![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রীজিত মুখার্জির মুভি মানেই ভিন্ন রকমের কিছু। তাঁর প্রতিটি কাজেই সৃজনশীলতার ছাপ। নতুনত্ব থাকবেই তার প্রতিটি মুভি কিংবা ওয়েব সিরিজে।
সত্যি বলে সত্যি কিছু নেই মুভিও এই বৈশিষ্ট্যের ব্যতিক্রম নয়। ব্রিটিশ জুড়ি ভিত্তিক আইনব্যবস্থার সমালোচনার মাধ্যমে আদতে যেকোনো ধরনের আইনব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে এই মুভিতে। যদিও বর্তমান আইনব্যবস্থা অনেক বেশি বিজ্ঞানভিত্তিক ও উন্নত, তাও কোনো না কোনোভাবে মানবমনের জটিল প্রভাব এটা এড়াতে পারে না। একজন বিচারক যখন কোনো ধারা অনুসারে বিচারকার্য করেন, তখন আলোচ্য অপরাধ আসলেই ঠিকঠাকভাবে উপস্থাপিত হচ্ছে, নাকি কোনো ইলিউশনাল কারসাজি সেখানে আছে- এটা বিচার করা খুব একটা সহজ বিষয় নয়।
মুভিটির প্রধান আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে "তোমার ঘরে বসত করে কয় জনা" গানটি। এই গান মুভির মূল থিমকে পুরোপুরিভাবে তুলে ধরে। ১২ জন জুড়িরই অচেতন মন কীভাবে তাদের বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে প্রভাবিত হয়ে চূড়ান্ত রায়ের জন্য ভোট দেয়, সেটাই উঠে এসেছে কাহিনির অন্তরালে।
মনস্তাত্ত্বিক শিল্পকর্মের এক অনন্য দৃষ্টান্ত সৃজিতের এই নতুন মুভি।
দ্রষ্টব্য: এই রিভিউ লেখার পরে আমি জানতে পারি, সত্যি বলতে সত্যি কিছু নেই মুুভির আইডিয়া সিডনি লুমেটের টুয়েলভ অ্যাংরি ম্যান থেকে নেওয়া। অ্যাডাপশন ওয়ার্ক হলেও শ্রীজিত মুখার্জির আবহ নির্মাণ অতুলনীয় ও প্রশংসাযোগ্য।
শনিবার
০৫ জুলাই, ২০২৫
২| ০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২৫
এইচ এন নার্গিস বলেছেন: "সত্যি বলতে সত্যি কিছু নাই" রিভিউ টি ভালো লাগলো । আর "তোমার মনে বসত করে কয় জনা " এই মুল্যবান উক্তি টি আসলেই খুব যুক্তি পুর্ন ।
উদাহরণ স্বরূপ বলা যায় 'এডি এইচ ডি' প্রবলেম থাকা মানুষ বা 'পার্সন্যালিটি ডিজ অর্ডার' থাকা মানুষ নিয়ে কাজ করার সময় মনে আসে মানুষের ব্রেন কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কে প্রভাবিত করে। এই ব্রেন মানুষের মনকেও প্রভাবিত করে।
লেখাটি পড়ে ফিল্ম টি দেখতে ইচ্ছা করছে ।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: টুয়েলভ ম্যানের কপি।