![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।
মাঝে মাঝে এখানে উপচেপড়া ভিড়। ভীর ঠেলে সামনে আসা দায়। অনেক কষ্ট করে কাঙ্খিত দ্রব্যের দেখা মিললেও সাধ অপূর্ণ থেকে যায়। আমরা সেই অ-পূর্ণ সাধটাকে পূর্ণ করতেই তোষামোদ করি অথবা বাড়তি কিছু সুবিধা পাওয়ার জন্য।
চাটুকাররা বর্তমানে ব্যাপক-হারে সফল আমার মতে। চাটু কারীতা আমদের রক্তের বিন্দু বিন্দুতে মিশে গেছে। আপনি আমার তোষামোদ করলে আমি যে খুশি হবো না একথা গ্যারান্টি দিতে পারি না।
আপনিও চাটুকার আমিও এই বৃত্তের বাইরে নই। বিপদের সময় আমি যে কারো পায়ে হাত দিয়ে স্বার্থ হাসিল করব না এমন বোকা বলে কি মনে হয় আমাকে ?
আপনি যদি বলেন আমি তোষামোদ কারীকে পছন্দ করি না একথা শুধু আমার নয় অনেকের মানতে কষ্ট হবে কারণ, আপনি মধু পাইলে না খেয়ে ছেড়ে দেবেন ? সবাই ভাববে আপনার মনে হয়তো অন্য কোন ফন্দি আছে।
তাই আমি আপনি চাইলেও তোশামোদি পেশা ছাড়তে পারব না। আগে ছাড়তে হবে লোভ। সেই অপূর্ণকে পূর্ণ করার লোভ।
©somewhere in net ltd.