নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,
খিড়কীর নীল ঝালর বিদীর্ণ করিয়া চতুর্দশীর চন্দ্রালোকে আসিয়া গড়াগড়ি যাইতেছে মেঝের কাশ্মীরি গালিচায়। খিড়কীর ভারী পর্দা এলোপাথাড়ি পবনে উড়িছে দিগ্বিদিক। ছুটোছুটির এই মহারণে এলোমেলো আসিয়া আছড়াইয়া পড়িতে লাগিল দেবদাসের স্কন্দে। সেদিন বোধহয় একটু অধিকই পেটে পড়িয়াছিল কী পড়ে নাই, মুহূর্তে তাহার বহু বিস্মৃত পুষ্কুরিণী পাড়ে এমনই চন্দ্রালোকে পারু মূর্তি স্মরণ হইল। ইহাই হেতু ঝালর হইয়া গেল হিমালয় দুহিতার শ্রাবণ মেঘসম রেশম মোলায়েম কেশদাম। যেন তাহার হেয়ালী ভরা ভালোবাসার বাতাস লাগিয়া মাতাল হইয়া দিগ্বিদিক দিক খুঁজিবার প্রাণান্তকর চেষ্টা করিতেছে।
আনমনে আরেকটু চুমুক দিলে পেয়ালায়। কী মনে করিয়া আজিকে প্রথমবার সে চূণীলালের মতন করিয়া উর্ধ্বে তুলিয়া ধরিলে অদ্ভুত সুন্দর কারুকার্য ক্ষচিত পেয়ালাটি। কিন্তু ক্ষণিকেই নিবৃত্ত হইল। "যে গেছে তাহার কথায় কী হইবে"____ ভাবিয়া নিরাসক্ত বদনে পশ্চাদ ফিরিলে। এখন তাহার ছায়া সটান গিয়া পড়িয়াছে গালিচার গাল রক্তিম করিয়া উপবিষ্ট চন্দ্রমুখীর উপরে। সেই রাতের অভিসার, চন্দ্রালোক, পুষ্কুরিণী পাড়, প্রেম ___তাহার আবার হৃদয় আলোড়িত করিয়া তুলিল।
কেমন যেন ঘোর ঘোর বোধ হইতে লাগিল। "কী জমিদার বাবু! কা'র দ্যূতিতে ডুবিয়া মরিবেন বলিয়া ঠিক করিলেন?"____হাসির চমকে যেন শিঞ্জনে বর তুলিলে দিগন্তে। "কা'র অনলে পু'ড়বেন?"
পেয়ালায় আরেকটা চুমুক দিয়া কম্পমান হস্তে সে তুলিয়া ধরিয়া অনেকটা জড়ানো কণ্ঠে কহিল,
"নাশাছে পেয়ার ছির্ফ ছরাবই কারে
মা...সুম হ্যায় এ পেয়ালা..."
কাশি লাগিলে অকস্মাৎ। চন্দ্রমুখী ধরিতে উদ্ধত হইতেই ইশারায় নিবৃত্ত করিয়া পুনরায় আরম্ভ করিল,
''নাশাছে পেয়ার ছির্ফ ছরাবই কারে
মা..সুম হ্যায় এ পেয়ালা,
কুচ তো হ্যায় তেরি হুসনি কী কসুর
আঁখে তো ছির্ফ মাজবুর
চাঁন্দ্ মুচকোরায়ে ফালাকপে
ধারতি হুয়ি কিউ উজালা?"
দেড়শ ক্রোশ দুরে অরুণ পাড়ের শাড়ি জড়াইয়া রক্তিম পায়ে মেহিদী রাঙা ত্রস্ত হস্তে এক এক করিয়া ঘর সংসারের খোঁজ লইয়া চলিয়াছে সদ্য সিঁথি ছোঁয়া সিঁদুর।
০২ রা মার্চ, ২০২১ রাত ১১:১১
মাস্টারদা বলেছেন: শরৎবাবুর দেবদাস এ নয়।
২| ০২ রা মার্চ, ২০২১ রাত ৮:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেবদাস পড়েছিলাম কলেজ ফার্স্ট ইয়ারে। এরপর ছবি দেখা হয়েছে। উপন্যাসের ভাষারীতি কিছুই মনে নাই। তবে, উপন্যাসে এরকম হিন্দি ভার্স ছিল কিনা তা নিশ্চিত হতে পারছি না, আর এ অংশটুকু উপন্যাসের অংশ কিনা, তাও বুঝতে পারছি না। তবে, লেখাটা বুকের ভেতরে দেবদাসের আবহ তৈরি করেছে বেশ ভালোভাবেই এবং বুকে একটা আলোড়নও সৃষ্টি করেছে।
০২ রা মার্চ, ২০২১ রাত ১১:০৯
মাস্টারদা বলেছেন: উপন্যাসে হিন্দি ছিল না, আর এটা দেবদাসেরও অংশ না। দুপুরে খেতে বসে মনে হল শায়েরি টুকু। তারপর ভাবনায় শরৎবাবুর আবহের ছায়া নেয়া___এই যা।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: দেবদাস?