নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Hope is a good thing may be BEST thing and no good thing ever dies.

হাটু ভাঙ্গা দ

I am proud to be a Muslim.

হাটু ভাঙ্গা দ › বিস্তারিত পোস্টঃ

কাফনের কাপড় চোরের ঘটনা !!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

চলমান গনতন্ত্র পুনরুধারের নামে যে সরকার পতনের আন্দোলন চলছে সারাদেশব্যাপী, যারা এই আন্দোলনের সক্রিয় সমর্থন করছেন তাদের উদ্দিশ্যে আমার এই লেখা ! তবে আমি চাই সরকার পতনের আন্দোলন মাধ্যমে যেন ভালোটা আসে, মন্দটা না আসে । হা, আমি একবাক্যে মেনেনিচ্ছি বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা খারাপ । কিন্তু সরকার পতনের আন্দোলনের মাধ্যমে এদের চেয়ে খারাপ যদি কেউ ক্ষমতায় আসে, তখন এরা যে কত ভাল তা মনে পড়ে যাবে ।

যেমন এক কাফন চোর সে কবর খুড়ে কাফনের কাপড় নিয়ে যেতো । মানুষ তার উপর খুব বিরক্ত হয়ে গেল পড়েছিল । তার মৃত্যুর জন্য সবাই দোয়া করতে লাগলো।

অবশেষে সে একদিন মারা গেল ।

কিন্তু তার মৃত্যুর পর তার ছেলে এ কাজটি শুরু করে দিল । সে কাফন চুরি করতো এবং অতিরিক্ত আরেকটি কাজ করে পালাতো । অর্থাৎ কাপড় খুলে নেয়ার পর লাশের পাছায় একটি করে বড় লোহার পেরেক ঠুকে দিয়ে যেতো !

তখন লোকেরা তার বাপকেই ভালো বলতে লাগলো যে আগের চোরটাই ভালো ছিল । সে শুধু কাফনই চুরি করতো, লাশের সঙ্গে এই অনর্থক আচরণ করতো না । আর এই জালিমটা কাফন ও চুরি করে আবার এই অনর্থক কাজটিও করে যায় ।



সুতরাং দেশের ব্যপারেও যেন সে রকম কিছু না হয় । আন্দোলনের করতে গিয়ে এদের আসনে অধিক খারাপটি যেন না আসে, সেটা মাথায় রাখতে হবে আমাদের সবার ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২

রাহমান বিপ্লব. বলেছেন: তাহলে কি 'সরকার পরিবর্তন' না করার কোন চিরোস্থায়ী পথ বের করা উচিত নয়?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৪

হাটু ভাঙ্গা দ বলেছেন: কেন নয় ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.