নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য ভালোবাসি, সাহিত্য নিয়েই আছি, সাহিত্য নিয়েই থাকতে চাই।

মৌরি হক দোলা

আগুনপাখি

মৌরি হক দোলা › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমার চিঠি

১২ ই আগস্ট, ২০২১ রাত ৮:০২



প্রিয়,
আমি চাই না তুমি আমাকে তোমার রাণী ভাবো।
আমি চাই-
তুমি আমার বন্ধু হ‌ও!
আমার হাতে হাত রাখো,
আমিও রাখি হাত তোমার ওই হাতে।

প্রিয়তম,
আমি ঠিক তোমার অধিনস্ত হতে চাই না!
আমি চাই না তুমি আমাকে অসহায় মনে করো!
মনে করো, তুমি ছাড়া এ পৃথিবীতে আমি
নিরুপায়, ভঙ্গুর!
আর এ কথা মনে করে করুণা মিশ্রিত ভালোবাসা তুমি আমাকে দাও- তা আমি চাই না!
আমি চাই, তুমি আমাকে মানুষ ভাবো!
ঠিক তোমার মতোই একজন মানুষ-
যে পাগলের মতো ভালোবাসা চাইতে পারে!
অথচ হঠাৎ একা হয়ে পড়লে-
তোমাকে ছাড়া জীবনের দুর্গম পথ পাড়ি দিতেও
ভয় পায় না!
জানে, কিভাবে বাঁচার মতো বাঁচতে হয়!
কিভাবে হয়ে উঠতে হয় নিজেই নিজের বন্ধু!

জানো, প্রিয়-
আমি আর কী চাই?
আমি চাই তুমি আমাকে সম্মান করো!
না, না!
আমি নারী, মাতৃত্ব আমার শক্তি!
ঠিক এই জন্য আমি সম্মান চাই না তোমার থেকে।
আমি সম্মান চাই, কারণ আমিও মানুষ!
ঠিক তোমার‌ মতোই একজন মানুষ-
যে শুধু শরীরে নয়,
ভিতরে-বাহিরে
আগাগোড়া একজন সত্যিকারের মানুষ!

প্রিয় আমার,
আমি তোমার সহযোদ্ধা হতে চাই!
একসাথে পাড়ি দিতে চাই
মহাকাশ-মহাসাগর-মহাদেশ।
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে-
হারিয়ে যেতে চাই একসাথে।
তবে তার আগে জানতে চাই-
তুমিও কি চাও
হারিয়ে যেতে-
শুধু আমার সাথী হয়ে?

ছবি: সংগৃহীত

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২১ রাত ৮:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: পুরুষদের বা নারীদের অভিযুক্ত করে বা সন্দেহ করে লেখা কবিতা আমার ভালো লাগে না।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৮

মৌরি হক দোলা বলেছেন: আচ্ছা :)

২| ১২ ই আগস্ট, ২০২১ রাত ৯:১২

কামাল১৮ বলেছেন: সমান অধিকার চাওয়াই উত্তম।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:১০

মৌরি হক দোলা বলেছেন: জি।

৩| ১২ ই আগস্ট, ২০২১ রাত ৯:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: চিঠি কাব্যে ভালোলাগা রইলো।

শুভেচ্ছা প্রিয় কবিকে।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:১১

মৌরি হক দোলা বলেছেন: ধন‌্যবাদ :)

৪| ১২ ই আগস্ট, ২০২১ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:১১

মৌরি হক দোলা বলেছেন: ধন‌্যবাদ।

৫| ১৩ ই আগস্ট, ২০২১ রাত ৩:৫৮

নেওয়াজ আলি বলেছেন: দারুণ লিখেছেন।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:১২

মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন‌‌্যবাদ।

৬| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কবিতাটা ভালো হয়েছে। ভালো থাকবেন। :)

১৪ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৬

মৌরি হক দোলা বলেছেন: ধন‌্যবাদ। আপনিও ভালো থাকবেন। :)

৭| ১৫ ই আগস্ট, ২০২১ রাত ১২:০২

দেয়ালিকা বিপাশা বলেছেন:



খুব ভালো লাগল কবিতাটি পড়ে।

শুভকামনায়,

- দেয়লিকা বিপাশা

১৫ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৬

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ। আপনার জন্য‌ও শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.