![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যখন বর্ণবাদের বুলি কপচাও,
আমার বড্ড হাসি পায়!
তোমরা যখন সাদা-কালোর সমতা চাও,
তখন আমি নিঃশব্দে আকাশ কাঁপিয়ে হাসি!
আমার এই হাসির কারণ জানো?
আমার এই হাসির কারণ "তুমি" "তোমরা"
"তোমাদের এই সমাজ"।
অবুঝ বয়স থেকে এক শিশুর মনে
হীনম্মন্যতা তৈরি করে দিয়ে
যখন তাকে যোগ্যতার গান শোনাও,
গায়ের বর্ণকে তুচ্ছ করে এগিয়ে যেতে বলো..
তখন তা কতটা হাস্যকর শোনায়
তা কি জানো তোমরা?
জানো না!
তোমাদের পক্ষে জানা সম্ভব নয়।
কারণ,
গায়ের বর্ণ অনুজ্জ্বল-
এটি তোমাদের কাছে একটি গল্পের প্লট,
অজস্র আর্টিকেলের মুখবন্ধ।
সমাজের কাছে মহান সেজে ওঠার হাতিয়ার!
আর কিচ্ছু নয়!
আর কিচ্ছু নয় এই রঙটি তোমাদের কাছে।
কিন্তু এই রঙটি সেই মানুষটির কাছে এক পাহাড় বেদনা,
যে জানে যন্ত্রণা কাকে বলে! কাকে বলে অপমান!
যে রাতের অন্ধকারে এক বুক কষ্টকে মেরে ফেলে
অনাগত সেই সন্তানের কথা ভেবে,
যাকে সে নিজ হাতে হত্যা করবে;
যদি ছোট্ট দেহে নিজের ছায়া দেখতে পায়!
১১ ই মে, ২০২১ বিকাল ৫:৪০
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
২| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০১
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা
১৩ ই মে, ২০২১ ভোর ৬:৪০
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
৩| ১২ ই মে, ২০২১ রাত ৯:৩৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষের দিকে এসে মনটা খারাপ হয়ে গেল।
১৩ ই মে, ২০২১ ভোর ৬:৪১
মৌরি হক দোলা বলেছেন: মাঝে মাঝে মনে হয়, কালো মেয়ে সন্তান মায়েদের জন্য জন্ম দেয়াই পাপ। ধন্যবাদ।
৪| ১২ ই মে, ২০২১ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৩ ই মে, ২০২১ ভোর ৬:৪২
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১২ ই মে, ২০২১ রাত ১০:৪১
শায়মা বলেছেন: ভালোবাসা আপুনি পিচ্চু
১৩ ই মে, ২০২১ ভোর ৬:৪২
মৌরি হক দোলা বলেছেন: তোমার জন্যও ভালোবাসা, আপু।
৬| ১৩ ই মে, ২০২১ সকাল ৭:২৬
কামাল১৮ বলেছেন: কালো ধলোতে মানুষের কোন হাত নেই,এতে কারো গর্ব করার কিছু নেই দুঃখ করারো কিছু নেই।
১৩ ই মে, ২০২১ সকাল ৯:০৬
মৌরি হক দোলা বলেছেন: গর্ব করার কিছু না থাকতে পারে, কিন্তু সমাজের প্রেক্ষাপটে দুঃখ করার অবশ্যই অনেক কিছু আছে ভাই। সমাজ বদলাক, আমরা বদলাই- এটাই চাওয়া। অনেক ধন্যবাদ।
৭| ১৪ ই মে, ২০২১ রাত ২:২৪
ঢুকিচেপা বলেছেন: জ্বালাময়ী কবিতা ভালো হয়েছে।
এতদিন অনিয়মিত কেন ?
১৫ ই মে, ২০২১ সকাল ১১:০৪
মৌরি হক দোলা বলেছেন: ঈদ মুবারক। কেমন আছেন? অলসতার জন্য আসা হয় না। পিসিতে বসতে ইচ্ছে করে না, ফোনে চালিয়ে আরাম পাই না। এখন কিছুদিন নিয়মিত থাকবো ইনশাআল্লাহ, যতক্ষণ না মন ঘুরে আবার। কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হলাম। অনেক ধন্যবাদ ভাই।
৮| ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমরা গায়ের রং নিয়ে অনেক বাড়াবাড়ি করি। বিশেষ করে কোন মেয়ে কালো হলে তার দুঃখের শেষ নেই। কবিতা খুব ভালো লেগেছে।
১৫ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৭
মৌরি হক দোলা বলেছেন: হ্যাঁ! এই গায়ের রঙ নিয়ে অনেকদিন ধরে কিছু একটা লেখার ইচ্ছে আছে। জানি না কবে লিখতে পারবো। তবে লিখব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, আপনাকে।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০২১ বিকাল ৫:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা।