নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
কিচেনের জানালায় নুরজাহান রোডের অনেকখানি দেখা যায়। রান্নার কালি-ঝুলে বাতাবরণ নোংরা হয়ে আছে। তবুও এ জানালাটাই খুব পছন্দ আমার। বিশেষ করে এই বন্দি জীবনের যেদিন শুরু তখন থেকে।
প্রথম কারণটা প্রথমেই বলেছি; বাইরের অনেকখানি দেখতে পাওয়া।
পরের কারণঃ এটা দিয়ে বাইরে চাইলেই কেন যেন মনে হয়--
"আরেহ্! একটু পরেই সব ঠিকঠাক হয়ে যাবে; বাইরে যেতে পারব।" আত্মপক্ষে যুক্তি দেখায় মন-- "এই লকডাউন/ফকডাউন, ভাইরাস এসব কিছুই না। এসব তোমার মনের গড়া। যেমন করে গল্পের চরিত্রদের গড়ো।"
মনটা কেমন চনমনে চাঙ্গা হয়ে ওঠে!
গত রাতের বেঁচে যাওয়া খাবারটুকু গরম করতে চুলায় বসিয়ে জানালায় উঁকি দিতেই প্রথমে ঝকঝকে পরিষ্কার রাস্তাটা নজরে এল। 'ঝাড়ু বুড়ি' আসেনা দশ-পনেরো দিন। তবুও কী পরিষ্কার!
আরেকটু দূরে ফ্লেক্সিলোডের বন্ধ দোকানটার সামনে দু'জন প্রৌঢ় বসে গল্প করছে। প্রায়ই করে। পোশাক তাদের গরীবী হালের পরিচয় দেয়। এখন আর কাছাকাছি বসে না। সামাজিক দূরত্ব মেনে বসে।
দ্বিতীয় কারণটা মনে এলো। "সব ঠিক হয়ে যাবে..."
হঠাৎ কী মনে করে জানালার শিকে খেয়াল হল। মনের পর্দায় ভেসে উঠল গত কদিন আগে বন্য প্রাণি অধিকার সংরক্ষণের শেয়ার করা লেবাননের চিড়িয়াখানার হাড় জিরজিরে সিংহটার ছবি!
আচ্ছা, চিড়িয়াখানার প্রাণিগুলোও কী বন্দি প্রাণে এমনি করেই ভাবে? জানালায় চাতকের চোখ রেখে নিজের মনকে নিজেই এমনি সান্ত্বনা দেয়?
"আরেহ্! একটু পরেই সব ঠিক হয়ে যাবে; বাইরে যেতে পারব...
বনে বাদাড়ে ঘুরে বেড়াতে পারবো। এ লোহার খাচার বন্দিত্ব এ সবি মিছে, সবি মিছে ভাবনা আমার।" মনকে সান্ত্বনার সুরে কী বলে--
"কোনো এক গাছের ছায়ায় ক্লান্তি মাখা চোখে ভাবছি এসব। আমারে কে বন্দি করবে!"
১৮ ই মে, ২০২০ রাত ১০:৪৪
মাস্টারদা বলেছেন: সেটাই লাভ
২| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭
নেওয়াজ আলি বলেছেন: তবুও আমাদের শিক্ষা হবে না। আসলে সাপ সোজা হয়ে গর্তে ডুকলে মানুষ হয় না।
৩| ১৪ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে মানূষই ভালো নেই। আর বন্দি পশু পাখিরা কেমন থাকবে তা তো বুঝাই যায়।
১৮ ই মে, ২০২০ রাত ১০:৪৮
মাস্টারদা বলেছেন: কোথায় যেন লেখা দেখেছিলাম, "বি কাইন্ড টু এভরি কাইন্ড, নট জাস্ট ম্যানকাইন্ড।" বিকজ.. মানুষ স্বঘোষিত শ্রেষ্ঠ। তাই মনে হয় মাথা আর হার্ট দুটোরই ব্যবহার দরকার। নইলে তো হামবড়া, স্বার্থপর।
মন্তব্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্রষ্টার একই ঘটনায় কোটি লোক কোটি রকম অনুভব জ্ঞান লাভ করে।
হুম...
হয়তো তেমনই ভাবে, একটু পরেই আপনালয়ে ফিরে যাবার স্বপ্নিল ভাবনা!!!
সাফারি পার্কের গুরুত্ব বেড়ে গেল কোয়ারেন্টাইনে। যাতনার অনুবভ যদি মানুষকে প্রাণীদের প্রতি সহমর্মী করে তোলে সেটাই লাভ।
+++