![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাস ছয় তো পেরিয়েই গেল, প্রিয়।
এভাবেই পেরিয়ে যাবে আরো ছয় মাস,
বছর, যুগ, শতাব্দী।
সময়ের সাথে সাথে তুমি আর আমি
ঝাপসা স্মৃতির পৃষ্ঠায় হারিয়ে যাবো।
হয়তো ভুলে যাবো একেবারেই;
নয়তো হঠাৎ হঠাৎ জেগে উঠবে
মনের মধ্যে তোমার আমার একসাথে
কাটানো দিনগুলোর কথা!
সবই অনিশ্চিত!
সবই আপেক্ষিক!
তবে, নিশ্চিত বিষয়টা কী জানো?
প্রকৃতি কখনো ভুলে যায় না!
সে দিন পেরোলেও, মাস পেরোলেও
নিজের হিসেব বুঝে নেয়
অক্ষরে অক্ষরে।
কোনো অন্যায়ের মাশুল বুঝে নিতে সে কসুর করে না!
আর,
সঙ্গীকে যুদ্ধক্ষেত্রে একা রেখে ভীতুর মতো
পালিয়ে যাওয়া-
এর চেয়ে আর বড় অন্যায় হয় না, বলো?
২৭ শে নভেম্বর, ২০২১ ভোর ৪:৪৬
মৌরি হক দোলা বলেছেন: হাবিজাবি হাবিজাবি হাবিজাবি
২| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হাবিজাবি... হাবিজাবি বেশ লাগলো !!
২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৫
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৫
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
৪| ২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৯
কালো যাদুকর বলেছেন: সত্যিই তাই ৷ প্রাকৃতিক প্রতিশোধ বড় নিষ্ঠুর ৷ কিছু মানুষ তবু অন্যায করে৷ প্রকৃতি অন্যায় সুধরে দেয, শুন্যস্থান পূরন করে নেয়। কবিতা ভাল হয়েছে ৷
২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৬
মৌরি হক দোলা বলেছেন: ইয়েপ। অনেক ধন্যবাদ।
৫| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: প্রকৃতি মকৃতি জানিনা যে এমন করে পালাবে তার অবস্থা কি করা যায় ভাবছি।
২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২২
মৌরি হক দোলা বলেছেন: আমি সামনে পেলে পিটাবো
৬| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২৬
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: পিটানোর থেকেও আরও বড় শিক্ষা দেওয়া যেতে পারে।
২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩১
মৌরি হক দোলা বলেছেন:
৭| ২৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০০
Abida-আবিদা বলেছেন: চমৎকার কবিতা।
৩০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০২১ ভোর ৪:১১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: হঠাৎ বেশুরে গাইছেন !