নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

খণ্ড কবিতা (খণ্ডিত ৮)

১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৮


চন্দ্র
"নিখোঁজ হয়েছে তাজ-কোহিনুর
বাগে রাণী --'নার্গিস!'
খোঁজ পেলে তারে সদয় করে
(পঁচিশ বিশে) জানায়ে দিস।"

__কেবল‌ই বুঝছি ঝুলছে ক্যানে
স্বর্গ-দ্বারে এই নোটিশ।



পক্ষ
পাপে পাপে ডুবে যাই পুণ্যে ফুটিবার আশে
তবুও সে আশা উর্ণারো বাসা
ভাঙে বারে বার ফাগুন হুতাশে;
ডুবে যাই পাপে, পুণ্যে ফুটিবার আশে।
অলির(অ) অবহেলায় ফাগুন, 'ভুল' হয়ে হাসে।।


নেত্র
... হারাতে কে চায়? তবুও যার যায়;
সে-ই মাত্র জানে কেমন সে ব্যথা; হারাবার স্বাদ
জগৎ জুড়িয়া মুখিয়া' আছে ব্যথার আলিঙ্গন-ফাঁদ।


বেদ
না থেকেও থাকে কতভাবে___ থাকে আশায়, যাওয়ায়
ঘৃণায় থাকে, থাকে রাগে____ থাকে না শুধু পাওয়ায়।
শ্বাসে থাকতো, বাসে থাকতো____ অনুভূতির নীরে
কোথাও তোমার পাবে না তায়____ পথই গেছে ঘুরে।
কী যে এক অভিশাপের যন্ত্রণারে!
পুব জনমের পাপসম সে সঙ্গিনীরে
কী যে এক অভিশাপের যন্ত্রণারে!!!


বাণ
অগ্নিচক্র চিত্ত ছায়ার জিঞ্জিরে
ঝঞ্ঝে ঝিঙে দোলে নব নির্ঝরে।
পুবের প্রলয় ফণী বিষে
ভাঙা মরুর সন্ধ্যা শেষে
সাম্যবাদী সর্বহারা হিল্লোলে।


আগের কবিতাগুলোর (খণ্ডিত শিরোনামে) ক্ষেত্রে একটা থিম মেইনটেইন করার চেষ্টা ছিল। আজ‌ জীবন ধরার চেষ্টায় মরিয়া মোহ-প্রেম, দুঃখ, দ্রোহ দিয়ে।
ছবি: সংগৃহীত।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

এম ডি মুসা বলেছেন: উপস্থাপন সেই ছিল, নতুন আঙ্গিকে

১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ উইথ ভালোবাসা

২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

ক্রেটোস বলেছেন: বাহ্ বহু বছর পর বাংলা কবিতায় ফার্সি স্বাদ পেলাম!

১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

মাস্টারদা বলেছেন: আমার জানার পরিধি নজরুলের অনুবাদ পর্যন্ত। তাও একটা দুইটা কবিতা।

যাইহোক ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

সোনাগাজী বলেছেন:


১ম ছবিটা কবিতা, নাকি আপনি যা লিখেছেন, উহা কবিতা?

১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

মাস্টারদা বলেছেন: কল্পনার দ্বারে আগল নেই। ঘুরা যাবে ইচ্ছে মতো।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

ক্রেটোস বলেছেন: নজরুল নিজেও তো ফার্সি ঢঙে অনেক কবিতা লিখেছেন। তাই হয়তো বাংলার রন্ধ্রে এর সুবাস রয়ে গেছে। আপনার প্রতিও শুভেচ্ছা রইল!

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১০

মাস্টারদা বলেছেন: আচ্ছা আচ্ছা। এবার বুঝি বুঝতে পেরেছি। আবার‌ও ধন্যবাদ।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সন্ধ্যা...

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৮

মাস্টারদা বলেছেন: সন্ধ্যা মোবারক।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

জ্যাক স্মিথ বলেছেন: কবিতা ভালো হয়েছে আর ছবিটা আরও ভালো হয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২

মাস্টারদা বলেছেন: পরেরবার থেকে ছবির প্রতি বেশি গুরুত্ব দেবো।

ধন্যবাদ

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩১

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সুন্দর লিখেছেন।কিছু অজানা ও জটিল শব্দ আছে কবিতায়।তাই মনোযোগ দিয়ে পড়তে হল।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৩

মাস্টারদা বলেছেন: প্রয়োজনের তাগিদ। ;)

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।
কবিতা মূলত আবেগেরই খেলা।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১১

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

৯| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: মাস্টার দা সূর্য সেন।

১০| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯

বিজন রয় বলেছেন: সুন্দর!

তিরিশের কবিতা পড়লাম।
এই সময়ে এসে এমন ধাঁচের কবিতা লেখা কম কঠিন নয়।
ধন্যবাদ আপনার প্রাপ্য।

শুভকামনা।

২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৭

মাস্টারদা বলেছেন: সত্যি বলতে কী, ধাঁচ ঠিক করি নে কিছুই আসলে।
খেয়ালির খেয়ায় ভাসা নৌকো-মাঝি। ভেসে ভেসে যা বাঁচে গলায় তাই নাচে আঙুলে।
আর সহজে আসলেই কিছু আসে না। সাধনায় কারো হিমালয় সহজ, কারো এক শীতেই শিহরণ!

এর চেয়েও দুর্লভ কী জানেন?
এই যে ভেবে ভেবে কথা বলেন, এটা। যা বলার অন্তত ভেবে বলা, সেটাই বরং এ সময়ে বিপন্ন। এই খাঁচাতেই দেখবেন।

শুভেচ্ছা ও শুভকামনা।

১১| ২১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৮

মাস্টারদা বলেছেন: শুভ কামনা।

১২| ২১ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪০

তাহেরা সেহেলী বলেছেন: পক্ষ, নেত্র, সুন্দর।

২৫ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৮

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.