নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

খণ্ড কবিতারা (খণ্ডিত ৯)

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

১)

চন্দ্র
সন্ধ্যে জ্বলা কয়েলটা এখনো তাড়াতে মশায় ব্যস্ত
লাল-চোখে জ্বর নিয়ে নীরবে জ্বলিছে মরণ দহনে তীব্র!
ধোঁয়ার দেয়ালে দেয়ালে চোখ চেপে
অপেক্ষায় অভুক্তোদর অযুত মশার দল!
(তারা)
বারে বারে চোখ মোছে
'খুক্ খুক্' _বে..শ কাশে,
__"এই বুঝি পুড়ে শেষ!
___ঘিরে ধরি চল!"
অপেক্ষায় আরও কোটি; হুড়োহুড়ি ছুটোছুটি অভুক্তোদর অযুত মশার পাল।

ভরা ভাদর বাহিরেতে দুখের নিলাজ চাদরেতে নেমেছে নজর মুড়ে
থেকে থেকে কাঁদিতেছে ছড়া-গলা ছাড়িতেছে মা-মরা সুরে।
কখনোবা ফুঁপিয়ে ব্যথা-স্বর নাবিয়ে
নামে নাড়া-চালে,
তারি পরে বুলবুলি__'ভিজে আছে স..ব গুলি;
যায় কোন ডালে?'

ওই সে চালা এই জানালা মাঝে খ্যালে কচি লাউ-ডগা
'আশা' ঝুলি উঁকি দেয়, যদি তাতে আশ্রয় লয় লীন-মশা।



[___ গেল ভাদ্রের আদ্রে জানালায় বসে লেখা।]

২)

পক্ষ
সুন্দরে তো নাই কোনো যে সীমা।
অসুন্দরেও সেরা আছে—
অসুন্দর‌ও 'সবার–মতো' সোনা।
তা সে মরার মাঝে হোক না রে ভাই কাঁচা—
কিংবা কাঁচায় সুন্দরতর মরার আনাগোনা!
অসুন্দর‌ও 'সবার–মতো' সোনা।


[বিশ্বাসটা আগের; তা সবে মিলে সাড়ে সাতশ দিবসের মতো হবে। তবে আজ (২৪-১২-২৪) বিকেলে @কাজী ফাতেমা ছবি'র ছবিতে কমেন্ট করতে গিয়ে সেই বিশ্বাসের পাখি হলে ছন্দের খাঁচায় বন্দিনী। উনার ফুলের ছবি-ব্লগের কমেন্টে পাবেন অন্য মসলার ঢঙে।]

৩)
নেত্র

সুখের সুতোয় বাঁধা যে স্মৃতি
ফুরিয়েছে তা পোহাতেই রাতি,
ব্যথার বাঁধনে তুমি যে হিয়ায়
ক্ষতেরা সারে, দাগে স্মৃতি বাঁচায়।


[অধিকাংশ লেখাই আমার এমন পড়তে পড়তে গড়ে ওঠেছে মনের মন্দিরে। তখন হাতের কাছে যাতে তাতেই গুঁজে দেয়ার অভ্যেস-অভিযোগ অনেক পুরনো।]

আজকের সবগুলোর সূচনা দন্ত্য-স দিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.