![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুগখানেক আগে একদিন
শিশির সিক্ত সকালে শুরু হওয়া গল্পের সমাপ্তিটা আজও সামনে আসেনি!
আদৌ কি এই গল্পটা কোনোদিন শেষ হবে?
নাকি ষড়ঋতুর মতো বারবার রূপ বদলিয়ে
থেকে যাবে আজীবন?
গ্রীষ্মের উত্তাপের মতো
হঠাৎ উষ্ণ হয়েই
আবার শীতলতায় জড়িয়ে যাবে,
ঠিক যেমনভাবে কুয়াশায় জড়িয়ে যায়
পৌষের সকাল?
বর্ষার মেঘ ঘুমিয়ে থাকবে সেই শীতল
অথচ মন কেমন করা ভালোবাসার সম্পর্কে?
আচানক বৃষ্টি এসে জাগিয়ে দেবে
একেকবার-
নাকি শরতের মেঘের মতো অনিন্দ্য সুন্দর
হবে সেই সম্পর্কের মেঘলা আকাশ?
থোকা থোকা শুভ্র মেঘের ছড়াছড়ি পুরো আকাশ জুড়ে!
হঠাৎই হেমন্ত চলে আসে!
মেঘ নেই, বৃষ্টি নেই,
উষ্ণতা-শীতলতা-শুভ্রতা
কিছুই নেই!
চারিপাশ সুনশান নীরব!
নীরবতার ঢেউ আবারও শীতের আঙিনায় পৌঁছে দেয়
যুগখানেক আগে শিশির সিক্ত সকালে
শুরু হওয়া গল্পটাকে!
আসছে বসন্ত!
ভালোবাসায় রঙিন হয়ে উঠার আগে
হঠাৎ দু'জনের মনে হয়-
"এক যুগ পেরিয়ে গেল তবে?"
০৫ ই জুন, ২০২১ রাত ৯:৪৬
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই।
২| ০৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ষড়ঋতুর বিচিত্রতার সাথে দীর্ঘদিনের ভালবাসার সম্পর্কের চমৎকার তুলনা ভালো লাগলো। আরেক যুগ আসার আগেই ভালোবাসায় রঙ লাগুক আর এই গল্প যেন ষড়ঋতুর মত চিরস্থায়ী হয়, পাঠকের এই কামনা রইলো। আমি কবিতা বুঝি কম। তারপরও কবিতাটা ভালো লেগেছে।
০৫ ই জুন, ২০২১ রাত ৯:৪৮
মৌরি হক দোলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৩| ০৫ ই জুন, ২০২১ রাত ১১:২২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ, ভালোবাসা ফিরে ফিরে আসে। অনেক পাওয়ার হিসাব দিয়ে যায়।
০৬ ই জুন, ২০২১ বিকাল ৫:০৯
মৌরি হক দোলা বলেছেন: হুম। ধন্যবাদ।
৪| ০৬ ই জুন, ২০২১ রাত ১২:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও চমৎকার কবিতাটি পাঠে তৃপ্তি পেলাম।
০৬ ই জুন, ২০২১ বিকাল ৫:১০
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৫| ০৬ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৫
বৃষ্টি'র জল বলেছেন: শিশির সিক্ত সকালে শুরু হওয়া গল্প টা যেন বারাব্র ফিরে আসে ষড়ঋতুর মত অপরূপ রূপ বদলিয়ে সেই কামনা।
ভাল লিখেছেন।
০৬ ই জুন, ২০২১ বিকাল ৫:১১
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ আপুমণি।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০২১ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা। ভাষা সুন্দর।
কবিতায় কোনো বানান ভুল নেই।