![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো ভুল করেও ভাবিনি ক্যামেরার সামনে কাজ করার কথা। লেখালেখি নিয়ে অনেক ধরণের স্বপ্ন দেখেছি অবশ্য; কিন্তু এ ধরণের কাজের কথা সমাজের গৎবাঁধা নিয়মের কারণেই হোক আর নিজের সীমাবদ্ধতার জন্যই হোক, কখনো ভাবিনি।
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এক অদ্ভুত যন্ত্রণা নিয়ে দিন কাটানোর সময় 'মেয়ে নেটওয়ার্ক' গ্রুপের একটি পোস্টে চোখ আটকে যায়। পোস্টের কথাগুলো এতোটা ভালো লাগে! আর তখন যে কোনো কিছু করার স্পৃহা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ভালোভাবে চিন্তা না করেই আমি পেইজে আমার ছবি পাঠিয়ে দিই।
২৬ তারিখ সকাল পর্যন্ত দ্বিধান্বিত ছিলাম যাবো কি যাবো না। কিন্তু আমার মুশকিল আসান 'আমার মা' এবারও আব্বুর মন্ত্রণালয় থেকে আমার চিঠি পাশ করিয়ে আনেন।
স্পটে গিয়ে সবার বন্ধুত্বপূর্ণ ব্যবহার আমাকে খুব আকর্ষন করে। সবচেয়ে ভালো লাগে শ্যুটের সময় সভ্যতা আপু আর সাইন ল্যাংগুয়েজ ইনস্ট্রাক্টর আপুর কথা শুনে।
'তোমার হাতে এইটা কোনো সমস্যা না। তোমার ওই হাতই তোমার শক্তি।'
যখনই ভেঙে পড়ি, তখনই ভাগ্যের কথা চিন্তা করি। জীবনের কি নিদারুণ পরিহাস! আমার যে অংশ পিছিয়ে পড়ার কারণ, সেই অংশই আবার আমার এগিয়ে যাওয়ারও কারণ।
যাই হোক, যে কারণে কখনো ক্যামেরার সামনে কাজ করার কথা চিন্তা করিনি, তাকে একদম তুচ্ছ করে দিয়ে একটা কাজ করে ফেললাম- যদিও খুবই অল্প সময়ের ব্যাপার। তবুও... তবুও তো এ আমার পথেরই সঙ্গী।
আগে কখনো এ ধরণের কাজের কথা ভাবিনি, ভবিষ্যতে আরও করবো বলেও স্বপ্ন দেখি না। আমি শব্দের খেলায় জীবন জড়িয়েছি, সেই আমার সব। বাকিটা উপরি পাওনা। মধ্যে থেকে এ আমার অদেখা এক স্বপ্ন পূরণের গল্প।
song- SOB CHUP
OGNIE Foundation Bangladesh
#ShobChup
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৩
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, আপু।
২| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা।
কিন্তু কাজটা কী?
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৪
মৌরি হক দোলা বলেছেন: সাইন ল্যাংগুয়েজের মাধ্যমে গানের মডেলিং, ধন্যবাদ।
৩| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:০২
আহমেদ জী এস বলেছেন: মৌরি হক দোলা,
খুব সুন্দর একটি উপস্থাপনা শেয়ার করার জন্যে ধন্যবাদ।
"সব চুপ" এর ভিডিওটিতে আপনাকে ক্ষনেকের জন্যে দেখলুম।
আপনার সব উদ্যমের প্রশংসা করতেই হয়। জীবনের পথে এগিয়ে যান নির্বিঘ্নে - নিরাপদে।
শুভ কামনায়।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৫
মৌরি হক দোলা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৪| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:০৪
শায়মা বলেছেন: বাহ আপুনি!!!!
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৫
মৌরি হক দোলা বলেছেন:
৫| ০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:০৯
গরল বলেছেন: খুব ভালো লেগেছে, অভিনন্দন ও শুভকামনা।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৫
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
৬| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৬
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: দারুন দারুন দারুন ।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৬
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৩
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৬
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
৮| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:৪৬
সোনাগাজী বলেছেন:
আপনি কি কাজ করছেন, পোষ্টে উহা বলার কি দরকার ছিলো না?
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৭
মৌরি হক দোলা বলেছেন: ভেবেছিলাম, গুণিজনবৃন্দ পোস্ট পড়ে এবং ভিডিও দেখেই বুঝতে পারবেন। তাই আর সরাসরি লিখিনি। ধন্যবাদ।
৯| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝলাম না ঠিক! মন্ত্রনালয় কেন? কাজটাই বা কি?
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৯
মৌরি হক দোলা বলেছেন: মন্ত্রণালয়ের কথাটা নিজে থেকে না বুঝলে বোঝানো সম্ভব না আসলে, দুঃখিত। আর কাজের বিষয়ে উপরে বলেছি। এরপরও না বুঝলে লিংকে যাওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।
১০| ১০ ই মার্চ, ২০২২ ভোর ৫:১৬
নেওয়াজ আলি বলেছেন: ভেরি গুড
১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৯
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
১১| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: টাকা পয়সা কি কিছু দিয়েছে?
১২| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নতুন কিছু করার জন্য অভিনন্দন।
৩১ শে মে, ২০২২ রাত ৮:২১
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
১৩| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৬
খায়রুল আহসান বলেছেন: আপনার অভিজ্ঞতার ডালিতে একটি নতুন মাত্রা যোগ হলো।
জীবনের কোন অভিজ্ঞতাই উপেক্ষণীয় নয়। হয়তো এ অভিজ্ঞতাটাও একদিন আপনার কাজে আসবে। ব্যবহারিক কোন কাজে না আসলেও হয়তো গল্প লেখার কাজে আসবে।
আন্তরিক অভিনন্দন ও শুভকামনা!
৩১ শে মে, ২০২২ রাত ৮:২২
মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০২২ রাত ৮:১৫
মিরোরডডল বলেছেন:
অভিনন্দন দোলাপু !
সামথিং ডিফারেন্ট, ভালো লেগেছে ।