![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এই সাইটের সদস্য হতে চাই । আমি খুবই আগ্রহী । আমি লিখতে চাই।
মাধবকৃন্ড ইকোপার্ক :
সিলেট বন বিভাগের আওতাধীন জুড়ী-২ রেঞ্জের বন বিটের মাধবকৃন্ড ইকোপার্ক স্থাপনের ফলে ইকো-ট্যুরিজমের নব দিগন্তের সূচনা হয়েছে। মাধকুন্ড জলপ্রপাত, বিশাল আকৃতির পাথর, বিরল প্রজাতির বৃক্ষরাজি, বাঘ, হরিণ, হাতি, হনুমান ইত্যাদি প্রাণীর পদচারণায় মুখরিত মাধবকুন্ড ইকোপার্ক দেশের দ্বিতীয় এবং বৃহত্তর সিলেটের প্রথম ইকোপার্ক।
অবস্থান : বড়লেখা উপজেলা।
দুরত্ব : মৌলভীবাজার জেলা সদর থেকে ৭০ কিলোমিটার।
রেষ্ট/গেষ্ট হাউস সুবিধা : জেলা পরিষদের বাংলো-০২টি, আবাসিক হোটেল-০২টি।
তথ্যসূত্র : বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, সিলেট।
বর্ষিজোড়া ইকোপার্ক :
অবস্থান : মৌলভীবাজার সদর উপজেলা।
দুরত্ব : মৌলভীবাজার জেলা সদর থেকে ০২ কিলোমিটার।
রেষ্ট/গেষ্ট হাউস সুবিধা : জেলা পরিষদের বাংলো-০১টি, আবাসিক হোটেল-১৫টি।
তথ্যসূত্র : বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সিলেট। সদর দপ্তর, মৌলভীবাজার এর প্রচারপত্র।
©somewhere in net ltd.