নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
ভোরের ঘড়িতে পাঁচটা দুই
আরাম চাদরে শীতের আদরে গোটা শহরটা আছে শুই
জেগে আছে শুধু শহরটা কোলে এক অহেতুক একাকিনী রাত___
অভিমানী তারায়-তাহায় কতখানি আনছুনি-আনকাহি বাত!
আর আছে অবিরাম অপচয়ে কাঠ-খেকো ঘুন-পোকা
পরের ধনে পোদ্দারি করে সে স্বভাবে পরের গন্ধ-শোঁকা,
অনিষ্টে লিস্টে অদ্বিতীয়__'কর্মী' পরিচয়ে দেয় ধোকা।
* * *
এমনি সময় দু'চাকার ময়লা রথে___
এলেন শহরের মালিক, এ ভূমির প্রতিষ্ঠিত পুতে
পাকে-সাফে ভরায়ে দিনের আবর্জনা পথে।
পরম মাটিকে শ্রদ্ধায় ছুঁতে উপেক্ষায় শীতে খালি পায়
দু'হাতে টানছে স্বয়ং ঈশ্বরের ইরাদা যেন___
বিধাতায় বিধুতে অতিথি__ শ্রমী-রুগ্ন-শীর্ণ ও-তণু-কায়।
ঘুন-পোকা আবার করেছে শুরু উচ্চ আবাহনে
আরো আরো শোর মাচায়ে সবারে ছাপায়ে কেটে চলে খাট___
এ দেশ, এ মাটি যার সে ওই ভুখা-নাঙ্গা ওই আমজনে
খালি পেটে মরে খেটে, কী দিন! কী সকাল! কী সন্ধ্যে-শীত রাত!
মসনদের পায়ায় ভণ্ড ঘুনের কত শত রঙ, কত কত ছাঁট
রাজা যে সে খালি পায়, দু'মুঠোয় দুটি বেলা নাহি পায়
শহরের মুখ ধুইয়ে ধুইয়ে গেছে তার নির্ঘুম কত রাত!
ঘরেতে সখি তার পথ চেয়ে অনিবার আঁখি নিরুপায়।
দানের পাল্লাতে সে দান তুচ্ছ নহে__
হুতাশনে তাপ দেয়, জ্বালানি যদি নাহি রয়, উষ্ণতা আসে?
* * *
যাহার চরণের ভরে উচ্চে-মিথ্যে-গাহে চকচকে ঘুন-পোকা
নিসুতির এই শীতে, সম্মার্জকের রাজপথে পাবে তারি দেখা।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: পড়লাম।
ভালো।