![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় চার বছর আগে আমার লেখা যন্ত্রণায় অভিপ্রায় ব্লগে সাড়ে চুয়াত্তর ভাইয়ের মন্তব্যের প্রত্যুত্তরে লিখেছিলাম, আমাদের সমাজে গায়ের রঙ নিয়ে এখন্ও যে অপ্রীতিকর এক ধারণার প্রচলন আছে তা নিয়ে কখনও কিছু লিখবো ইনশাআল্লাহ। লিখি লিখি করে এই সেদিনই লিখলাম এ বিষয়ে নিজের কিছু কথা। আমাদের বাঙালি মেয়েদের মধ্যে কেন ফর্সা হয়ে ওঠার ধুম, সেটাই আমার মূল লেখার বিষয়বস্তু।
------------------------------------------------------------------------------------------------------------
ইদানিং দেখি আমার ঘরে রোদ আসে। পুরো ঘর আলোয় ভরা থাকে, তাই আর বাতি জ্বালাতে হয় না দিনের বেলায়। আজ এমন ভরদুপুরে ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়ালাম, তখন নিজের মুখের দিকে চোখ পড়লে মনে হলো- আমাদের দেশে কয়টা মেয়ে নিজের ন্যাচারাল স্কিনটোনকে ভালোবাসতে জানে? ভালোবাসা তো দূর, স্বাভাবিক মনে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে কয়জন? কয়জন কালো বর্ণের মেয়ে জীবনে একবার হলেও ভাবে না যে, তাকে ক্রিম মেখে ফর্সা হতে হবে?
আমি যখন ছোট ছিলাম, কেউ আমাকে কালো বললেই কান্না করতাম। বাড়িতে গেলে চাচাতো ভাই-বোনেরা এসে বলতো, দেখ, দোলা, তোমার তোন মুই বেশি ফর্সা। তুমি কালা। খুব খেপতাম আমি। তখন ছোট ছিলাম বলতে সবার কোলে কোলে ঘোরার বয়সী ছিলাম। ওইটুকু মেয়ে কালো বললেই কাঁদছে এতে সবাই মজা পেত।
কিন্তু, ভাবুন তো, একটা ৪-৫ বছর বয়সী বাচ্চা কীভাবে বুঝতে পারে যে কালো হওয়া খারাপ (!), কেউ তাকে কালো বললো মানে নিন্দা করলো, তার ভেতরে আনন্দের অনুভূতি না এসে কষ্ট হলো কেন?
কেউই জন্মের সময় শিখে আসে না কালো-ফর্সার পার্থক্য। জন্মের পর সমাজ থেকে শিখে, পরিবার থেকে শিখে, আপনার আমার কথা-কথার টোনে শিখে। আমরা অনেক সময়ই যেটা ভুল ভাবি তা হলো, ছোট বাচ্চারা কিছুই বুঝতে পারে না। এজন্য তাদের সামনে কথাবার্তায় সচেতন হওয়ার প্রয়োজন বোধ করি না। কিন্তু আসলে কিন্তু বাচ্চারা যা দেখে তাই গ্রহণ করে। বাচ্চার মানসিকতা গড়তে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান।
আমি যে ওইটুকু বয়সে গায়ের রং নিয়ে মন খারাপ করতাম, নিশ্চয়ই আমি তা কোথাও না কোথাও থেকে শিখেছি। হয়তো কেউ আমাকে গায়ের রঙের জন্য অসুন্দর বলেছে, কিংবা কাউকে ফর্সা-কালো বর্ণ নিয়ে তুলনামূলক আলোচনা করতে শুনেছি। মানে যেভাবেই হোক, আমার মাথায় এটা ঢুকে গিয়েছে যে ফর্সা মানেই সুন্দর, কালো মানেই অসুন্দর বা খারাপ কিছু। এজন্য কেউ আমাকে কালো বললেই আমার মনে হতো আমাকে খারাপ বলা হচ্ছে, তাই আমার মধ্যে নেতিবাচক অনুভূতিই কাজ করতো।
আমার এই অভিজ্ঞতা কি আসলেই শুধু আমার? আমার মতো আরো হাজার হাজার মেয়ের একই অভিজ্ঞতা। আমি নিজেই অনেককে একটু বড় হওয়ার পরে দেখেছি কৃত্রিমভাবে ফর্সা হয়ে যেতে। না, এভাবে ফর্সা হওয়ার বিরোধী আমি না, আর তাদের সমালোচনাও আমি করছি না। আমি নিজেও একটা সময় ভাবতাম একদিন আমিও সুন্দর (!) হয়ে যাবো। তাই আমি জানি, মেয়েদের মধ্যে যে তথাকথিত সুন্দর হয়ে ওঠার প্রবণতা, তা সমাজের একটা প্রভাব। অনেক ক্ষেত্রে জীবনকে একটু সহজ করার অলীক প্রচেষ্টা।
আমিও যে সুন্দর, আমার নিজের গায়ের রঙেরও আলাদা একটা সৌন্দর্য থাকতে পারে, এগুলো আমি শিখেছি অনেক দেরিতে। নিজের গায়ের রঙকে মন থেকে মেনে নিতে আমার বহু সময় লেগেছে। আমার ১৮-২০ বছরের জীবন থেকে শেখা বিষয়গুলো "unlearned" করতে আমাকে কম ঝক্কি পোহাতে হয়নি। তবে বিষয়গুলো বুঝতে পারার পরে আমি ভাবতে শিখেছি নতুন করে। নতুন করে সৌন্দর্যের সঙ্জ্ঞা খুঁজে পেয়েছি। দেখেছি অনেক অদেখা জিনিস। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। স্রষ্টার সৃষ্টিকে সবার জীবনের শুরু থেকেই ভালোবাসতে শেখার কথা ছিল, তাই না?
বুধবার
জুন ২৫, ২০২৫
০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৬
মৌরি হক দোলা বলেছেন: ঠিক বলেছেন।
২| ০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ১:০৩
সৈয়দ কুতুব বলেছেন: ফরসা মানে বিউটিফুল তাই ।
০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৮
মৌরি হক দোলা বলেছেন: বিউটিফুল-এর সংজ্ঞা পরিবর্তন করা উচিৎ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২৫ রাত ৯:০৯
শায়মা বলেছেন: আমি কিন্তু সব সময় গুণদর্শী!!!
রুপের চাইতে গুণ আমাকে বেশী টানে .....
০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৯
মৌরি হক দোলা বলেছেন: সেটাই তো হওয়া উচিৎ, আপু।
৪| ০৫ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: কালো আর ধালো বাহিরে কেবল / ভিতরে সবার সমান রাঙ্গা ।
০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫০
মৌরি হক দোলা বলেছেন: মোদ্দা কথা এইটাই, রাজীব ভাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০২৫ দুপুর ১২:৩৮
মেঘনা বলেছেন: শুধু মেয়েরা না ছেলেরাও ফর্সা হতে চায়।