নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

অধীর পাখি পুষি কেনে?

১৪ ই মে, ২০২২ দুপুর ২:২৩


অরিজিনাল আইডি কিনা জানি নে, তবে অধিকাংশ উঠতি বয়সেরা শেয়ার করছে তাই মনে হলো ভুলটা নিয়ে কথা বলা দরকার।

আমার, আপনার, তার বা অন‍্য যে কারোরই জীবনের প্রশ্নপত্র আলাদা, স্বতন্ত্র। আপনার দায়িত্বে আমাকে কিংবা আমার জায়গায় আপনাকে বা আর যাকেই দেয়া হোক না কেন, পারবে না। আমার কাজ আমাকেই করতে হবে, তেমনি আপনারটা আপনাকে।
তবে অপরেরটা থেকে আমি শিক্ষা নিয়ে আমার নিজের সমস্যা সমাধানে কাজে লাগাতে পারি। এটাই করতে হয়।

তাই অন‍্যের জীবনের-সমস্যা সমাধানের-উত্তরপত্র কপি না করে তার নিহিতার্থ শিখে নেয়াটাই সবচেয়ে দরকারি। আমরা নিজের জীবনে তখনই ফেল করি যখন অন‍্যেরটা কপি করে নিজের জীবনে লাগাতে যাই। ক্রাশ করে তখন।

আরেকটি কথা, আমরা পছন্দ করি ঝামেলাহীন জীবন। কিন্তু জীবন তো আসলে উত্থান-পতনের, দিন-রাতের, মল-নির্মলের, সাদা-কালোর... হিত-বিপরীত জিনিসে ভরা এ ধরা। পৃথিবীতে এমন একটা জিনিস খুঁজে বের করেন তো যার জোড়া নেই? ভালো-মন্দ, দিন-রাত, ছেলে-মেয়ে, আকাশ-পাতাল...এমনি। আছে? নেই।
তাহলে শুধু সুখ, শান্তি, আশা___কেমনে করি আশা?

একমাত্র মৃত্যুর পরে ঝুট ঝামেলা নেই।
একমাত্র স্বর্গে বাঁধা-বিপত্তি, বিফলতা নেই। নেই রোগ-শোক, ঠগ-বাটপার!
জীবনের বৈশিষ্ট্যই হচ্ছে বাধা-বিপত্তির, দুঃখ-সুখের, সফলতার-বিফলতার, উৎকৃষ্ট-নিকৃষ্টের, নিচ-মহতের!

আরেকটা বিষয়ে খেয়াল করেন, অতীত জীবনের কোনো একটা সুখানুভূতি মনে করুন। ঘটনা না, অনুভূতি। কেমন ভালোলাগার অনুভূতি হয়েছিল ___সেটা। কী, হাতড়াচ্ছেন,___তাই তো?
এবার উল্টোটা করেন; একটা দুখানুভূতির খোঁজ করেন। দেখবেন সহজেই পেয়ে যাবেন। এমনকি একাধিক হৃদয় মোচড় দেয়া অনুভূতিই পেয়ে যেতে পারেন। একটু চিন্তা করলেই দেখবেন যে, এই হৃদয় মোচড় দেয়া অনুভূতিগুলোর জন‍্যেই আজকের অবস্থানে (ভালো/মন্দ) আপনি। ওই সুখানুভূতির জন‍্যে কিন্তু না।
দুখ্, কষ্টই আমাদেরকে পরিণত করে।

এবার একটা ম‍্যাজিক দেখেন, অতি পুরাতন দুঃখের স্মৃতিগুলো (প্রেম বিচ্ছেদ, পিতা-মাতা বিয়োগ, সন্তান বিয়োগ, এমনকি পোষা প্রাণির মৃত্যু...ইত্যাদির) স্মরণ এখন মনকে মধুর করে তোলে। এই মধুরতা আবার মিষ্টি নির্ভর করবে কত বড় দু'খের ছিল সেটা। আর আপনার উত্তরণ কত কষ্টের মধ‍্যে দিয়ে হয়েছিল তার ওপরে। যত বড় আর যত পুরনো কষ্ট ততই সেটার স্মরণে মন মধুরে ভরে! যেন পুরনো মদ, যত পুরনো তত নেশা ধরে।

দুঃখের মধ‍্যে, কষ্টের মধ‍্যে না পড়লে আজকের আপনার আমার নিজের একটা গল্পও থাকতো না।

যাইহোক, সবাই যার যার জায়গায় যুদ্ধ করছে। অন‍্যকে নিজের সাথে তুলনা করতে যাওয়াটা ঠিক না। আমি শুধু বাধা-বিপত্তে অস্থির না হয়ে, হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাবার কথাটা বলতে চাইছি।
শুধু বলতে চাইছি, অন‍্যের কথা, কাজ, চিন্তা__ নিজের জীবনে প্রয়োগের আগে খেয়াল করা দরকার "কতটুকু আমার জন‍্যে দরকারি!"
আমি শুধু বলতে চাইছি___

সবাই কেনে বুকের কোণে
একটা করে অধীর পাখি পুষছে মনে?
বৃষ্টি কাদার মাঝে ছাড়া
ফুলের হাসির ছড়া ছড়া
যায় পাওয়া যায় কোন্ খানে?
তাও কেনে ভাই একটা করে
অধৈর্যেরি অধীর পাখি পুষছি মনে?
পুষছি কেনে?

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:২৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মৌসুমি হামিদ সুন্দর লিখেছেন। আমরা প্রতিদিন কতবার যে বেচে থেকেও মরি!!

১৪ ই মে, ২০২২ দুপুর ২:৪১

মাস্টারদা বলেছেন: অবশ্যই

২| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:৪১

অক্পটে বলেছেন: "দুখ্, কষ্টই আমাদেরকে পরিণত করে।"

খুব সত্য উপলব্ধি থেকে লিখেছেন। অনেক ভালো লাগল। সত্যিইতো আমাদের সবারই জীবনের প্রশ্নপত্র আলাদা, স্বতন্ত্র।
পোস্টটি প্রিয়তে নিয়ে রাখলাম।

১৪ ই মে, ২০২২ দুপুর ২:৪৬

মাস্টারদা বলেছেন: জীবন আমাদের যখন কিছু শেখানোর মনে করে তখন বিপদে ফেলেই শেখায়। কিন্তু আমরা তখন তা ইগনোর করি। আসলে যে যেভাবে দেখে__সেটাই পার্থক্য তৈরি করে।
ধন‍্যবাদ।

৩| ১৪ ই মে, ২০২২ দুপুর ২:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: জীবন নিয়ে যার যার ভাবনা আলাদা আলাদা। জীবনটাইতো আলাদা আলাদা! তাই উপভোগটাও আলাদা আলাদা, উপলব্ধিটাও আলাদা আলাদা হয়।

১৪ ই মে, ২০২২ দুপুর ২:৪৭

মাস্টারদা বলেছেন: একদম। এই সাধারণ কথাটুকু বুঝলেই সমস্যা অধিকাংশেই কমে যায়।

৪| ১৪ ই মে, ২০২২ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন: জীবন নিয়ে যার যার ভাবনা আলাদা আলাদা। জীবনটাইতো আলাদা আলাদা! তাই উপভোগটাও আলাদা আলাদা, উপলব্ধিটাও আলাদা আলাদা হয়।

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.