![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দখিনের জানালাটা
খোলাই ছিল!
হুর হুর করে ঢুকে এসেছিল
এক ঝাপটা এক রঙা, বেরঙা বাতাস!
সে বাতাসের গায়ের স্নিগ্ধ গন্ধটা আমায়
বারংবার বলে যাচ্ছিল!
বলছিল.....
'এই তো! আমি এই তো এসেছি!'
আমি তখন নিশ্চুপে দাঁড়িয়ে ছিলাম
আমার দখিনা জানালাটার এক পার্শ্বে!
আমি প্রাণ ভরে নিশ্বাস নিচ্ছিলাম!
আর অনুভব করছিলাম...
বেরঙা বাতাসটা আমার দীঘল কালো চুলে...
এলোমেলো লুটোপুটি খেলছে!
বাতাসের দুষ্টুমিতে সে চুলের ছোঁয়া
প্রায়শই এসে পড়ছে...
আমার চোখে-ঠোঁটে!
আর....তখনই সে অনুভব করছে!
অনুভব করছে...
এক পশলা বৃষ্টি!
শুধু এক পশলা বৃষ্টি...
ধীরে ধীরে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে...
বহুদূর...কোনো এক সমুদ্র-গহীনে!
যেখানে কান পাতলে শোনা যায়....
নিরবে নিশ্চুপে কেঁদে উঠছে আমার কষ্টগুলো!
আমার নিরব, নিশ্চুপ, বেরঙা কষ্ট!!!
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই। আপনিও ভালো থাকুন।
২| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫
মৌরি হক দোলা বলেছেন: জেনে আমারো খুব ভালো লাগল। ধন্যবাদ।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১
ল বলেছেন: নিরবে নিশ্চুপে কেঁদে উঠছে আমার কষ্টগুলো!
আমার নিরব, নিশ্চুপ, বেরঙা কষ্ট!!
কষ্টগুলো ঝেড়ে ফেলে দিতে হবে...... কবিতায় মুগ্ধতা।
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯
মৌরি হক দোলা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন!
৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮
সুমন কর বলেছেন: কষ্ট দূর হয়ে যাক.......
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০
মনিরা সুলতানা বলেছেন: বিষণ্ণতা লেগে আছে লেখায়।
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১
মৌরি হক দোলা বলেছেন: হয়তো আপু!
ধন্যবাদ।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই ধরণের কবিতা আমার সবসময় ভালো লাগে। অসম্ভব মুগ্ধতা রেখে গেলাম। বিষণ্ণতার জয় হোক।
ভালো থাকবেন।
১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩
মৌরি হক দোলা বলেছেন: কৃতজ্ঞতা। আপনিও ভালো থাকুন ভাইয়া...
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!
সেকি কাব্যের ঝলক
ধাধায় বন্ধ চোখের পলক
মুগ্ধ পাঠ কবি
সাবলীল ঝরঝরে, সাদা মাটা বর্ণনায় গভীর গাথুনি
+++++++
১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া....
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
মাহমুদুর রহমান বলেছেন: মনোমুগ্ধকর একটি কবিতা।
ভালো থাকবেন,বোন।