![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমায় যদি কেউ জিজ্ঞেস করো,
কাউকে ভালোবাসো?
তবে আমি কোনো উত্তর দেবো না।
বলবো না কাউকে ভালোবাসি কি না-
কিংবা কখনো বেসেছি কি না।
আমার মনে হয়,
ভালোবাসা বিমূর্ত
ভালোবাসা সংজ্ঞাহীন।
তাই আমি যেহেতু জানি না,
ভালোবাসা কী, কাকে বলে-
তাই সঠিক উত্তর তোমায় দিতে পারবো না আমি।
হয়তো আমি সত্যিই কখনো কাউকে ভালোবেসেছি!
কিন্তু বুঝতে পারিনি সেটা ভালোবাসা ছিল
নাকি ইনফাচুয়েশন?
হয়তো বয়সের ভুল, সাময়িক আবেগ বলে
এড়িয়ে গিয়েছি তাকে।
আর বলে এসেছি, কখনো কাউকে ভালোবাসিনি এই আমি!
হয়তো আমি ভালোবেসেছি কৈশোরের সেই শুরুতে,
যে কিশোরকে দেখলে
আমার প্যালপিটিশন বেড়ে যেত-
সেই কিশোরকে!
কিন্তু জটিল বাস্তবতার বেড়াজালে
নিজের কাছেই নিজে
অস্বীকার করেছি বারবার!
এমনও হতে পারে,
আমি আমার প্রাক্তনকেই ভালোবেসেছি বুঝি!
যার হাতে হাত রেখে
আমি জীবনের সূর্যাস্ত দেখেছিলাম।
কিংবা তাকেও ভালোবাসিনি!
ভালোবেসেছি নাম না জানা সেই পথচারীকে,
যার সাথে আমার আর কখনো দেখা হয়নি,
অথচ চোখে চোখ রেখে ভেবেছিলাম আমরা-
আবার দেখা হবে!
আবার এমনও হতে পারে,
আমি আসলে কাউকেই ভালোবাসিনি!
সবই ছিল আমার ভ্রম,
মায়া,
অথবা মরীচিকা!
আসলে এই প্রশ্নের উত্তর আমি জানি না।
কারণ আমি জানি না,
ভালোবাসা কী?
ভালোবাসা কাকে বলে?
শুধু জানি,
জীবনে চলার পথে
জীবনেরই সাথে
আরো অনেক জীবন মিলে!
১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৪
মৌরি হক দোলা বলেছেন: তাই হবে হয়তো! অনেক ধন্যবাদ
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৩
মিরোরডডল বলেছেন:
কি বলবো ছোট আপু, চমৎকার একটা কবিতা !
প্রতিটা লাইন ভালো লেগেছে ।
এ যেনো মনের কথাগুলো তোমার লেখায় দেখতে পেলাম ।
১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৫
মৌরি হক দোলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আপু...................
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো কবিতা।
ভালোবাসা হোল ফুলের ঘ্রাণের মত। ফুলের ঘ্রাণকে যেমন বোঝার কিছু নেই শুধু সুবাসটা পাওয়া যায়। তেমনি ভালোবাসাকে বোঝার চেয়ে বড় কথা হোল ভালোবাসার সুঘ্রাণ আমরা পাচ্ছি কি না। ভালোবাসা বোঝা না গেলেও এটার সুঘ্রাণ প্রেমিক বা প্রেমিকা পায়। এটা আমার দ্বারা আবিষ্কৃত ভালোবাসার একটা সংজ্ঞা। এই সংজ্ঞা শুনে আমাদের শায়মা আপু অথবা কবিতা আপু এই দুইজনের মধ্যে একজনের মাথা চক্কর দিয়েছিল আর সামুর সবগুলি ইমোটিকন একসাথে চাপ দিতে ইচ্ছে করেছিলো তার। তখন নিজেকে আমার বেকুব মনে হচ্ছিল। আসলে জীবনে কোন মেয়ের সাথে প্রেম করি নাই তাই আমি এগুলি কম বুঝি।
আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা বোঝা সম্পর্কে বলেছিলেন যে কবিতা তো বোঝার জিনিস না কবিতা হোল গোলাপের সুঘ্রাণের মত। ঘ্রাণটা পেলেই হোল। কবিগুরুর এই কথাগুলিকেই আমি একটু পরিবর্তন করে ভালোবাসার সাথে মিলানোর চেষ্টা করলাম আর কি। এটা আমার পক্ষ থেকে এক ধরণের আতলামিও বলতে পারেন। ভালো থাকবেন, আর রাতের বেলায় হোস্টেলের বারান্দায় বেশী বেশী হাঁটবেন। তাহলে সুন্দর সুন্দর গল্প আর কবিতার প্লট পাবেন।
১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১০
মৌরি হক দোলা বলেছেন: সংজ্ঞা পছন্দ হয়েছে!!!!!! একপাক্ষিক ভালোবাসে যারা, তাদের উপলব্ধিই মনে হয় সঠিক হয়
আল্লাহ দিলে হোস্টেল জীবন শেষ। আশা করি, আর হোস্টেলে/হলের বারান্দায় পা রাখতে হবে না! এখন বাসাতেই হাঁটি আর হাতড়ে হাতড়ে লেখার রসদ খুঁজি... হাহা...
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৫
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: ভালোবাসা হল প্রেমিকের চাকরি হচ্ছে না। প্রেমিকার অপেক্ষা চাকরি হওয়ার পর দুজনে বিয়ে, সংসার, বাচ্চাদের নিয়ে বাকী জীবন কাটিয়ে দিবে।
ভালোবাসা হল অফিসে যাওয়ার আগে স্বামীর লাঞ্চ রেডি করে হটপটে এগিয়ে দেওয়া। স্বামী অভুক্ত থাকবে কিংবা বাইরের খাবার খেয়ে পেটের অসুখ বাঁধিয়ে ফেলবে এটা স্ত্রীর সহ্য হবেনা।
ভালোবাসা হল প্রতিদিন অফিস থেকে ফেরার পথে প্রিয়তম স্ত্রীর জন্য ফুল নিয়ে বাসায় ফেরা। নিজের স্ত্রীকে সম্মান করা।
উপরের কথাগুলোতে কোন ভুল থাকলে সংশোধন করে দিবেন। ধন্যবাদ।
১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১১
মৌরি হক দোলা বলেছেন: অনেক পছন্দ হয়েছে কথাগুলো!!!!!!!!!!!!!
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৬
শায়মা বলেছেন: ভালোবাসা কারে কয় তাহার সংজ্ঞা নাই।
আর চুয়াত্তরভাইয়া যা বলে তা হলো অভালোবাসার সংজ্ঞা।
আর ভাবী জানে ভালোবাসা কারে কয় ভাইয়াকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়ানো হয়।
কিন্তু কবিতা আসলেই এক্সসেলেন্টো হয়েছে আপুনি।
এই ভাবনাগুলোয় ভাসলেই কবিতা আসে। আর পাঠকেরা মুগ্ধ হয়।
১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৩
মৌরি হক দোলা বলেছেন: হাহা! অনেক ধন্যবাদ, আপু! সংজ্ঞাহীন ভালোবাসা নিও!!!!!!!!!!!!!!
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭
কবিতা পড়ার প্রহর বলেছেন: চুয়াত্তর ভাইয়ার কথায় কান দিও না।
ভাইয়া একজন অপ্রেমী মানুষ।
ভালোবাসার নানা বর্ণ গন্ধ ও ছন্দ। যে তাহা পায় সেই জানে।
১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৫
মৌরি হক দোলা বলেছেন: সামুতে একখান ভালোবাসার ইমোটিকন থাকা উচিৎ ছিল- অন্তত শেষের দুটো কথার জন্য। শুভেচ্ছা নিও, আপু
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুকে বলবেন, ভালোবাসার সংজ্ঞা জানেন না তাহলে 'লাভ ইউ' 'লাভ ইউ' কেন বলেন !!! আমাকেও কতবার বলেছে।
ওনাকে আরও বলবেন যে একেক জনের ভালোবাসার বহিঃপ্রকাশ একেক রকম হয়। আমার ক্ষেত্রে ঘর ঝাড়ু দেয়া। ঘর ঝাড়ু দিয়ে দিলে আমার বউ খুব খুশি হয়। তাই আমি ঝাড়ু দেই। এতে লজ্জা কি আছে!!!
আর কবিতা আপুকে বলবেন যে আমি যদি অপ্রেমী মানুষ হই তাহলে কিভাবে ওনার আর শুভ্রের প্রেম কাহিনী পড়ে আনন্দ পাই।
আপনি উপরের দুইজনের কারও কথায় কান দেবেন না। ওনারা ভালোবাসার সংজ্ঞা জানেন না আবার আপনার ভালোবাসার কবিতায় মন্তব্য করতে এসেছেন। ওনারা সংজ্ঞাহীন হতে পারে কিন্তু ভালোবাসা সংজ্ঞা হীন হতে পারে না।
১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২০
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন ।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৪৩
কামাল১৮ বলেছেন: ভালোবাসার যে কয়টা চিত্রকল্প এঁকেছেন প্রত্যেকটাই বালোবাসা।