![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার শত শত “এনটিটি”র মাঝে
আমি অসহায় হয়ে এক কোণায় পড়ে রই।
জীবনের কাছে হেরে গিয়ে
আমিই বারংবার তার শত্রু হই!
*
সে দেখে না আমার চোখের জল
বোঝে না আমার ব্যথা,
আপন মনে বলে চলে
শুধু তার নিজের জীবনের কথা!
*
ভাগ্যের হাতে বন্দি আমি
আর-
বন্দি হলো সে,
আমাদের দেখা হয়েছিল
কাকভেজা এক পৌষে।
*
দু’জনের মাঝে শত দূরত্ব
শত বাধার পাহাড়,
তবুও জানে তারা
মুখোমুখি হবে দু’জনে আবার!
*
এই গল্পের শেষ হবে
চোখের জল ছুঁয়ে,
রেশটুকু রয়ে যাবে-
শরতের মেঘ চুঁয়ে!
*
হারিয়ে যাবো ক্লান্ত আমি
পাবে না খুঁজে আর,
হারিয়ে যাবে তুমিও জানি-
গল্পটাই হারাবার!
২৭ শে জুন, ২০২১ রাত ১:৩৩
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ! শুভেচ্ছা...
২| ২৪ শে জুন, ২০২১ রাত ১১:১৫
ঢুকিচেপা বলেছেন: বাহ্ দুর্দান্ত হয়েছে।
২৭ শে জুন, ২০২১ রাত ১:৩৫
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!
৩| ২৫ শে জুন, ২০২১ ভোর ৫:৩৪
কামাল১৮ বলেছেন: সহজ সরল কবিতা ,জটিলতা নাই।ভালো লিখেছেন।
২৭ শে জুন, ২০২১ রাত ১:৩৫
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ ভাই!
৪| ২৫ শে জুন, ২০২১ বিকাল ৫:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: শত দূরত্ব আর বাধার পাহাড় পেড়িয়ে দুজনে আবার মুখোমুখি হউক এই কামনা করছি। বিরহের চেয়ে মিলন ভালো। কবিতাগুলি ভালো লেগেছে। তবে কাকভেজা পৌষ কেমন ভাবছি।
২৭ শে জুন, ২০২১ রাত ১:৩৭
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ....
তবে কাকভেজা পৌষ কেমন ভাবছি।
কাকভেজা কুয়াশা যে পৌষে দেখা যায়, এমনটা বোঝাতে চেয়েছিলাম। ভুল হলো না তো আবার?
শুভেচ্ছা জানবেন..
৫| ২৬ শে জুন, ২০২১ রাত ১২:৫৫
জটিল ভাই বলেছেন:
হারিয়ে গিয়ে ফিরে এসে বারবার,
দোলা লাগিয়ে সব করো একাকার
কবিতা সুন্দর হয়েছে
২৭ শে জুন, ২০২১ রাত ১:৩৮
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ জটিল ভাই!
৬| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতায় অনেক কিছুই রুপকভাবে উপস্থাপন করা যায়। তাই আমার মনে আপনার শব্দ প্রয়োগ ঠিক আছে এবং কবিতার সাথে মানিয়েছে। ভালো থাকবেন।
০১ লা জুলাই, ২০২১ রাত ২:০৯
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
৭| ০১ লা জুলাই, ২০২১ ভোর ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৭ ই জুলাই, ২০২১ ভোর ৬:৩৫
মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০২১ রাত ১০:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: হাবিজাবি হলেও নয় সে হাবিজাবি। মনের সঙ্গে মনের লুকোচুরি নিরন্তর চলতে থাকুক। পোস্টে দ্বিতীয় লাইক।
শুভকামনা রইলো।