নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য ভালোবাসি, সাহিত্য নিয়েই আছি, সাহিত্য নিয়েই থাকতে চাই।

মৌরি হক দোলা

আগুনপাখি

মৌরি হক দোলা › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগ দিবসের গল্প

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

ব্লগ দিবস নিয়ে সবাই ইতোমধ্যে পোস্ট দিয়েছে। আমিও দিচ্ছিলাম। অর্ধেক লিখতে না লিখতেই হঠাৎ আমার ল্যাপটপটা অফ হয়ে গেল। তাই আর সম্পূর্ণ করতে পারি নি। খুব বিরক্তও লাগছিল। তাই আর সেদিন এক প্রকার রাগ করে পোস্ট লিখতেই বসি নি। আজ কি মনে করে আবার লিখতে বসলাম। আর যাই হোক, পোস্টটা লেখা হলে ব্লগ ডে’র একটা আকারগত স্মৃতি অন্তত থাকবে। হা হা...

অনলাইনে লেখালেখি করতে করতে বেশ অনেক শ্রদ্ধেয়, প্রিয় ভাইয়া-আপুর সাথেই পরিচয় হয়েছে। মাঝে মাঝে খুব ইচ্ছা হতো, এই মানুষগুলোকে চোখের সামনে সরাসরি দেখার। খুব কল্পনা-জল্পনা করতাম। :P তো, অবশেষে এরকম এক সুযোগ চলে এল, ২০১৮ সালে দশম ব্লগ দিবস উপলক্ষ্যে সংস্কৃতি ‍বিকাশ কেন্দ্রে গেট টুগেদার আয়োজন করায়। এই আয়োজনের কথা শোনার পরে আমাকে আর পায় কে!!!! B-) আমি তো এক পায়ে রাজি যাওয়ার জন্য! জানতাম, বাসায় কোনো বাধা আসবে না। তাও মোটামুটি দশ পনের দিন আগেই মায়ের সাথে কথা বলে সব কনফার্ম করে রাখলাম। :D

তো দিন গুনতে গুনতে এল সেই দিন! কাঙ্খিত দিন! সকাল থেকে বাংলামোটর থাকায় নির্দিষ্ট সময়ের আগেই আমরা পৌঁছে গেলাম সংস্কৃতি বিকাশ কেন্দ্রে। বাবা আর ছোট ভাই আমাকে আর মাকে ওখানে রেখে চলে গেলেন ওনাদের কাজে আর আমরা দুইজন বসে বসে অপেক্ষা করছি তিনটে বাজার। এর মধ্যে আমাদের সামনে দিয়েই জাদিদ ভাই আর অগ্নি সারথী ভাই অফিস রুমে বসে থাকা ম্যাডামের সাথে কথা বলে উপরে চলে গেলেন। কিন্তৃু হায়! না চিনতে পারলাম আমরা তাঁদের, না তাঁরা আমাদের। এর আগে আমি এসেই অগ্নি সারথী ভাইয়াকে নক দিয়ে রেখেছিলাম। তিনি মেসেজ দেখতে পেয়ে ‘দোলা আপা’ ‘দোলা আপা’ করতে করতে আসতেই স্বয়ং আমি উঠে দাঁড়ালাম। ভাইয়ার তো চক্ষু চড়কগাছ :-B ওমা! এ যে বাচ্চা একটা মেয়ে! হাহা!!
এরপর অনুষ্ঠান শুরু হতে হতেই অনেকে এসে পৌঁছলেন। সকলের সাথে পরিচিত হলাম। সবচেয়ে ভালো লাগছিল, এক এক ভাইয়া এসে, আমার পাশে বসে থাকা মাকে জিজ্ঞেস করছেন, আপা আপনার পরিচয়টা? আর মা বারবার আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছেন :`> :`>
আর সবার এক কথা্.....ওমা! এ তো পিচ্চি! আর আমি এই খেতাবখানা লইয়াই সবার আদর কুড়োতে লাগলাম! :P

এভাবেই মোটামুটি সবার সাথে আলাপ হল। তবে লিলিয়ান আপু একেবারে ধরে ধরে সবাইকে চোখ বুঁজে চিনতে পেরেছিলেন। তা যেন অনুষ্ঠানের অন্য এক মাত্রা ছিল! আর আমাদের কাল্পনিক ভাইয়াকেও সেদিন কল্পনার গন্ডি থেকে পেরিয়ে বাস্তবে দেখতে পেরেছিলাম। :)

......................................................................................................................................................................

যাই হোক, অনন্য এক ভালোলাগার দিন ছিল সেটি। তবে আমি আমার হিমু ভাই, রাজীব ভাইকে দেখার আশায় বসে ছিলাম , সারাক্ষণই দরজায় চোখ রাখছিলাম ভাইয়া এলেন কি না! কিন্তু শেষ পর্যন্ত তিনি এলেন ই না :(







নাহ্, আর কিছু লিখব না। তবে সেদিনটা আবারো ফিরে আসুক, এই কামনাই করি। তখন যেন আমরা সবাই একত্রিত হতে পারি ব্লগ মেলায় :)

ওহহো! ব্লগে তো এখন আমার ইশতেহার পর্ব চলিতেছে :P আর আমি শাকের মধ্যে মাছ ঢুকিয়ে দিলাম ;)

=p~ =p~ =p~

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

স্রাঞ্জি সে বলেছেন:

হিমুরা চমকে দিতে জানে। আর মানুষদের নিয়ে মজা করতে জানে.----


হিমুরা জগৎএর উদ্ভট মাতাল......

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

মৌরি হক দোলা বলেছেন: আমার মাঝে মাঝে হিমু হইতে মন চায় ভাই!!!!!!!!!!! আর যাই হোক, জগতের ‘টেনশন’ নামক বস্তুটা থেকে তাইলে রেহাই পাইতাম :(

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর লেখা। পড়ে ভালো লাগলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

মৌরি হক দোলা বলেছেন: কৃতজ্ঞতা.....

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দারুণ তো। এমন ঝরঝরে লেখা আর কার হবে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ.... শুভেচ্ছা....

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মৌরি হক দোলা বলেছেন: :)

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

কাওসার চৌধুরী বলেছেন:



রাজীব ভাই সেদিন শ্বশুর বাড়িত দাওয়াতে ছিলেন এজন্য আসতে পারেন নাই!! এছাড়া সুরভী ভাবীর সাথে মান-অভিমান চলছিল সেদিন। ব্লগের প্রতি তোমার আগ্রহ আর ভালবাসা দেখে আমি খুব খুশি হয়েছি। ফেইসবুক নয়, ব্লগই হোক তরুণ তরুনীদের জ্ঞান অরজনের অন্যতম সোপান। আয়োজনে তোমার আম্মুকে দেখে ভাল লেগেছে। লিখতে থাক, একদিন ঠিকই তোমার কবিতা বিশ্ব দরবারে আসন করে নেবে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

মৌরি হক দোলা বলেছেন: ও...... আচ্ছা! ভাইজান তাহলে এজন্য আসেন নাই B-)

অনেক ধন্যবাদ, ভাইয়া.... আপনার জন্যও শুভকামনা.....

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

নাহিদ০৯ বলেছেন: তোমাকে দেখে আমার একাদশ শ্রেনী এর কথা ভাবছিলাম।

এই এতটুকু বয়সে বোধয় ব্লগ পড়াই শিখিনি। একাদশ শ্রেনীতে থাকতে খুব নেশা করে মিগ৩৩ চালাতাম। বিশ্বসাহিত্যে যোগ দিয়েছিলাম সে বছর। নেশা করে নতুন নতুন বই পড়তাম। আমি যে কলেজে পড়তাম সেটা ধনী’র বিগড়ে যাওয়া দুলালদের জন্য মুটামুটি একটা শোধনাগার হিসেবেই পরিচিত ছিলো। আমরা কোনদিন ক্যামেরা ফোন নিয়ে গেইট পাস করার কথা ভাবিনি। পাসপোর্ট সাইজ ছবি ছাড়া কলেজের সময়কার আর কোন ছবি নাই আমার।

আর এখনকার সব একাদশ কালের গল্প নীল ফেসবুকেই বন্দি। এর মধ্যেও তোমার ব্লগ এ সক্রিয়তা দেখে ভালো লাগলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

মৌরি হক দোলা বলেছেন: :)

মিগ৩৩ টা কি ভাইয়া??

বিশ্বসাহিত্যে আমিও আছি....প্রতি সপ্তাহে ওই অনন্য বইগুলো পড়তে দারুণ লাগে!!!! এবার বাড়িতে এসে টের পেলাম ওই বইগুলো পড়ার দরুণ আমার পাঠ্যাভাসে বেশ পরিবর্তন এসেছে। আগে যা ভালো লাগত...এখন তা ছেলেমানুষী মনে হয়। এখন কেবল সাহিত্য কেন্দ্রের বইগুলোর মতো বই পড়তে ইচ্ছে করে, একটা সময় যা ছুঁয়েও দেখতাম না.......

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: ভাল লিখেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, আপা.....

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন শ্রেণীতে পড়ছেন?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

মৌরি হক দোলা বলেছেন: একাদশ শ্রেণী।

আশা করি ভালো আছেন :)

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: সামুতে মেয়েরা আসলে রাজনীতি ব্যাপারটা কম বুঝে।
তারা ছড়া টরা নিয়ে ব্যস্ত।
আপনি একেনারে বাচ্চা না। আপনাকে আদর করে বাচ্চা বলছে।
আপনার জন্য অনেক শুভ কামনা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মৌরি হক দোলা বলেছেন: ভাই, আমি রাজনীতি থেকে বিশ হাত দূরে। বিরক্তিকর বিষয় X((

জ্বি ভাই, আমি বাচ্চা না। বাট বাচ্চা ভেবে সবাই আদর করে আর আমি তা লুফে নেই :D এত বড় সুযোগ কে ছাড়ে বলুন? B-) আমি শিওর, আপনার সাথে দেখা হলে আপনিও তাই ভাববেন!!!!!!!!!!!!! শতবার পরীক্ষিত B-)

আপনার জন্যও শুভকামনা.......

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

প্রামানিক বলেছেন: এই পিচ্চি এবং পিচ্চির মাকে দেখার পরও সময়ের অভাবে কথা বলতে পারি নাই এই আফসোস নিয়েই বাসায় ফিরতে হয়েছে। ধন্যবাদ মৌরি হক দোলা তোমার মাকে আমার ছালাম দিও।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

মৌরি হক দোলা বলেছেন: :(

:)

সালাম অলরেডি পৌঁছে দিয়েছি.......

শুভেচ্ছা...

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যা জেনেছি ওমা এতো
ফুটফুটে বাচ্চা!!
পিচ্চির এত তেজ!!!
বাহ বহুত আচ্ছা.......

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

মৌরি হক দোলা বলেছেন: B-) B-) B-)

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন নিজের অভিজ্ঞতার কথা। অভিনন্দন!
আরো লিখুন বিভিন্ন বিষয় নিয়ে। আপনার স্কুল/কলেজের অভিজ্ঞতার কথাও লিখতে পারেন। অথবা অন্য যে কোন বিষয়ে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া....চেষ্টা থাকবে......

শুভেচ্ছা.....

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

মাহমুদুর রহমান বলেছেন: ব্লগদিবসের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানবেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

মৌরি হক দোলা বলেছেন: সময় নিয়ে অভিজ্ঞতাটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ....

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৫

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ...

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১

তারেক ফাহিম বলেছেন: প্রিয় দোলাপু

অভিজ্ঞতার দারুন বিশ্লেষন।

পাঠে ভালোলাগা।


আমি কিন্তু দোলা আপু বলে সম্মোধন করলাম ;)
৪০ পর বয়স হলে হয়ত বাচ্চা বলা যেতো ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

মৌরি হক দোলা বলেছেন: হা.....হা......

আমার ছোট ভাইটাও আমাকে দোলাপু ডাকে। দোলা+আপু মিলে সন্ধি হয়ে যায়! ;) হা হা..

অনেক ধন্যবাদ...শুভেচ্ছা...

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫

কালীদাস বলেছেন: আমি জানিনা ব্লগে আপনার পছন্দের টপিকের লেখা পান কিনা বা ব্লগের বর্তমান আবহাওয়া কতটা সামন্জস্যপূর্ণ আপনার জন্য। তবু শুভকামনা রইল, আমি আশা করব আপনি নিজের স্বকীয়তায় নিজের অবস্হান খুঁজে পাবেন ব্লগে।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

মৌরি হক দোলা বলেছেন: ইনশাআল্লাহ। তাছাড়া ভাইয়া, আমার কিন্তু ব্লগের লেখাগুলো খুব ভালো লাগে। খুব বেশি ব্লগে একটিভ থাকি না, তবে যে সময়টুকু আসি বেশ উপভোগ করি :)

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

নাহিদ০৯ বলেছেন: মিগ৩৩ একটা চ্যাটিং কমিউনিটি যা ২০০৭-৮ এর দিকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। জীবনের প্রথম চ্যাট জাভা ফোনের মিগ৩৩ দিয়ে শুরু করেছিলাম। এটা একটা ক্রেজ যা ৯০ এর দশকে জন্ম নেয়া কিশোর প্রযুক্তিপ্রেমী রাই বুঝবে। এখন এটা বিলুপ্ত।

চ্যাট সফটওয়্যার এর বাইরেও এটা অন্যরকম একটা উন্মাদনা তৈরি করেছিলো সে সময়। আমরা মিগ৩৩ এর লোগো দিয়ে মিটাপ করতাম। আলাদা আলাদা নামে চ্যাটগ্রুপ করা হতো, ফ্লাডিং করা হতো একসাথে, ছোট ছোট বাটনে টিপে টিপে সাইবার ওয়ার বাঁধিয়ে ফেলতাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

মৌরি হক দোলা বলেছেন: ও.....আচ্ছা.....বুঝলাম B-)

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬

কিশোর মাইনু বলেছেন: যাক, অবশেষে আমার ছোট কাউরে পেলাম। বাট বেশী ছোট না!!! আমি তো একাউন্ট ই খুলেছিলাম সেকেন্ড ইয়ারের লাস্টে!!!

"জ্বি ভাই, আমি বাচ্চা না। বাট বাচ্চা ভেবে সবাই আদর করে আর আমি তা লুফে নেই :D এত বড় সুযোগ কে ছাড়ে বলুন?"- perfect কথা। আমিও পাই এখনো আদর টা। পিচ্চি বাচ্চার মত থেকে গেছে তো চেহারা টা, তাই। পাচ্ছি যখন নিব না কেন?!?!?


@নাহিদ০৯
আমরা রবি সার্কেল-নিমবাজ চালাতাম। ভালই নেশা ছিল এগুলোর উপর। মিগটাও কি এধরণের ই কিছু ছিল?!?!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

মৌরি হক দোলা বলেছেন: পাচ্ছি যখন নিব না কেন?!?!?

তাই তো! বলুন ভাই!!! :`> :`>

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমারো ইচ্ছা ছিল ব্লগারদের দেখবো। কিন্তু তা আর হয়ে উঠলনা। হয়তো কোন একদিন দেখা হয়ে যাবে কোন স্বর্ণালী আয়োজনে।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

মৌরি হক দোলা বলেছেন: ইনশাআল্লাহ...

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১

বলেছেন: বাহ, বেশ লাগলো।

রাজীব ভাই না যাওয়াতে আমরা আন্দোলন করবো।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

মৌরি হক দোলা বলেছেন: করবো!!! করবো!!!


ভাই, কয় দফা করা যায় বলুন তো???? :P

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

অগ্নি সারথি বলেছেন: হা হা হা! চিনে নিতে না পারার জন্য আমি অনেক দুঃখিত দোলা। শুভকামনা রইল!

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

মৌরি হক দোলা বলেছেন: :P :P

ভাইয়া, আমিও তো চিনতে পারি নি :( আমিও দুঃখিত :((

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

সুমন কর বলেছেন: আপনার অনুভূতির কথা পড়ে ভালো লাগল। ওমা, এ যে পিচ্চি ব্লগার......
+।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

মৌরি হক দোলা বলেছেন: :`>

ধন্যবাদ.....

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা, ভালোই আদর পেলো আমার পিচ্চি আপুটা! আমি সামনাসামনি তোমাকে দেখলে অবাক হতাম না, আমি তো মন্তব্য প্রতিমন্তব্য থেকে জানি তুমি একটা পিচ্চি বাচ্চা! :) খুব আদর খাবার শখ না? এখন থেকে তোমাকে পিচ্চি বলেই ডাকব! ;)

হ্যাপি ব্লগিং পিচ্চি!

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

মৌরি হক দোলা বলেছেন: :`> :`>

খুব না আপু, খুউউউউউউউউউব শখ :P ইদানীং পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে B:-/ না জানি কপালে কি আছে :(

ডাকুন আপু, পিচ্চি, বাচ্চা, বাবু---------যা ইচ্ছে ডাকুন B-) আমার তো শুনতে ভালোই লাগে :`>

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: বাহ্ আপনার ভালোই অভিজ্ঞতা হলো।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মৌরি হক দোলা বলেছেন: B:-) B:-) #:-S

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শাকের মধ্যে চিংড়ি মাছ কিন্তু অনেক ভাল, আর গ্রামে গেলে মাঝেমধ্যে শাকের সাথে পুটি মাছের ডিম দিয়ে খাওয়ার সৌভাগ্য হয়। আহ যদি আসার সময় এমন কিছু আইটেম নিয়ে আসতে পিচ্চি বোনটি ;) :P

যাই হোক, মা মেয়ের এমন আগমন অসাধারণ লেগেছে।

সত্যি বলতে আমি ভাবছিলাম তোমার আম্মু একজন সিনিয়র ব্লগার আর তুমি উনার সাথে ঘুরতে এসেছো! কিন্তু বাস্তবে ঘটলো উলটো =p~ =p~ =p~

খুব সুন্দর লেখলে। প্লাস+++

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

মৌরি হক দোলা বলেছেন: হাহাহাহা.........ভাইয়া, এর পরের বার দেখি আনার চেষ্টা করব ;)

ধন্যবাদ :)

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনি সর্বকনিষ্ঠ উপস্থিতি অনুষ্ঠানের এজন্য সবাই আপনাকে অনেক স্নেহ করেছে। আসলে এমনটাই হয়। আগামী একবছরে দেখবেন আরো অনেক নতুন ব্লগারের সঙ্গে আপনার পরিচয় হবে।আপনি দারুন গোছিয়ে কথা বলতে পারেন।।

যাইহোক এখন ভোট ব্যাপার নিয়ে আলোচনায় ব্যস্ত আছি।। !:#P

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মৌরি হক দোলা বলেছেন: :)
অনেক ধন্যবাদ ভাইয়া!

ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের !:#P

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

তারেক_মাহমুদ বলেছেন: আমিও কিন্তু প্রথমে দেখেই চিনেছি । পড়াশুনা ভাল চলছে আশাকরি ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

মৌরি হক দোলা বলেছেন: জ্বি, ভাইয়া..... :)

জ্বি, আপনাদের দোয়ায় ভালোই চলছে। দোয়া রাখবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.