নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি

২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫১





মানুষেতে বিরাজ বিশ্ব মহান
শীর্ণ কায়ে জীর্ণ বেশে
ধরার ধূলিতে নটরাজ খোদ ঈশ্বর ভগবান!

অনেকদিন আগের কথা।
বুলবুলের ঘূর্ণিতে চূর্ণ করার হুমকিতে বিকেলটা সেদিন চুপসে ছিল দুপুর থেকে। দিনমণি তো সারাটা দিন মেঘের বালিশে মাথা রেখে কাটিয়েছিল। আর সেই সুযোগে সন্ধ্যেটা এক লাফে চড়ে বসেছিল বিকেলের ঘাড়ে।
ফলাফলে সাঁঝটা ছিল দীর্ঘ।

মাগরেব-এশার মাঝামাঝিতে তো একেবারে "নাকে কান্না" শুরু করলো। টিপটিপ, টিপটিপ...! 'হুট তুলে পলিথিন মেলা' রিক্সার আনাগোনা চোখে পড়তে শুরু করলো তখন থেকে। এমনি সময়ে এক ছাউনির ছায়াতে বৃষ্টির ছাঁট বাঁচায়ে দাঁড়ায়ে সবে কয়েকটা চুমুক দিয়েছি চায়ে। এমনি সময়ে আশপাশে অন্যদের হাঁসপাশে তখন ঠাওর হলো...

রিক্সার হুটের নিচে কপোত-কপোতীর লেপ্টে থাকার দিকেই চা-খেকো আর পথিকের যত মনোযোগ। চায়ের ধোঁয়ায় মিইয়ে পড়া চোখ হঠাৎ রিক্সার টুংটাংয়ে জ্বলজ্বল হয়ে উঠছে।

এমনি একটা পলিথিন মোড়া হুট তোলা রিক্সা এসে দাঁড়ালে ছাউনির কাছে। যুগল দৌড়ে আশ্রয় নিল আমাদের ভীড়ে। তখনি হঠাৎ খেয়াল হলো...
"এই শহরের বৃষ্টি যার পায়ের পেশিতে কপোত-কপোতী সুখানুভূতি খোঁজার মাধ্যম, যার দাবনার জোরে তুমি-আমি গন্তব্যে ছুটেছি নিরন্তন, দর্শকের চোখের উজ্জ্বলতা বাড়ছে" সেই রিক্সাওয়ালা দিব্যি খোদার আকাশকে ছাউনি করে পরবর্তী যাত্রার প্রস্তুতি সারছে! লুঙ্গি আর শার্ট ভিজে শরীরের কাঠামোর গঠন প্রায় দৃশ্যমান! মানুষেরে উপরে তুলে ধরি সিক্ত-শীর্ণ-রিক্ত; মহান!

কী মনে করে ছাউনিতে আমার কোণে এসে দাঁড়ায়ে একটা ড্রাই কেক নিলো। নিঃশ্বাসে তার নিউমোনিয়ার শব্দ। যে শব্দ ছাপায়ে ক্ষুধার ঠাকুরের ভজন গীত শোনা যাচ্ছিল বারে বার।

এরপরেও কতগুলো রিক্সা এলো-গেল, আরো যতগুলো যাবে...পথিক বা চা-খেকো কারোরই চোখে মুখে রিক্সাওয়ালার দুঃখ ছাপ দেখলাম না। সবার নজর হুটের নিচে; জ্বলজ্বলে!

অথচ জেনেছি... "শিক্ষিত মানে মনের দৃষ্টি খুলে যাওয়া!"
মানুষের মর্ম বুঝার চেয়ে তীক্ষ্ম দৃষ্টি আর কী হয়?

ছবি: গুগল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১০

নুরহোসেন নুর বলেছেন: ভালো লাগলো!

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৬

মাস্টারদা বলেছেন: ❤

২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: দারুণ লেখেছেন ---------

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১১

মাস্টারদা বলেছেন: দারুণ থেকে কিছু শিখলেই সেই দারুণের দারু চিনির মতো মিঠে হয়। ধন্যবাদ মন্তব্যে

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: কুৎসিত ভাবে কিছু মানুষ চেয়ে থাকেই।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১২

মাস্টারদা বলেছেন: সত্য ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.