নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

ভুলোপনা-১

০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৩





"সমাজটা একেবারে উচ্ছন্নে যাচ্ছে" বলার লোকের অভাব নেই। বরং বড্ড বেশি অভাব এই "সমাজকে স্বভাবে আনা"র লোকের।
এ সমাজের এখন সবচে' বেশি প্রয়োজন "আদর্শ।" এমন আদর্শ যা দেখে পরের প্রজন্ম (এখন স্কুল,কলেজে যারা) নিজেদের সুন্দর মানুষ রূপে গড়তে পারে।

চারদিকে এত এত খারাপ খবর নিউজ হয়, ভালো পথ খুঁজেই পাওয়া দায়! "অচেনা জায়গায় পথ হারিয়ে" আপনার যেমন লাগে সেটাই অনুভব করে এই ছোটরা। আপনি তখন যেমন ভুল পথে গিয়ে জীবনের সর্বস্ব খোয়াতে পারেন, এদের বেলায় তেমনটি হতেও পারে!

একটিবার ভেবে দেখুন তো, পত্রিকার ধর্ষণের খবর পড়ে কারো ওই পাপ সম্পর্কে, পাপী সম্পর্কে মনে ঘৃণা জন্মায় কি না?
আদৌও খারাপ লাগা তৈরি হয় কিনা?

কিংবা যে ৫/৭ বছরের শিশুকে যখন ব্লেড দিয়ে... তারপর গলা টিপে হত‍্যার খবর পড়েন, একবারও ভাবনায় আসে সেই শ্বাসরোধের অনুভূতি?
ভাবনায় আসে? আসে না। কারণ খবরটা এমনি ভাবে প্রচারিত হয়, হচ্ছে, এগুলো পড়ে সহানুভূতি, বিবেকের তাড়না, খারাপ লাগা...এগুলো তো দূরের কথা উল্টো পাঠক আলাদা সুড়সুড়ি অনুভব করতে পারে। তাদের ব‍্যবসা দরকার! ওদিকে এই ব‍্যবসায়ী চক্রে ওৎ পেতে থাকা খারাপ জন্তুগুলো চাইলেই আরো সুন্দর প্লান-পদ্ধতি পেয়ে যায়!
সবচে বড় ক্ষতি হয়, ছোটদের। যারা ভাবতে শেখে "এটাই তাহলে স্বাভাবিক।" এই ভাবনাগুলো আপনি কিভাবে পরিবর্তন করবেন?
যখন আমরা জানিই না কে কিভাবে ভাবছে?

উপায় একটাই,
একটা খারাপ খবরের বিপরীতে তিনটে ভালো কাজ করা। ছোট হোক তবুও করুন। এই ধরুন: মিথ্যে না বলা, বড়দের সালাম/নমস্কার করা, দোকানিকে ছেঁড়া টাকাটা ভালোর ভাঁজে লুকিয়ে না দিয়ে 'ভাই একটু ছেঁড়া আছে, দেখে নেন' বলে দেয়া, বয়স্ক-শিশুদের সাহায্য করা, বয়স্কদের সমীহ করে কথা বলা তা সে রিক্সাচালক হলেও... এমনি ছোট ছোট কাজ।

বাসায় এসে এসব নিয়ে গল্প করা, আলোচনা করা--যেন ছোটরা শিখতে পারে।

"ধুর! এসব হয়? পরের ছেলেমেয়ে শুধরানোর আমি কে! সব আমার কাঁধে কেন?"

--"কেন! আপনার ছোট-ভাইবোন নেই! ছেলে মেয়ে কোন কালে হবে না? তারা কোন সমাজে বড় হবে? তাদের জন্যে করবেন।"

--"এসব প্রচুর ঝামেলা!"

ভাইরে, ভালো কাজ কী ঝামেলা ছাড়া বিপদ ছাড়া হয় কখনো? নিজের ছেলেমেয়ের জন্যে তো এর থেকেও কত লোকে কত্ত কী করে! আপনি আমি এতটুকু পারবো না!"

তারপরও "বাসায় শিখিয়ে দেব"--ভেবে যারা বসে থাকবেন; মাথায় রাখুন, আপনার সন্তান যে সমাজের স্কুলে পড়বে, যে বন্ধুদের সাথে মিশবে, যে রাস্তা-দোকান-বাস-স্টেশনে যাবে ততক্ষণে সে সব নষ্টদের অধিকারে। পারবেন ঘরের বাঁধনে সমাজের করাল গ্রাস আটকে রাখতে?

তারপরও যারা ভাবছেন--"যা হবার হবে!"

তারা "ছেলের বখাটেপনা নিজে চোখে দেখে" আর "মেয়ে ধর্ষিত হবার খবর" শুনেও সেদিন বা-হাতের বুড়ো আঙুলটা চুষতে চুষতে "এ সমাজটা উচ্ছন্যে যাচ্ছে" বলার শক্তি সঞ্চয় করুন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: এই দেশে কোনো লোক ভালো না। সবাই বদমাইশ। যাকে মনে মনে ভালো ভাববেন সে আরো বেশি বড় বদমাইশ।

০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৪

মাস্টারদা বলেছেন: "তুমি অধম তা বলে আমি উত্তম হইবো না কেন?"

এজন্যই তো ভালো হওয়া দরকার।

২| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৩

নেওয়াজ আলি বলেছেন: পীড়াদায়ক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.