![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ৪ খানা বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা।
২.মাথা পিছু বই পাঠের দিকে শীর্ষে হলো আইসল্যান্ড।
৩.বই পড়া মানুষের অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
৪.ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য ৪ দিন সাজা মওকুফ হয়।
৫.ভার্জিনিয়া উলফ তাঁর সব বই দাঁড়িয়ে লিখেছিলেন।
৬.সবচেয়ে চুরি হয় যে বইটি সেটা হলো বাইবেল।
৭.রুজভেল্ট প্রতিদিন গড়ে ১ টি বই পড়তেন।
৮.শুধুমাত্র দাবা খেলার উপরই ২০০০০+ বই আছে।
৯.ভিক্টর গুগোর লা মিজারেবল বইয়ে একটি বাক্য আছে যেখানে ৮২৩টি শব্দ।
১০.হারি (Hurry), এডিকশন(Addiction) এসব শব্দগুলো শেক্সপিয়ারের আবিস্কার।
১১.নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীর সব বই একসাথে লাইন করে রাখলে ৮ মাইল লম্বা হবে।
১২.লেভ তলস্টয়ের বিশাল উপন্যাস ওয়ার এন্ড পিসের পান্ডুলিপি তাঁর স্ত্রী হাতে লিখে ৭ বার কপি করেছিলেন।
১৩.নোয়াহ ওয়েবস্টার তাঁর প্রথম ডিকশনারী লিখতে সময় নিয়েছিলেন মাত্র ৩৬ বছর।
১৪.আর 'বঙ্গীয় শব্দকোষ' নামক অভিধানটি তৈরি করতে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কতদিন লেগেছিল? প্রায় গোটা জীবন। সেইসঙ্গে ছিল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই।
১৫. পৃথিবীতে একটি মাত্রা বই আছে যেটা কোনো ভাষাতে অনুবাদ করা যায়নি বহু চেষ্টা করেও, বইটির নাম - সুকুমার রায় এর "আবোল-তাবোল"।
Image Source
২| ২২ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৩
শায়মা বলেছেন: মানুষের চামড়ায় বাঁধা কেনো!!!
কারণ কি!!
সেই ইতিহাস চাই!!!
আর আবোলতাবোলই বা কেনো অনুবাদ করা যায়নি!!!!!!!
৩| ২২ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৩
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।
৪| ২২ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
কামাল১৮ বলেছেন: অনেক দিন হয় বই পড়া হয় না।শেষবার পড়েছিলাম ইউভাল নোয়াহ হারারির একট বই।তাও প্রায় চার পাঁচ বছর আগে।এক দিনে একটা বই পড়েছি খুব কম।হুমায়ূনের দুই একটা চটি বই হয়তো পড়েছি।
৫| ২২ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৪৭
শায়মা বলেছেন: করুনাধারা আপুনির জন্য এই মাত্র আবোল তাবোল থেকে আমি অনুবাদ করলাম
হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না
হয়ে গেল হাঁস জারু কেমনে তা জানি না।
বক কহে কচ্ছপে, বাহবা কী ফূর্তি
অতি খাসা আমাদের বক্চ্ছপ মূর্তি...
The duck was a porcupine, don't care grammar
It became darorcupine. don't know however
The crane tells Turtle, Oh what a fun!!
Our crartle statue just like a gun!!!!!!!!!
২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৫৩
মৌরি হক দোলা বলেছেন: বাহ!
আমি শুনেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক অনুবাদ করা অনেক কঠিন! এইজন্য বাংলা সাহিত্যে আরেকটা নোবেল পাইতে পাইতেও পাওয়া হইল না!
৬| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
৭| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৩৯
বিজন রয় বলেছেন: বাহ!!
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:১০
এইচ এন নার্গিস বলেছেন: অনেক কিছু জানলাম।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২০
আরইউ বলেছেন:
মৌরি,
অনলাইনে কিছু দেখলেই বিশ্বাস করা ঠিক নয়। হার্ভার্ডে যতটুকু জানি একটা বই আছে যেটা মানুষের চমরায় বাধঁই করা (আরসেন হুসে-র লেখা একটা বই। ফ্রেন্চ-নাম মনে পরছেনা)।
ভালো থাকুন।