নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

এ জ্বালা আর সয় না সখি

০৪ ঠা জুলাই, ২০২৩ দুপুর ২:৩১



এ জ্বালা সয় না সখি!!
খাঁচাতে পরাণো পাখি
ছটফটায়।
হায় হায় হায়...ও সখি।
এ জ্বালা কী আর পরাণেতে সয়...

এ জ্বালা আর সয় না সখি প্রাণে
হাজারো ভীড়ের মাঝে একলা ঘ্রাণে
বন্দি অলি আকুল চায়।
হায় হায় হায়...ও সখি
এ জ্বালা কী আর পরাণেতে সয়...

যদি না সে গড়তো আবাস এই পরাণে
আমি কি আর হতেম বিবাগ এই জীবনে?
শরতে শাওন কাঁদে
ফাগুনে আগুন ফাঁদে
হাসিতে আটকে ফাঁসি মারিতে সে চায়
হায় হায় হায়...ও সখি!
এ জ্বালা কী আর পরাণেতে সয়...



লেখাটার পেছনের গল্প।
এই বর্ষায় বন্ধুর পেয়েছে বসন্তে। একদম যেন "বসন্ত ফুলে" ফুল-পরী। তাকে সান্ত্বনা দিতে গিয়ে তার‌ই বলা একটা বাক্য থেকে এই অপকর্ম সাধিত হ'ল।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৩ দুপুর ২:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



বুঝতে পেরেছি, কাঁচা মরিচের জন্য জ্বালায় আছেন!
কবিতা ভালো হয়েছে। +++



০৪ ঠা জুলাই, ২০২৩ দুপুর ২:৪৬

মাস্টারদা বলেছেন: পেছনে মরিচ-টরিচ নাই। ব্যাচেলর। ধান্ধা নেই সংসারে। আসলে ঘটনা হলো এই বর্ষায় বন্ধুর হয়েছে বসন্ত। তাও উদোম হ‌ওয়া হয়েছে। গাছ নুয়ে পড়েছে। ওকে সান্ত্বনা দিতে গিয়ে ওর একটা কথাকে ঘুরিয়ে ফিরিয়ে এই দাঁড়িয়ে গেল।
শিরোনামটাই ছিল ওর বাক্য।

ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ❤️

২| ০৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৪ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:২৯

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতায় কেমন পুরনো দিনের ঘ্রাণ আছে!!

১৪ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৫:২৯

মাস্টারদা বলেছেন: স্বজাতি স্বজাত চেনে।

ধন্যবাদ এবং ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.