নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলগিরি

খুবই খুশী এটার সদস্য হলে ।

মনিবেস্ট

আমি এই সাইটের সদস্য হতে চাই । আমি খুবই আগ্রহী । আমি লিখতে চাই।

মনিবেস্ট › বিস্তারিত পোস্টঃ

নীলগিরি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

নীলগিরি -কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। মনে বিষন্নতার সৃষ্টি হয়েছে পারিপার্শ্বিক নানা কারণে। দূরে কোথাও থেকে ঘুরে আসুন, যেখানে আপনি মিশে যেতে পারবেন প্রকৃতির মাঝে। প্রকৃতির কাছে বলতে পারবেন আপনার হৃদয়ের কথা। অথবা নতুন বিয়ে করেছেন, মধুচন্দ্রিমা করতে চান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন কোন জায়গায় যেখানে আপনারা নিজেদের নিয়ে যেতে পারবেন আরও কাছাকাছি। তাহলে চলে যান নীলগিরি পাহাড়ে। বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে বান্দরবানে অবস্থিত নীলগিরি অন্যতম। এই যেন এক স্বপ্নরাজ্য। সমুদ্র সমতল হতে বাইশ শ’ ফুট উপরে আকাশের কোল ঘেষে নীলগিরি যেন প্রাকৃতিক সৌর্ন্দযের স্বপ্নরাজ্য। এখানে আকাশ পাহাড়ের সাথে মিতালী করে। মেঘবালিকা চুমু দিয়ে যায় পাহাড়ের চূড়ায়। হাত বাড়ালেই ছোয়া যায় মেঘের পালক। মেঘের দল এখানে খেলা করে আপন মনে। সে এক রোমাঞ্চকর অনুভূতি। মনে হবে আপনি উড়ে বেড়াচ্ছেন আকাশের বুকে মেঘের সাথে। আকাশ বাতাস সবুজ আর মেঘের দল লুটোপুটি খায় পদতলে। বান্দরবন হতে মাত্র ৫২ কিলোমিটার দূরে অবস্থিত এই স্বর্গদ্যান। পাহাড়ের গা বেয়ে উপরে ওঠা যেমন রোমাঞ্চকর, পাহাড়ে চূড়া যেন আরও বেশি। এখানে যাবার জন্য একমাত্র বাহন হলো চান্দেরগাড়ী। ভাড়া ২০০০-২৫০০ টাকা। কিন্তু অদ্ভুত সে যাত্রা। আলীকদম হতে থানচীগামী রাস্তা ধরে আপনি পৌঁছে যেতে পারেন নীলগিরি। বান্দরবনকে বলা হয় প্রকৃতির কন্যা। এখানে এলে সত্যিই এর মর্মার্থ অনুধাবন করা যায়। পাহাড়ের চূড়ায় উঠলেই দেখবেন একটি চমত্কার সাজানো গোছানো রিসোর্ট অপেক্ষা করছে আপনার জন্য। নীলগিরি হিল রিসোর্ট। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই রিসোর্টটি আপনাকে মুগ্ধ করবেই। এটি এতই অপূর্ব যে নীলগিরির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

নীলগিরি যেতে চাইলে প্রথমে আপনাকে বান্দরবন যেতে হবে। ঢাকা এবং চট্টগ্রাম হতে সরাসরি সাধারণ মানের ও বিলাসবহুল বাস পাওয়া যায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

এঞ্জেল বয় বলেছেন:
ব্লগিং এ স্বাগতম। খুব সুন্দর এবার সব শিখে যাবেন কি ভাবে ছবি যোগ করতে হয় কি ভাবে লিঙ্ক যোগ করতে হয়।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

বোরহান উদদীন বলেছেন: আমার ছবিতে ক্লিক করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.