নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদিও আমি ইংরেজী সাহিত্যের ছাত্রী, অন্যান্য ভাষার সাহিত্যও পাঠ করতে ভালোবাসি। নিজেকে সাহিত্যের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছি।

মৌরি হক দোলা

আগুনপাখি

মৌরি হক দোলা › বিস্তারিত পোস্টঃ

কেন আপনার নিজের কথাগুলোও গুরুত্বপূর্ণ?

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১:০৪





কোভিড মহামারীর প্রথম দিকে যখন আমি পুরোপুরি লেখালেখি করছিলাম, কেউ একজন বলল- মানুষ কখনোই অন্যের কথা শুনতে চায় না। সে সবসময় চায় নিজের কথা শুনতে। তাই পাঠক কী চায় তা বুঝতে হবে। পাঠকের চাওয়া অনুযায়ী লিখলে তবেই লেখাকে তাদের দ্বারে পৌঁছানো সম্ভব।

আমি মুশকিলে পড়ে গেলাম। আমি নিজের কথা জানি, আমার দেখা জীবনগুলোর কথা জানি, আমার বোধগম্য বিষয়গুলো নিয়েই লিখতে পারি। আমার অজানা পাঠকের কী কথা আছে তা তো আমি জানি না! এরপর যতবারই লিখতে বসেছি আমার ভিতর থেকে এক বাধা এসেছে বারবার। মনে হয়েছে, আমার কথা বলে কী লাভ! আমার কথা কে পড়বে? কেন পড়বে? আর কেউ না পড়লে কেন লিখব আমি? আমি লেখালেখির শুরুটা করেছিলাম নিজের ভিতরের কথাগুলো গল্পচ্ছলে বলার জন্য‌ই। এতে আমি আত্মতৃপ্তি পেতাম। একটা অদ্ভুত শান্তি কাজ করত ভিতরে। সেই আমি যুক্তিহীনভাবে মেনে নিলাম যে আমার লেখার কোনো মূল্য নেই। তাই আমার লেখালেখি করাটা খুব গুরুত্বপূর্ণ না। এই চিন্তা আমার গল্প বলার ক্ষমতা কেড়ে নিল।

অথচ কার্ল ইয়ুঙের সাইকোঅ্যানালিটিকাল থিওরি অনুযায়ী, কালেক্টিভ আনকনশাসের মাধ্যমে সব মানুষের আচরণ ও আবেগ সার্বজনীন আর্কেটাইপাল। লেখক তার অচেতনে যে কালেকটিভ আনকনশাস বহন করেন, তা অন্যান্য সকল মানুষের অচেতনেও আছে। আর একজন লেখক যখন নিজের চেনা-জানা গল্পগুলো বলেন, তখন তার লেখায় স্বাভাবিকভাবেই তার অচেতন উঠে আসে। এই অচেতনের সাথে পাঠকের অচেতনের সাদৃশ্য থাকায় পাঠক সেই লেখা পড়তে চান‌।

অর্থাৎ আপনি যদি শুধুমাত্র আপনার নিজের কথাগুলো বলেন, তাহলেই পাঠকের কথাগুলোও বলা হয়। এজন্য আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলোও আপনার মাধ্যমে নিজেদের প্রকাশের দাবি রাখে, যদি আপনি সে কাজ করার জন্য আশীর্বাদপুষ্ট হয়ে থাকেন।

শুক্রবার
১৩ জুন, ২০২৫


Photo Credit

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার লেখালেখি করাটা খুব গুরুত্বপূর্ণ না
.....................................................................
এটা সবার জন্য প্রযোজ্য হতে পারে,
তবে ,
আমরা কি দেখি ?
রবীন্দ্রনাথ বা নজরুল যখন রচনা করে গেছে
কোন দিনই একথা বলেনি , কে কি পড়ল তার জন্য এই লেখা
কিন্ত তাদের লেখা, গান, গল্প সবই জীবন ঘনিষ্ঠ ছিল
সে জন্য পাঠক প্রিয় হয়েছে ।

২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৪

মৌরি হক দোলা বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। বহু দিন পরে আপনার সাক্ষাৎ পেলাম।

২| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৭:৩০

ক্লোন রাফা বলেছেন: আপনি নিজে যেমন লেখক/ আবার পাঠকও আপনিই। কাজেই নিজের জন্য লিখলে সেটা অন‍্যের জন্যেও হতে পারে কিন্তু।

২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৪

মৌরি হক দোলা বলেছেন: একদম তা-ই।

৩| ২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কথা লিখেছেন। সঠিক কথা লিখেছেন।

২৩ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০৫

মৌরি হক দোলা বলেছেন: আপনি একজন ইতিবাচক মনের মানুষ, রাজীব ভাই।

৪| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৯

বিজন রয় বলেছেন: বুঝিনাই।

২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:১৮

মৌরি হক দোলা বলেছেন: আবার পড়েন, আমার পোস্টের ভিউও বাড়ুক :P

৫| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৩:০৩

এইচ এন নার্গিস বলেছেন: মূল্যবান কথা ।

২১ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০০

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.