![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটি তার গল্পে ফিরে যায়। ডুব দেয় খাদওয়ালা সেই সোনালী দিনগুলোর অতলে। চোখের সামনে ভেসে ওঠে চৌদ্দ বছর আগের সেই স্মৃতি…
অন্ধকার ঘর।চৌকির ওপর সে আর তার বাসার হাউস গভর্নেস মিষ্টি। কাছাকাছি……খুব কাছাকাছি..। কি হচ্ছে তা মেয়েটির জ্ঞানের বাইরে। সে কেবল দু’হাতে আস্বাদন করে মিষ্টির শরীরের স্ফীত অঙ্গ! আর অনুভব করে নিজের শরীরের নিম্নাঙ্গে এক অদ্ভুত অনুভূতি..!
বুক ঠেলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কানের কাছে বেজে ওঠে কলেজ সেমিনারে সাইকোলজিস্ট আপার বলা কথাগুলো। কেমন অন্ধকার হয়ে আসে তার চারিপাশ। নিজেকে পচা নর্দমা মনে হয় তার। মনে হয় কেবল, তার জীবন শুরু হওয়ার আগেই সমাপ্তি দেখেছে। কিছু জানার আগেই অনেক কিছু জেনে নিয়েছে! কিছু বোঝার আগেই অনেক কিছু তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে!
”Abusement is a kind of rape…. মেয়েরাও মেয়েদের দ্বারা abused হয়….. দু:খজনক হলেও সত্য যে, অনেকক্ষেত্রে শিশুরাও এর শিকার হয়…..”
মেয়েটির দু’চোখ জলে ভরে ওঠে। উপচে পড়তে চায় কান্নার স্রোত। তখনই যেন হঠাৎ ওই কৃষ্ণচূড়ার রক্তিম আভার মাঝে নিজের অবস্থান তুলে ধরা কোকিলটি তাকে চুপিচুপি বলে যায় ‘তুমি পবিত্র! তুমি সুন্দর! তুমি অনিন্দ্য এক সৃষ্টি!’
বসন্তের হাওয়া মেয়েটির দীঘল কালো চুল ছুঁয়ে যায়। বিস্তীর্ণ নীল আকাশের পানে তাকিয়ে তার মনে হয়… ‘এই সুন্দর জীবনে হয়তো অনেক কিছুই অর্থহীন!’ জলভরা চোখেও যেন হাসি ফুটে ওঠে…
০১ লা মে, ২০২০ দুপুর ২:৩৮
মৌরি হক দোলা বলেছেন: ভাইয়াকে বরাবরের মতোই আমার লেখায় পেয়ে খুব ভালো লাগল। অনেক ধন্যবাদ
২| ০১ লা মে, ২০২০ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: মেয়েটি ভালো থাকুক এটাই কামনা করি।
০১ লা মে, ২০২০ দুপুর ২:৩৯
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই
৩| ০১ লা মে, ২০২০ বিকাল ৩:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রকাশ। ভাল থাকবেন সবসময়।
০১ লা মে, ২০২০ রাত ৮:৩৭
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকুন ভাইয়া
৪| ০১ লা মে, ২০২০ বিকাল ৩:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চরম বাস্তবতা ফুটে উঠেছে তোমার লেখায়।
আমি ভাবতাম দোলা এখনও সেই ছোট্টটি আছে।
কিন্তু তার লেখায় পরিপক্কতা পেয়েছে বয়সের চেয়েও
দ্রুত গতিতে। তোমার জন্য শুভকামনা।
০১ লা মে, ২০২০ রাত ৮:৩৮
মৌরি হক দোলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৫| ০১ লা মে, ২০২০ সন্ধ্যা ৭:০৮
ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর লিখেছেন ব্যাচমেট। সবার জন্য শুভকামনা।
০১ লা মে, ২০২০ রাত ৮:৩৮
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০২০ দুপুর ১:৩২
নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লাগলো।