নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়ার গল্প\nযে গল্পতে শুধু আমি নেই

মইন উদ্দিন আহমেদ টিপু

The Streets Will Lighten Up My Way

মইন উদ্দিন আহমেদ টিপু › বিস্তারিত পোস্টঃ

আর কতো সহ্য করবে মানুষ

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪

যে দেশ সারাবিশ্বের শান্তি রক্ষায় কাজ করে দেশের নাম উজ্জ্বল করছে আজ সে দেশেই শান্তি নেই। তাও গুটিকয়েক মানুষের ক্ষমতার লোভে।

কিভাবে বাংলাদেশ পরবর্তীতে মুখ দেখাবে? কিভাবে বলবে আমরাই শান্তি রক্ষায় কাজ করি?



মাঝে মাঝে ভাবি যাদেরকে আমাদের নিরাপত্তার দায়িত্ব দিলাম, যাদেরকে আমাদের দেখাশোনার দায়িত্ব দিলাম তারাই আজ আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাড়াচ্ছে।

যাদেরকে দেশের উন্নতির দায়িত্ব দিলাম তারাই আজ দেশকে অচল করে দিচ্ছে।

যাদেরকে আমরা দেশের সম্পদ বাড়ানোর দায়িত্ব দিলাম তারাই তা পুড়িয়ে দিচ্ছে। সেই সাথে আমাদের ও।



আমরা এখন কোথায় যাবো?

কার কাছ থেকে শান্তি খুঁজে আনবো।

কবে এই পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচবো।



এই সাধারণ মানুষগুলোর চেয়ে কি ক্ষমতা তাদের কাছে সব?

এই ক্ষমতার লোভে সাধারণ মানুষগুলোকে হত্যা করতে তাদের একটু ও কষ্ট হয়না?

একবার ও কি ভেবে দেখে যে সাধারণ মানুষ কতটা অসহায় হয়ে পড়ছে? কতটা কষ্ট পাচ্ছে? কিভাবে টিকে থাকতে লড়ছে?



প্রতিদিনই হরতাল অবরোধ, রেললাইন নষ্ট করে দেয়া, জনগণের মাথায় বোমা ফেলা, গাড়ি ভাঙচুর ও মানুষ সহিত পুড়িয়ে দেয়া। আর কতো? আর কতো সহ্য করবো আমরা?

আর কতো।



হয়তো সেদিন আর বেশি দূরে নেই। দেশটি ৭১ এর সেই গণহত্যার মুখ দেখবে আবার। আবার হয়তো যুদ্ধে নামবে মানুষ। হয়তো সেই ৭১ এর মতই। তবে আর দেশের বাইরের শত্রুর বিরুদ্ধে নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.