নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদিও আমি ইংরেজী সাহিত্যের ছাত্রী, অন্যান্য ভাষার সাহিত্যও পাঠ করতে ভালোবাসি। নিজেকে সাহিত্যের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেওয়ার চেষ্টা করছি।

মৌরি হক দোলা

আগুনপাখি

মৌরি হক দোলা › বিস্তারিত পোস্টঃ

মৌরিফুলের কথামালা

১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:১০

এ শহরে ভালোবাসারা চিৎকার করে কাঁদে!
এ শহরে কবিতা ঠিক মরে যায়!
এ শহর বড় নিষ্ঠুর, ক্রূরময়।

2

মানুষ হারিয়ে যায় কেন? এই যে মানুষ নদীর স্রোতের মতো, আমের মুকুলের মতো, বসন্তের কোকিলের মতো আরেক মানুষের জীবনে আসে, এরপরে হুট করেই হারিয়ে যায়... হারিয়ে গিয়ে একত্রে কাটানো ছাপ্পান্নটি পড়ন্ত বিকেল, একশত সাতাত্তরটি রাতের সুখ দুঃখের স্মৃতি আর একত্রে বোনা অজস্র স্বপ্নকে মিথ্যে করে দেয়। কী লাভ হয় এতে? সেই তো চির অচেনাই! তবে কেন আসে মানুষ? কেন-ই বা হারায়?

3

বাবা আমায় হাঁটতে শিখিয়েছেন;
মা শিখিয়েছেন জীবনের পাঠ।

4

মেয়ে,
তোমার চারিপাশে বিদ্যে-বাড়ি পাকা।
দোষের মাঝে এটুকুই যা-
তা আতশ কাঁচে ঢাকা;
অসাবধানে ছুঁতে গেলেই
রক্ত স্রোতের ধারা...

5

নিজেকে কারো কাছে প্রমাণের দায় নেই,
তবুও জীবনের পরীক্ষা দিয়ে যেতে হয়।

6

বাড়ির ভিত যদি নড়বড়ে হয়,
উপরে উপরে যত নকশাই থাকুক,
একদিন সে বাড়ি ধ্বসে পড়েই!

7

চুকে গেল লেনা দেনা,
আজন্মের হিসেব,
হারানো দিনের মাঝেই আছে-
শত শত ভেদ।

8

তোমরা যারা ছন্নছাড়া পাখির এলোমেলো ওড়াওড়ি দেখতে পাও,
তারা কি এক‌ইভাবে দেখতে পাও,
সেই পাখির আজন্মকাল হতে পাওয়া ভাঙা ঘরের ইতিহাস‌ও?

9

আমি ভাবলাম,
"আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়"।
তারপরে?
কখনো চাঁদ‌ই উঠলো না আর।

10

If you watch the world with a spectacle for a long time,
Suppose, from the day of your birth,
& suddenly discover that it was always too opaque-
won't you be traumatized?
Won't it hurt you, dear?

#মৌরিফুল_২৫

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর লেখা।

১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০১

মৌরি হক দোলা বলেছেন: ধন্যবাদ, রাজীব নূর ভাই।

২| ১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২২

জিনাত নাজিয়া বলেছেন: আসলেই লেখা টা পড়ে খুবই মন খারাপ হলো। আমারও একই প্রশ্ন মানুষ কেন হারানোর বেদনা নিয়ে বেঁচে থাকে? কবির জন্য অনেক শুভকামনা রইল।

১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০২

মৌরি হক দোলা বলেছেন: আপনার জন্যও অশেষ শুভকামনা রইল, আপু।

৩| ১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৮

বিজন রয় বলেছেন: মৌরিফুল কে?
আপনি?

১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৩

মৌরি হক দোলা বলেছেন: জি, এটা আমার অনেকগুলো পাওয়া নিকনেমের মধ্যে একটা।

৪| ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৮

অপ্‌সরা বলেছেন: মৌরিমনি অনেক ভালোবাসা!!!

১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৪

মৌরি হক দোলা বলেছেন: আপনার জন্যও ভালোবাসা, আপু।

৫| ১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: কারো মন্তব্যের উত্তর দেন নি!!!

খুব ব্যস্ত নাকি?

১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৪

মৌরি হক দোলা বলেছেন: জি, ভাই একটু ব্যস্তই ছিলাম।

৬| ১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:১৬

খায়রুল আহসান বলেছেন: ১। যে শহরে কবিতা মরে যায়, সে শহর অচিরেই ভাগাড়ে পরিণত হয়।
২। আসা আর যাওয়া, মিলন আর বিচ্ছেদ নিয়েই জীবন। দিন শেষে সুখস্মৃতি যদি কিছু থেকে যায়, সেটাই সম্বল।
৩। দুটোই অমূল্য অবদান, এজন্যেই তারা মা বাবা।
৪। সাংঘাতিক!
৫। সত্য। তবে অসুবিধে নেই, পরীক্ষা মানেই অভিজ্ঞতা, অভিজ্ঞতা মানেই কিছু না কিছু সফলতা।
৬। ভিটের ভিত শক্ত না হলে সে ভিটেয় একদিন ঘুঘু চড়ে।
৭। হুম!!!!
৮। সেটা খুব কম চোখই দেখতে পায়। যারা পায়, তাদের দৃষ্টি অন্তর্ভেদী।
৯। চাঁদ তো আকাশেই থাকে; কি দিনে, কি রাতে!
১০। ইয়েস।

২০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫৭

মৌরি হক দোলা বলেছেন: আপনার বিস্তারিত মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.