নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য ভালোবাসি, সাহিত্য নিয়েই আছি, সাহিত্য নিয়েই থাকতে চাই।

মৌরি হক দোলা

আগুনপাখি

মৌরি হক দোলা › বিস্তারিত পোস্টঃ

নামহীন সুখ

২৪ শে জুলাই, ২০২১ সকাল ৯:৫৩



বহু হিম শীতল স্বর্ণালী সন্ধ্যায়
অনন্ত আকাশে আমি
আমার চাঁদকে খুঁজেছি।

আকাশকে পেয়েছি বারবার;
তবে আর কিছু পাইনি খুঁজে!
সব যেন লুকিয়ে আছে
রাতের‌ই কোনো এক প্রান্তে।

সেই প্রান্ত আমি খুঁজে যাই,
কিন্তু পাই না!
মৌরি ফুলের সুবাস আমাকে আচ্ছন্ন করে রাখে;
আমি আঁখি বন্ধ করে রাখি চুপচাপ-
নিজেকে খাঁচায় বন্দী পাখি মনে হয় অহেতুক!

তবুও নিজেই নিজেকে বারবার বলি-
এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি!

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ৯:৫৫

মৌরি হক দোলা বলেছেন: কবিতার থেকে ইমেজ বড় হয়ে গেছে =p~ 8-|

২| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:১০

*কালজয়ী* বলেছেন: চাঁদকে খুঁজে পেয়েছেন??

২৭ শে জুলাই, ২০২১ সকাল ৭:৫২

মৌরি হক দোলা বলেছেন: অনুসন্ধান অব্যাহত আছে, হাহা

৩| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১০:১১

স্প্যানকড বলেছেন: খুঁজতে থাকুন পেয়ে যাবেন প্রকৃতি শূন্যতা পছন্দ করে না । খুব শিগগির পেয়ে যাবেন সব। এত কিছুর পর যেহেতু ভাবতে পেরেছেন আপনি সুখি তাহলে আর কি লাগে ? কবিতা সুন্দর হইছে। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২৭ শে জুলাই, ২০২১ সকাল ৭:৫৩

মৌরি হক দোলা বলেছেন: আপনিও ভালো থাকবেন, ভাই। ধন্যবাদ।

৪| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: করোনা ক্রান্তিকালে সবার যেন একই অবস্থা। সংকট থেকে উত্তরণের পরে হয়তো সব কিছু স্বাভাবিক হবে আবার। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন ।

২৭ শে জুলাই, ২০২১ সকাল ৭:৫৪

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ। আপনিও সাবধানে থাকবেন, প্রিয় ব্লগার।

৫| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: নিজেকে আপনি যা ভাবেন আপনি তা-ই।
আমি মতো নিজেকে ইস্তাম্বুলের সম্রাট ভাবি।

২৭ শে জুলাই, ২০২১ সকাল ৭:৫৭

মৌরি হক দোলা বলেছেন: ঠিক বলেছেন ভাই। আপনার কমেন্ট সেদিন অফলাইনে পড়ে ভেবেছিলাম রিপ্লাই দেব, আমি নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী, সুস্থ এবং সুখী মানুষ মনে করি। কিন্তু তারপর পর‌ই এমন‌ অবস্থায় পড়লাম যে কথাটা লিখতে দ্বিধা লাগছে। দোয়া রাখবেন আমাদের জন্য। ভালো থাকবেন পরিবারসহ, সাবধানে থাকবেন।

৬| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে। :)

খাঁচায় বন্দি পাখির মত অনুভুতি হওয়ার পরও কবি এই পৃথিবীর সব চেয়ে সুখী মানুষ। এটা একটা ভালো বার্তা। সুখে থাকাটা অনেক ক্ষেত্রে ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। অনেকে চাঁদকে পেয়েও সুখী না আবার অনেকে চাঁদ না পেয়েও সুখী।

আপনার পরের বই কি কবিতা নিয়ে? :)

২৭ শে জুলাই, ২০২১ সকাল ৮:০০

মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করি, ভালো আছেন।

সম্ভাবনা নেই একদম। অনেকদিন যাবত গল্প লিখতে পারছি না। জোর করে লেখার চেষ্টাও করছি না। মাঝে মাঝে এরকম কয়েক লাইন হুটহাট মাথায় চলে আসে, সেগুলো লিখে ফেলি। বোঝা কমাই মাথা থেকে। হাহা।

ভালো থাকবেন সবসময়।

৭| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: নিজেকে 'খাঁচায় বন্দি পাখির মত' মনে হবার পরেও সেই নিজেকেই 'পৃথিবীর সব চেয়ে সুখী মানুষ' মনে করতে পারাটা আপনার বিপুল মানসিক শক্তির পরিচায়ক।

আকাশ ফুঁড়ে বেরিয়ে আসুক আপনার কাঙ্খিত চাঁদ!

করোনা টেস্ট করিয়েছেন কি?

কবিতায় ভাললাগা + +।

৩১ শে জুলাই, ২০২১ ভোর ৫:৫৫

মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন‌্যবাদ। জি। তবে এখন আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। শারীরিক দুর্বলতা আছে খানিকটা। দোয়ায় রাখবেন। আপনিও ভালো থাকবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.