদ, উৎসাহ দেওয়ার জন্য।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । পড়ে ভাল লাগল ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
এম.কে.চয়েস বলেছেন: চেষ্টা থাকে কিছু লেখার। ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর । আরও লিখুন ।
শুভকামনা