নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়কথন

মম চৌধুরী

লিখি শৈশব থেকে। প্রথম লেখা প্রকাশ ১৯৯৫ সালে দৈনিক ইত্তেফাকে। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৭। সম্পৃক্ততা- বাংলা একাডেমী, সাউন্ডবাংলা, বাংলাদেশ প্রেস ইউনিটি, স্বপ্নালোক আবৃত্তি মঞ্চসহ বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

মম চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

এগিয়ে যাওয়ার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৬

এগিয়ে যাওয়ার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি’র রাজনৈতিক প্লাটফর্ম আজ জীবনের জয়গান নিয়ে এসেছে৤ যে কোন নতুন প্রজন্মের প্রতিনিধি স্বাধীনতার পক্ষে থাকার প্রত্যয় নিয়ে আসতে পারেন নতুনধারা’য়৤ সপ্তাহে মাত্র একদিন নতুনধারা বাংলাদেশ এনডিবি’র জন্য মাত্র ১ ঘন্টা সময় দিন৤ দেখবেন আপনার কথা বলার মঞ্চ, আপনার অধিকার রক্ষার মঞ্চ হিসেবে বাংলাদেশের মাটিতে তৈরি হবে বীরের উত্তরসূরীরা৤ তাদের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে আবারো প্রমাণিত হবে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কোন স্থান নেই; স্থান নেই সহিংসতার রাজনীতিকদেরও...

অতএব, বাংলাদেশের রাজিনৈতিক অস্থিতিশীলতার বাইরে বেরুতে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে বিনম্র শ্রদ্ধায় বায়ান্নর প্রেরণা, একাত্তরের চেতনা আর সকল জাতীয় বীরদের ভালো দিকগুলোকে আদর্শ যারা মনে করেন তারা রাজনৈতিক পটপরিবর্তনের রাজনৈতিক ধারা নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দিতে পারেন৤ যোগ দিতে নাম+ঠিকানা+বয়স লিখে এসএমএস করুন ০১৬৭৫১৭৯১৮৯ (শুধুমাত্র এসএমএস-এর জন্য প্রযোজ্য) নম্বরে... আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন- নতুনধারা বাংলাদেশ-এনডিবি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



কোনদিকে এগুচ্ছেন, দক্ষিণ দিকে?

২| ২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২২

আমান দ্যা ফারসিয়ার বলেছেন: হাহাহাহা, তাই?? সে তো সুখের খবর, তা কোণ ক্যাম্পেইন, ফেবূ পেইজ বা গন সচেতনতা মুলক কাজ করমের নমুনা দেখি তারপরে ডিসাইড করব আসলেই কোণ জয়গান হচ্চে কিনা , এই রকম দলই হোক শেষ পর্যন্ত ১৪ দল, নাইলে ২০ দল কারো না কারো দারস্থ হওয়ায়ই লাগবে। -_-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.