নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাট্যবিদ হওয়ার ইচ্ছায় সাইন্স ছেড়ে দেয়া।

মানুষের শেষ ইচ্ছা পূরণ করা উচিত। যে কোন মূল্যে ।

এম.কে.চয়েস

আমি সাহসে পথ চলতে চাই, সকল বাধা ডিঙিয়ে ।

এম.কে.চয়েস › বিস্তারিত পোস্টঃ

তোমার হাতেই

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮


হাতের কাছেই হাতিয়ার
গড়তেও পারো, মারতেও পারো আবার হারতেও পারো।
একাকী চলিবার সন্ধি কেউ ভাঙ্গবে না
তুমি তোমার পথে যাও
বাঁধা নাই, দেবে না বাঁধা কখনো কোনদিন এ পৃথিবী।
শুধু দেখে যাবে আর সয়ে যাবে।


জীবনের প্রয়োজনে
পর্বত, সাগর আর কণ্টকাকীর্ণ পথ মাঁড়িয়ে চলা।
হাল হাতে দাঁড়িয়ে থাঁকা নির্বাক
শকুনের মত মত সম্মুখপানে নজর তার,
পাড়ি দেবে জীবনসাগর বাঁধার প্রাচীর-সম ঢেউ আসলে ও
জীবন মাঝির প্রতিজ্ঞা।

তবে কেন?
কেন এমন থেমে যাওয়া পথের মাঝে,
কঠিন দিক্ষা তার উবে যায় কোন সে পাথরের আঘাতে
ডুবে যায় তরী সাগর-মধ্যে।
কঠিন শিলায় কেন ভাঙ্গনের ঢেউ
ছিল যারা জোড়ায় জোড়ায়, আজ তারা কেন হারায় বহুদিনের সাধ,
ভাঙ্গনের ঘোলা জলে।
প্রতিদিন বাস তার,
ফাঁস নিয়ে গলায় নিরবে চলে যাবার প্রত্যয়ে।
আশার ভরসা ছিল যার তা বানের জলে ভাঁসিয়ে।

প্রান্ত-সীমায় তার গন্তব্য
ধ্বংস প্রাপ্যতার ফল গ্রহীতার উপর পৌছায় নিরবে-নিভৃতে।
হাজারো ডাকলেও আর ফিরবে না আর
জীবন গড়ার হাতিয়ার একসময সমাপ্তি এনে দেয়
জীবনের।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১২

কলমের কালি শেষ বলেছেন: কবিতা ভালো লাগলো । ++

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ! +

শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.