![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি চাইলে তাকে সাম্যবাদী বা সাম্প্রদায়িক বলতে পারেন! আবার বিদ্রোহী বা প্রেমের কবিও বলতে পারেন!তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম|তাঁর লেখনিতে একদিকে যেমন ইসলামী রেঁনেসার ছাপ দেখা যায় অন্যদিকে সেক্যুলারিজম তাঁর লেখা"কিসের খুশি কিসের ঈদের দিন যদি না থাকে তাঁরই ধরায় তারই দ্বীন"(একটু এলোমেলো হল বুঝি কবিতাটা মূলভাবটা প্রকাশ পেয়েছে হয়ত!) কালজয়ী গজল"মাসজিদের_ই_পাশে আমার কবর দিও ভাই,দূর আরব,এই সুন্দর ফুল,এই সুন্দর ফল"আরো অস্যংখ লিখনিতে ইসলামী ভাবধারার ছাপ স্পষ্ট অন্যদিকে "জাতের নামে বজ্জাতি সব,মোরা একই বৃন্তে দুটি ফুল, অস্যংখ শ্যামা সঙ্গীত তার ধর্মনিরপেক্ষতাবাদের দিকেই ইঙ্গিত করে| তাঁর যাপিত জীবন রাজনৈতিক কার্যকলাপও যথেষ্ট ঘোলাটে প্রমিলা দেবির সাথে তাঁর পরিণয় অতঃপর চার সন্তানের অর্ধহিন্দু অর্ধমুসলিম নাম তাছাড়া কামাল আতর্তুককে তিনি অকুন্ঠ সমর্থন দেন অতঃপর সেক্যুলার রাষ্ট্র হিসেবে তুরুষ্ক প্রতিষ্ঠার জন্য আতর্তুকের ইসলাম বিদ্বেষী কর্মকান্ড সবারই জানা| সব কিছু ছাপিয়ে কাজী নজরুল কবিতা,উপন্যাস প্রবন্ধ ছোটগল্প গান(হামদ্ নাত্ শ্যামা সঙ্গীত বিরহ পরিণয় প্রেম বিষয়ক),নাটক এককথায় সাহিত্য সংস্কৃতির প্রতিটি শাখায় তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন|তার সৃষ্টিশীল সাহিত্যকর্ম যে বাংলা সাহিত্যে এক নতুন ধারার সৃষ্টি করেছে তা সকল সাহিত্যবোদ্ধাই একবাক্যে স্বীকার করতে বাধ্য! তাঁর বিদ্রোহন্তক কবিতা গুলি নির্যাতিত নিপীড়িত মানুষদের নিপীড়ন,নির্যাতন ,পরাধীনতার শৃংখল থেকে মুক্তির রসদ যোগাবে যুগ যুগান্তর ধরে।
-আমি মানি না কোন আইন,আমি ভরা তরি করি ভরা ডুবি,
আমি ভীম, ভাসমান মাইন,আমি সাইক্লোন,আমি ধ্বংস|
-তথ্য সুত্র:উকিপিডিয়া বাংলা ভিশন অনলাইন
©somewhere in net ltd.