![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন তোমার কাছে প্রতিশ্রুতি চেয়েছিলাম,
ভয়ে বিবর্ণতা জাপটে ধরেছিল তোমায়।
সেদিন তোমার ভীতসন্ত্রস্ত মন,
আমাদের মাঝে নিয়ে এলো
পাহাড়সম দূরত্ব।
বিচ্ছিন্ন দুই প্রান্তরে হারিয়ে গেলাম
তুমি আর আমি।
অদেখা - অস্পর্শে
বয়ে গেল বহুদিন...
আজ আর কোনো প্রতিশ্রুতির বায়না নেই,
নেই কোনো স্বপ্নের বুনন।
শুধু সমান্তরাল পথের দু'ধারে
পাশাপাশি হেঁটে চলেছি আমরা দুজন।
ছবি: সংগৃহীত
০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪০
মৌরি হক দোলা বলেছেন: ছাত্রীজীবন শেষ করার আগে লেখালেখি করতে মানা করছেন?
২| ০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিরহ কাব্য খুবই ভালো লাগলো আপু।
শুভকামনা
০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪০
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, আপু।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪১
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৬
নেওয়াজ আলি বলেছেন: খুবই সুন্দর প্রকাশ।
১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
৫| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতা পড়ে মনে হয় না এখনো ছাত্রী।মনে হয় চাত্র পড়ান।
১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪
মৌরি হক দোলা বলেছেন: চাত্র কি আপনার আবিষ্কৃত কোনো জন্তু?
৬| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন। মন্দ লোক থেকে দূরে থাকুন।
১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪
মৌরি হক দোলা বলেছেন: হুম। আপনিও ভালো থাকুন, ভাই।
৭| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা বেশীরভাগ প্রেমের কবিতা বা কাহিনী বিরহের। বিরহকে কবিরা মনে হয় মিলনের চেয়ে বেশী ভালবাসেন। মিল হয়ে গেলে তো সেখানেই শেষ আর মিল না হলেই কবিতা, গল্প ইত্যাদি।
১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭
মৌরি হক দোলা বলেছেন: হাহা... জি ভালো বলেছেন।
একটা সুখবর দেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্সে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়ার সুযোগ পেয়েছি। মাইগ্রেশনে ইংরেজী না এলে এখানেই পড়বো ইনশাআল্লাহ। একাডেমিক পড়াশোনায়ও আমার নিজের জগতেই থাকার সুযোগ পেলাম। দোয়া রাখবেন।
৮| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকে অভিনন্দন বাংলা সাহিত্য নিয়ে পড়ার সুযোগ পাওয়ার জন্য। আপনার জীবনের লক্ষ্যের সাথে এটা মনে হয় মিলে গেছে। আমারও খবরটা শুনে সত্যিই ভালো লাগছে। পরবর্তীতে ইংরেজি সাহিত্যে সুযোগ পেলে সেটাও আপনার লক্ষ্যের সাথে মিলে যাবে। সাহিত্য নিয়ে আপনার দৃঢ় সংকল্পের ব্যাপারটা আমার ভালো লাগে। এই যুগে কয়জনে সাহিত্য নিয়ে এত সিরিয়াস। কিন্তু আপনাকে সিরিয়াস মনে হয়। আপনার জন্য রইল দোয়া যেন আপনি বাংলাদেশের একজন বড় লেখক হতে পারেন। আমার বিশ্বাস পরিকল্পিত পথে চললে আপনি সফল হবেন। এই ব্যাপারে সহজাত প্রতিভা আপনার আছে।
আপনি ব্লগে ছোট হিসাব পরিচিতি পেয়েছেন। এখন মনে হয় বড় হয়ে গেছেন। আপনার ছেলে/ মেয়ে যখন ব্লগার হবে তখনও মনে হয় সবাই আপনাকে ছোট ভাববে। একটা সুবিধা হোল ছোট থাকলে সব সময় বড়দের আদর পাওয়া যায়।
১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৮
মৌরি হক দোলা বলেছেন: একটা সুবিধা হোল ছোট থাকলে সব সময় বড়দের আদর পাওয়া যায়।
ঠিক বলেছেন। আমি ব্লগে একাউন্ট খুলেছিলাম এসএসসি পরীক্ষার পরে। প্রায় সাড়ে তিন বছর হয়েছে। ছোট হিসেবে সবসময়ই ব্লগের সকলের কাছে আদর পেয়ে আসছি। বিষয়টা খুব ভালো লাগে আমার। তাই আর দুই চার জন কোনো কথাবার্তা ছাড়া অহেতুক উল্টাপাল্টা মন্তব্য করলে দুঃখ পাই না।
আপনার মন্তব্যে আনন্দিত হলাম। অনেক ভালো থাকবেন। আপনার জন্যও শুভকামনা রইল
৯| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২১
মোগল সম্রাট বলেছেন: রেল লাইন বহে সমান্তরাল ….......
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১২
চাঁদগাজী বলেছেন:
ইচ্ছে হলেই কবিতা লিখে বসেন? আপনি ছাত্রী মানুষ, এখনো পাঠ্য বই নিয়ে হিমশিম খাচ্ছেন; সেখানে সাহিত্যের সবচেয়ে কঠিতম শাখায় উঠে বসেছেন, দেখছি।