| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর সাথে তখন আমার কথা হতো না!
মনের মাঝে গোপন দুঃখ ভীষণ-
মনে হতো,
যদি তুই আমায় বুকের মাঝে ধরতি জড়িয়ে-
দু'হাত বাড়িয়ে!
তোর সাথে তখন আমার দেখাও হয় না!
মাঝে মাঝে ইচ্ছে হতো,
ছুটে চলে যাই তোর কাছে-
আবার আপন হই সব হারিয়ে, সব ছাড়িয়ে...
তোর সাথে তখন আমার গভীর অভিমান!
একলা থাকার হিসাব-নিকাশ
সব ভুলে চলার গোপন প্রয়াস-
ঝড়ের মাঝে টিকে থাকার দারুণ প্রচেষ্টা!
এরপর...
হাজারটা দিন পার হয়ে যায়,
স্রোত দুটো আজ এক হয়ে যায়-
মুখোমুখি, চাঁদের আলোয়,
গত যুগের স্মৃতিচারণ,
থাক পড়ে থাক ভাবি দিনের
স্বপ্ন আয়োজন।
সারাজীবন তোকেই আমার ভীষণ প্রয়োজন!
©somewhere in net ltd.