নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

আত্মসমালোচনা

০৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০


কবিতার ভবিষ্যৎ আছে কি না, সম্প্রতি স্বনামধন্য এক বন্ধুবর লেখক প্রশ্ন রেখেছিলেন।
আপনারাও মতামত দেবেন আশা করি। তার প্রতি আমার উত্তরটাও নিচে দিয়েছি জুড়ি।

সাহিত্য পড়ে না অধিকাংশেই।
যতটুকু যা পড়ে, ভাবায় না, করে বমি_ চাকরির তাগিদেই।
তবে "ফেসবুক" পড়ে পর-চর্চায় বেড়ে আবাল-বৃদ্ধ-বনিতেই!

পেছনে এর ফেইক-ফুলের দায় আছে।
দায় আছে আদর্শের, প্রজন্মের, পূর্ব-পরের মেরুদণ্ডহীনতার!
আছে দায় সমাজের! পাঠকের, প্রকাশের, প্রত্যেকের...!
আছে কল্পনার, দায়িত্বের অভাবের, আছে সুখের!
সুন্দর না-হলে-ফুলে দায় কার? ক্রেতার?
সুবর্ণ তিথি এটি পাঠকের মুখে পড়ি চিঠি; আত্মসমালোচনার!

কবিতায় ফুল হাসাবার কথা ছিল যে মালির
তার‌ও তো আছে দায় __রঙের আঁচড় কেন দাগ হলো কালির?
মাঝির হাতেই ছিল বৈঠা!
হাঁটুজলে নামিয়ে জিগায় কেন, '...কেন ডোবে তরীটা?
ভুলে কেন পথ? দাও মতামত!'
আঁধারে যাত্রীর মুখ নিরাশ; ঘনঘটা!
মাঝির হাতেই জ্বলছে, ওই তো পাঞ্জেরির আলোটা!

প্রবল যে যুক্তিতে প্রযুক্তিরে দোষী___
সেই তাপে পুড়ে ছাই আগ্রহ-জন্মাবার চাষী!
জগৎ-হারা চাইবো খ্যাতি__
নামে-হোমার প্রত্যাশী। ___বিক্রিতে-হুমায়ূন
তাই তো কবিতার কথায় জ্বলে না আগুন!
হাসে না নিরাশ, না মিছিলে মূক, না বলে বধির
পঞ্চম রাগে গাইবে কবি সাগ্রহে চেয়েছে পাঠক অধীর!

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

বিউটিফুল ইউ বলেছেন: চমৎকার একটা কবিতা।

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫০

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা।

২| ০৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

আজব লিংকন বলেছেন: দায় আছে আদর্শের, প্রজন্মের, পূর্ব-পরের মেরুদণ্ডহীনতার!
আছে দায় সমাজের! পাঠকের, প্রকাশের, প্রত্যেকের...!
আছে কল্পনার, দায়িত্বের অভাবের, আছে সুখের!
সুন্দর না-হলে-ফুলে দায় কার? ক্রেতার?
সুবর্ণ তিথি এটি পাঠকের মুখে পড়ি চিঠি; আত্মসমালোচনার!


কঠিন উত্তর হয়েছে, উত্তরে আবার প্রশ্ন হয়েছে।
আবেগের কাছে বিবেকে, ভুল ফুটে ফুল হয়েছে।

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৯

মাস্টারদা বলেছেন: শুভকামনা রইল। ভালোবাসা নেবেন।

৩| ০৫ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

মিরোরডডল বলেছেন:





আছে দায় সমাজের! পাঠকের, প্রকাশের, প্রত্যেকের...!
আছে কল্পনার, দায়িত্বের অভাবের, আছে সুখের!


so true!

কবিতায় ফুল হাসাবার কথা ছিল যে মালির
তার‌ও তো আছে দায় __রঙের আঁচড় কেন দাগ হলো কালির?
মাঝির হাতেই ছিল বৈঠা!
হাঁটুজলে নামিয়ে জিগায় কেন, '...কেন ডোবে তরীটা?


ভালো লেগেছে মাস্টারদা।

এতো কম কম পোষ্ট করে কেনো!
আরো লিখবে। প্রিয় কবিদের একটিভ দেখতে চাই।


০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৬

মাস্টারদা বলেছেন: সাহিত্যে পাঠক বিমুখতার জন্যে আমিও দায়ী। তবে সুখের আর সুখের-অভাব মিলে আমিও মানুষ। তাই নিজের অভাবে নিজেকে কিছুটা দেই সময়।

পাঠকের ভালোবাসায় সব নিয়মিত হবে এই আশায় __।
ভালো থাকবেন। ভালোবাসা নেবেন।

৪| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৬

কামাল১৮ বলেছেন: কবিতা ভালো বুঝিনা তাই মন্তব্য করি না।মিরোরের মন্তব্য ভালো লাগলো তাই বলতে এলাম।মিরোরের আরো বেশি মন্তব্য চাই এই ব্লগে।

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৩

মাস্টারদা বলেছেন: দামাল ছেলে কামাল দাদা! আসল মজা তো কবিতায়। চেষ্টা করেন, পারবেন। আর মিরোর ভাইয়ের সাথে ঝগড়া মিটে যাক B-)

৫| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ!!
কাব্যতায় জবাব সে আরেক কাব্য, মন্ত্রমুগ্ধের মতো পড়ে গেলাম, বার কয়েক পড়লাম।
কবিতার মিছিল চাই, শব্ধের অলংকারে সাজানো প্রিয়াকে দেখবো বলেই কবিতার হাটে ফিরে আসি ;কবিবর বরাবরই নিশ্চুপ থাকে
কলমের আঁচড়ে রক্ত ঝড়ায়ে যে ক্যাম্পাস রাঙ্গিয়ে যায়
তা যত অনাদরেই পড়ে রয়
একদিন কাব্যদলের আসরে রাখালের বাঁশির সুরে কথা কয়

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০০

মাস্টারদা বলেছেন: কালোত্তীর্ণের কালো মানিকের মূল্য কাব্যরসিকেরাই কেবল পারে বুঝিতে।

কোকিলের গান যে এখনো পথিকেরে টানে জেনে ইন্সপায়ার্ড হলাম।
ধন্যবাদ।

৬| ০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: কবিতা বিষয়ে মনীষীদের উক্তি :
#‘কবিত্ব’ হল নিজের প্রাণের মধ্যে পরের প্রাণের মধ্যে ও প্রকৃতির মধ্যে প্রবেশ করার ক্ষমতা, কবি নিজের কল্পনা দিয়ে শব্দের ওপর শব্দ সাজিয়ে এক অপরূপ মায়ার জগৎ তুলে ধরেন।- রবীন্দ্রনাথ ঠাকুর
#কবিতার বিশেষত্ব হচ্ছে তার গতিশীলতা,এই গতির শেষ নেই।-রবীন্দ্রনাথ ঠাকুর
#কবিতা হল শক্তিপ্রদ আবেগের স্বতঃস্ফূর্ত প্রবাহ।- ওয়ার্ডসওয়ার্থ
#কবিতার এমন চিত্রকার্য যা দেখার চেয়ে বেশি অনুভূত হয়।- লিওনার্দো দ্য ভিঞ্চি ।
#সব শিল্পকলার ভগিনী এবং সব ভাবধারার জন্মদাত্রীই হল কবিতা।-উইলিয়াম কনজারভ
#জনগণকে জাগিয়ে তোলার অস্ত্রই হলো কবিতা।- কাজী নজরুল ইসলাম
#কবিতা পাখির মতো, এটি সকল সীমান্ত উপেক্ষা করে।-ইয়েকজনি ইয়েভুশেঙ্কো
#এই বিশ্বের যা কিছু সুন্দর যা মহৎ তাকেই চিরঞ্জীব করে কবিতা।- শেলি
#কবিতা হচ্ছে সাহিত্যের রানী।-টমাস স্পাট
#এই বিশ্বের কবিতা কখনো মরে যায় না।- জন কিটস

০৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৮

মাস্টারদা বলেছেন: ঠিক‌ই তো। কবিতা চিরন্তন। মরিচের কুচির মতো তুচ্ছ বিষয় নিয়েও সুন্দর কবিতা হতে পারে (বোধ নামে লিখেছিলাম)। শুধু উপস্থাপনার কাছে সুন্দর আর অসুন্দরের তফাৎ। আমি পারিনি বলে সেটা খারাপ বা আর হবেই না __এমনটা ভাবা তো বুদ্ধির অসারতার প্রমাণ।

যৌক্তিক উক্তি দিয়ে মতামত জানানোর জন্য ধন্যবাদ। কিছু জানতাম, আরো জানা হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.