নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
চিন্তা দূষিত হলে দূষিত হয় মন। তারপর সেই দূষিত মনে ভালো কাজ করা কষ্টকর। তারচেয়েও কষ্টের তো সেই মনে ভালো মানুষ হওয়া!
সব তো বলে "অধীনস্থের ওপর আমার পুরা ছে পুরা কন্ট্রোল!" তাও বিদ্রোহ হয়। অধীনস্থরা দলে দলে ভাগ হয়।
"আচ্ছা ঠিকাছে। অধীনস্থ না হোক, আমার পরিবারের সবে তো আমার কথা মতো চলে।"____ জোর বিশ্বাসে বলবে কেউ কেউ। তবুও বৌ পরকিয়া করে অগোচরে। ছেলে গ্যাংয়ে ঘোরে। মেয়ের বালিশের নিচে মোবাইল। আর ভাই__ ইনকাম করতে শিখলে নিজের মতো। নিয়ন্ত্রণ কোথায়?
"অন্তত নিজের ওপর তো নিয়ন্ত্রণ আছে।"__ না রে ভাই। হঠাৎ যদি এই এখুনি আমার পা দুটি অবশ হয়ে যায়, তো? চলাতে পারবো পূর্বের মতো। হার্টকে এক সেকেন্ডের জন্যেও নিশ্চুপ করার নিয়ন্ত্রণ নাই তোমার/আমার। কারোরই নেই...
আসল চাবি আরেকজনের হাতে!
শুধু একটাতে নিতে পারি নিয়ন্ত্রণ; মনে। এখন মন চাইল, ঘুরতে যাব, নাও যেতে পারি। মন বলল, মুভি দেখবে/ সিগারেট খাবে/ পরের ফাঁকি দেবে/ অন্যের অধিকার ছিনিয়ে নেবে... এগুলোয় মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে।
এগুলো নিয়ন্ত্রণে কিছু কিছুতে অঙ্গ (চোখ, পা, হাত...) লাগে। তখন নিয়ন্ত্রণ আসবে দেহে।
পরিবার কথা মান্য করবে, অধীনস্থ শ্রদ্ধা করবে আর ধীরে ধীরে সমাজে পাবেন গ্রহনযোগ্যতা।
এ হিসেবে সবটার মূলে মূলত মন। যেটায় নিয়ন্ত্রণে দরকার জ্ঞান; বিদ্যে নয়।
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৬
মাস্টারদা বলেছেন: বাজারে তো মন্দে-ভালোয় মিলিয়ে হরেক রকম পণ্যের পসরাই বসে। অধিকাংশই বিকিয়ে যায়। দোকানির ফাঁকি কিংবা খদ্দেরের ইচ্ছে অসাবধানতা... যেভাবেই হোক। এর ফল যা তার সবটাই খদ্দেরের।
সবার আপন আপন পছন্দ থাকে।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪৮
এমএলজি বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৬
মাস্টারদা বলেছেন: স্বাগত
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: কোনো প্রকার দুষিত চিন্তা আমার মধ্যে নেই।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩২
মাস্টারদা বলেছেন: সামুরা জানে, আপনার উপরে ভ্রমর বসে। :-p
তাই তো সবাই ভালোবাসে।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১০
শোভন শামস বলেছেন: ভালো লেগেছে।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৮
খায়রুল আহসান বলেছেন: বাহ, একদম জেনুইন মাস্টারের মত কথাগুলো বলে গেলেন, মাস্টার দা! কেউ শুনুক বা না শুনুক, মানুক বা না মানুক, কথাগুলো অমূল্য।
আশাকরি, করিডোর পেরিয়ে ভাবনার আরো বৃহত্তর পরিসরে প্রবেশ করবেন।
"যেটায় নিয়ন্ত্রণে দরকার জ্ঞান, বিদ্যে নয়" - এক কথায় চমৎকার!
৫ নম্বর মন্তব্যকারী এবং ৮৫ নম্বর পাঠক হিসেবে পোস্টে প্রথম ভাল লাগাটি রেখে গেলাম। + +
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪০
মাস্টারদা বলেছেন: আপনার মন্তব্য সব সময় রাহবরের। আর রজনীর ঘোর আঁধারিতে আলো যে বানযারা পথিকের সবচাইতে প্রিয় সেটা বলা বাহুল্য। সে হিসেবে আলোক উৎসও নিশ্চয়ই ভালোবাসার।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথাগুলো সুন্দর বলেছেন। সবকিছুর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে মনের উপরই আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে সবার আগে। তার জন্য চাই বুদ্ধি বা প্রজ্ঞা। জ্ঞান এবং বিদ্যা সমার্থক।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৬
মাস্টারদা বলেছেন: বই পড়ে (স্কুলের বই-ই ধরেন) যেটা পাই সেটা কী? জ্ঞান, শিক্ষা, না-বিদ্যা?
স্কুলে শেখায়? না-পড়ায়?
__ আমার তো এখনকার স্কুলগুলোর কম্পিটিশনের ধরণ দেখে মনে হয় না তারা শেখায়। তারা তো শুধু গেলায়। যদিও স্টুডেন্টের সংখ্যা, অভিভাবকদের অকাঙ্ক্ষা, ইচ্ছে মেলায়ে সম্ভবও না।
পড়ালে সেটা শিক্ষা হয় কিভাবে? সেটা তো বিদ্যে।
আপনি যেভাবে খান, কথা বলেন, ভাবেন... সেটাই তো শিখেছেন। সেটা তো বিদ্যে না; শিক্ষা। শিক্ষায় অভিজ্ঞতায় যা অবশেষে বোধে থাকে তাই মনে হয় জ্ঞান।
আর ওটাই মনে হয় কাজে দেয়। বিদ্যে না।
মনে হয়____প্রজ্ঞা জ্ঞানের উন্নত স্তর।
আপনার চিন্তা ভাগাভাগির জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৯
উম্মে সায়মা বলেছেন: বাহ ভালো কথা বলেছেন। কিন্তু এই মনকেই কেউ কেউ কন্ট্রোল করতে চায়না।