নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

ছেড়া পাতায় (কবিতা)

১৫ ই মে, ২০২০ রাত ১১:২৭

এক-এ চন্দ্র


__'ভালোবাসো কত?'
__'ধরার চাঁদের মতো।
সৃষ্টি থেকেই দৃষ্টি দিয়ে
তোমার মুখেই মুখটি চেয়ে
ঘুরছি অবিরত।
একটুক্ষণেও হওনি আমার
নয়ান আলোকচ‍্যুত।'




দুইয়ে পক্ষ


পুঞ্জির মেঘ মেঘালয় হয়ে
লোকালয়ে নিয়েছে বাসা,
সাদা- কালো নিশ্চুপ
তবুও যেন ঝুপ ঝুপ
ঝরে ভালোবাসা।




তিনে নেত্র


মনের গাঁয়ে বৃষ্টি নামে
ভালোবাসার হালকা ছুঁয়ে মন,
নাম করে তোর ফুল ফুটেছে
বাউল দলে দোল বেঁধেছে
বন্ধু রে! তুই আসবি কখন?





চতুর বেদ


শান্ত মনি আঁধার ঠোঁটে ঝরালে তারার হাসি
আলোর পথিক বললে, 'বঁধু! এবার তবে আসি!'





পঞ্চ বান


ওগো নীরবালা নীরজা!
শরতের কড়চা
সারদের সুরে সুরে স্মরি যে তোরে।
কোলাহল কলতান
বিস্মৃতির অবদান
নইলে নয়ান নীরে ভাসাইত ধরে।





ছয় ঋতু


পাষাণে পসিয়া পরাণ
হৃদয়ে রুধিয়া গান
কে তুমি ভাই উদাস বাউল
ভ্রমিছো জগতে জগতে?
অল্পে অজানা আকুল
চঞ্চল চরণে ব‍্যাকুল
কত কথা হয়ে বইল শ্বাস
ক্ষণে ক্ষণে পরতে পরতে!

বিঃদ্রঃ প্রেমকল্প গুলো চলতি পথে কারো দেখে আঁকা, তার ছবি নেই। তাই ভিন্ন ছবির ব‍্যবহার।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২০ রাত ১২:৫৬

আল-ইকরাম বলেছেন: বাহ! বেশ। অনেক ভাল একটি কবিতা পড়লাম। খুব প্রীত হলাম। এক এ চন্দ্র এর শেষ লাইনে নয়ান আলোকচ্যূত; এখানে ’নয়ান’ বলতে কি ’নয়ন’ কে বুঝানো হয়েছে? এটাকি কাব্যিক ভাষা? নাকি ওখানে ’নয়ন’ হবে? জানাবেন। শুভ কামনা অগনিত।

১৬ ই মে, ২০২০ সকাল ৭:০৫

মাস্টারদা বলেছেন: মশাই অনেক অনেক ধন‍্যবাদ। ওটা কাব‍্যিক।

২| ১৬ ই মে, ২০২০ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দূর্দান্ত।

৩| ১৬ ই মে, ২০২০ রাত ১:২৪

তানজীম আফরোজ বলেছেন: সবগুলোই অসাধারণ.....তবে দুইয়ে পক্ষ, চতুর বেদ, পঞ্চ বান বেশি ভালো লাগল....।

১৬ ই মে, ২০২০ সকাল ৭:০৫

মাস্টারদা বলেছেন: ভালোবাসা ঝুপ ঝুপ।

৪| ১৬ ই মে, ২০২০ রাত ১:৫৬

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা ।শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.