![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক অ্যাপ্স
ফেসবুক অ্যাপ্স নিয়ে আমি আগেও অনেকবার মানুষকে সতর্ক করতে চেষ্টা করেছি। কিন্তু ফলাফল জিরো। তবে আজ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে কিছু বিষয় দেখাতে চেষ্টা করবো। এতে যদি আপনার চোখ খোলে।
* খেয়াল করুন অ্যাপ্স গুলো আপনার ছবি এডিট করতে পারে। যার ম্যাধ্যমে আপনাকে বিব্রত অবস্থায় ফেলতে পারে।
* অ্যাপ্স গুলো আপনার ফটো , পার্সোনাল তথ্য ইত্যাদি কালেক্ট করতে পারে। এগুলো পরবর্তীতে অন্যের কাছে বিক্রয় করা হয়।
* অনেক সময় অ্যাডাল্ট ডেটিং সাইট এ কিছু বাংলাদেশী প্রোফাইলও দেখা যায়। এসব প্রোফাইল এর তথ্য গুলো ফেসবুক অ্যাপ্স থেকেই নেয়া।
* এই অ্যাপ্স গুলো মাঝে মধ্যে আপনার ফ্রেন্ডদেড়কে অনেক ছবি ট্যাগ করে ঝামেলায় ফেলে।
* আর সবচেয়ে বড়ো কথা এই অ্যাপ্স গুলো এখন আপনার ইনবক্স ও দেখতে পারে। কপি করতে পারে। এবং পার্সোনাল তথ্য কালেক্ট করে নিতে পারে।
অ্যাপ্স ব্যবহার করা সম্পূর্ণ আপনার ব্যাক্তিগত ব্যাপার। শুধু সতর্ক করার জন্য এ পোস্ট।
পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত ( http://moinsbd.moinsbd.com/?p=14
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫
মইন উদ্দিন আহমেদ টিপু বলেছেন: আমি অনেক দিন ধরেই এই Apps নিয়ে লিখে যাচ্ছি। কিন্তু মানুষ ক্ষতিকর প্রভাব গুলো বুঝতেই চায় না।
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আমরা এখনো ট্যাগ করার বিষয়টাই ভালো ভাবে বুঝিনা। আর কই অ্যাপস
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬
শাহরিয়ার খান রোজেন বলেছেন: ধন্যবাদ সচেতন করার জন্য। আমি কয়েকদিন আগে আমার ব্যবহৃত অ্যাপসগুলির মধ্যে প্রায় ৯০% ডিলিট দিয়েছি।