নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলগিরি

খুবই খুশী এটার সদস্য হলে ।

মনিবেস্ট

আমি এই সাইটের সদস্য হতে চাই । আমি খুবই আগ্রহী । আমি লিখতে চাই।

মনিবেস্ট › বিস্তারিত পোস্টঃ

বাথরুমে আটকা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

গতকাল বাসায় একটা কানড ঘটে , তখন আনুমানিক বিকেল ৪টা বাজে , হটাৎ শুনি বাথরুমের দরজার টানাটনির আওয়াজ , বপার কী বুঝার জন ডাইনিংয়ের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখি বাথরুমের ভিতর থেকে আববা দরজা ধাককা দিচছ কিনতু দরজা কিছুতেই খুলছেনা , এরপর চাবি দিয়ে অনেক চেসটা করেও খুলা যাচছিলনা , আর আববা ও খুবে মোচরাচছিল লকটা কিনতু কোনোমতেই লকটা খুলছিলনা , আমরা পরেছিলাম খুব টেনশনে, শেষপযর্নত গেলাম মিস তিরির খুঁজে ,আর ওদিকে একজন পরিচিত এসেছিল দেখা করতে ,সে ফোন করেই যাচছিল আর আমি ধরতে পারছিলামনা ,রাসতা দিয়ে যাচছিলাম বলে,মোবাইলের আওয়াজ আমার কানে যাচছিলনা, আর বাজারে গিয়ে দেখি সব দোকানপাট বনধ , গতকাল ছিল রবিবার তাই সব বনধ , গিয়েত আরও চিনতায় পড়েগেছি, কি করব বুঝতে পারছিলামনা ,একজনকে জিগগাসা করলামযে সবকিছু বনধ ,কোনো ববসহা কি নেই, তিনি বললেন যে একজন আছে বাজারের দিকে যে তালা ঠিক করে, আর আমি তার খোজেঁ গেলাম ,তাকে অনেক অনুরোধ করে বাসায় আনা হল,শেষপরযনত তালা ভাঙতে হল, আর আববাও বের হল, বাথরুমে আববা একঘনটা আটকেছিল, আর মোবাইলে দেখি অনেক মিসকল,তারপর তাকে সব জানালাম এবং রেডি হয়ে দেখা করলাম,উফ্‌ কী ভোগানতিইনা ভোগলাম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

বোরহান উদদীন বলেছেন:
ভাল হয়েছে- চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.