নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুদ্ধি হলো সহজাত মানসিক ক্ষমতা আর জ্ঞান হলো অর্জিত বিদ্যা ও অভিজ্ঞতা। বুদ্ধি ও সাধারণ জ্ঞানের ৬টি প্রশ্ন দেওয়া হল। সঠিক উত্তরটি মন্তব্যে লিখুন। যথাসময়ে ফলাফল প্রকাশ করা হবে।
১) প্রশ্নবোধক চিহ্নের স্থানে ডান পাশের কোন চিত্রটি বসবে?
২) একটি ৫০০ মিটার লম্বা মালবাহী ট্রেনের গতি ঘন্টায় ৬০ কিলোমিটার হলে ৫০০ মিটার লম্বা একটি সেতু পাড়ি দিতে ট্রেনটির কতক্ষণ সময় লাগবে?
৩) "I have a dream" - এই ঐতিহাসিক উক্তিটি কার?
৪। কোনটি সঠিক নয়?
ক) ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই।
খ) জলবসন্ত একটি ছোয়াঁচে রোগ।
গ) চেঙ্গিস খান মাত্র ১৩ বছর বয়সে মোঙ্গল জাতির নেতা হন।
ঘ) সবুজ পাতা দিনের আলোয় সবুজ, কিন্তু লাল আলোয় লাল দেখায়।
৫) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সংখ্যাটি কত?
৬। একজন শিক্ষক আপনি যে গ্রেডের জন্য নিজেকে যোগ্য মনে করেন তার চেয়ে অনেক নিচের গ্রেড দিয়েছেন। আপনি তখন কি করবেন?
ক) শিক্ষকের দেয়া গ্রেড মেনে নিয়ে স্বাভাবিক আচরণ করবেন।
খ) নিজের যোগ্যতামাফিক গ্রেড পাওয়ার জন্য পীড়াপীড়ি করবেন।
গ) শিক্ষকের নিকট ব্যাখ্যা চাইবেন।
ঘ) শিক্ষকের বিরুদ্ধে নালিশ করবেন।
ঙ) নতুন করে একটি পরীক্ষার দাবী করবেন যাতে আপনি আপনার যোগ্যতা দেখাতে পারেন।
সূত্র: ইন্টারনেট, পত্র-পত্রিকা
২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৮
এমজেডএফ বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসাবে আপনাকে বিশেষ ধন্যবাদ।
২| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৩:০৬
কাওসার চৌধুরী বলেছেন: যাক, আপনার একটি লেখা অবশেষে পাওয়া গেল । শুভ হোক লেখকের পথ চলা।
২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬
এমজেডএফ বলেছেন: ধন্যবাদ, আসলে ভালো কিছু লিখতে গেলে সময় লাগে। হাতে সেরকম সময়ও নেই। তাছাড়া পোস্ট যেহেতু প্রথম পাতায় যায় না তাই লেখার খুব একটা উৎসাহও নেই। তারপরেও ভাবলাম কয়েকটা সাধারণ পোস্ট দেই, কারণ "পোস্ট করেছি: ০টি" ভালো দেখায় না!
৩| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ ভাল পোষ্ট!
উত্তরঃ
১। বি
২। এক মিনিট
৩। বি
৪। ঘ
৫।
৬। গ
ঠিক আছে কি? আর ৫ এর ব্যাখা চাই?
২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
এমজেডএফ বলেছেন: উত্তর দেয়ার জন্য ধন্যবাদ।
আপনার ৫টি প্রশ্নের উত্তরের মধ্যে ১। বি - সঠিক হয়নি। সঠিক উত্তর C, ২। এক মিনিট - সঠিক, ৩। বি - সঠিক, ৪। ঘ - সঠিক, ৬। গ - সঠিক।
আপনি ৬ পয়েন্টের মধ্যে ৪ পয়েন্ট পেয়েছেন, অভিনন্দন!
ব্যাখ্যাসহ সঠিক উত্তর নিচে দেওয়া হয়েছে।
৪| ২৯ শে জুলাই, ২০১৮ ভোর ৪:২১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: "বুদ্ধি হলো সহজাত মানসিক ক্ষমতা আর জ্ঞান হলো অর্জিত বিদ্যা ও অভিজ্ঞতা।" - অত্যন্ত সুন্দর কথাটি।
১। বি
২। ১মিনিট
৩। বি (মার্টিন লুথার কিং)
৪। গ, ঘ
৬। গ
২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
এমজেডএফ বলেছেন: উত্তর দেয়ার জন্য ধন্যবাদ।
আপনার ৫টি প্রশ্নের উত্তরের মধ্যে ১। বি - সঠিক হয়নি। সঠিক উত্তর C, ২। এক মিনিট - সঠিক, ৩। বি - সঠিক, ৪। ঘ - সঠিক (গ সঠিক নয়!), ৬। গ - সঠিক।
আপনি ৬ পয়েন্টের মধ্যে 3½ পয়েন্ট পেয়েছেন, অভিনন্দন!
ব্যাখ্যাসহ সঠিক উত্তর নিচে দেওয়া হয়েছে।
৫| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
এমজেডএফ বলেছেন: প্রথমেই বলে রাখি এটি ব্লগে বৈচিত্রতা আনার জন্য কিছুটা ভিন্ন রকমের ফান পোস্ট । সুতরাং কেউ এটিকে আইকিউ টেস্টের সিরিয়াস পরীক্ষা হিসাবে নেবেন না!
পোস্টের ৬টি প্রশ্নের সঠিক উত্তর ব্যাখ্যাসহ এখানে দেওয়া হলো:
১। সঠিক উত্তর C
কারণ:
১ম শর্ত: প্রতি লাইনে তিনটি প্রতীকের বাহিরের আকার হবে তিন রকম - বর্গক্ষেত্র, রম্বস ও বৃত্ত।
২য় শর্ত: প্রতীকের ভিতরে প্লাস ও এক্স চিহ্ন - পাশাপাশি দুটি প্লাস বা এক্স চিহ্ন বসতে পারবে না।
দুটি শর্তই পূরণ করে একমাত্র C প্রতীক।
২। ১ মিনিট সময় লাগবে
৫০০ মিটার লম্বা সেতুটি সম্পূর্ণ পাড় হতে ট্রেনটির ইঞ্জিনটি সেতুর শুরুর পয়েন্ট থেকে ১০০০ মিটার যেতে হবে।
৩। সঠিক উত্তর B
যুক্তরাষ্ট্রের বিখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং।
৪। ঘ)
কারণ সবুজ পাতা দিনের আলোয় সবুজ, কিন্তু লাল আলোয় কালো দেখায়।
৫। সঠিক উত্তর 14
বামপাশের বক্সের নিচের লাইনে 17–13=4; নিচের বক্সের বামপাশে 4।
ডানপাশের বক্সের নিচের লাইনে 17–3=14; নিচের বক্সের ডানপাশে হবে 14।
৬। সঠিক উত্তর গ)
শিক্ষকের নিকট ব্যাখ্যা চাইবেন।
৬| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ৪। গ) প্রসঙ্গে
আমি যদ্দুর জানি, ১৩ বছর বয়সে চেঙ্গিস খান (তেমুজিন) খাবার ভাগাভাগি নিয়ে তাঁর সৎ ভাইকে হত্যা করেছিলেন। ওই বয়সে মঙ্গোল জাতির নেতা হয়েছিলেন বলে জানা নেই।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৬
এমজেডএফ বলেছেন: বাস্তবে ১৩ বছর বয়সে চেঙ্গিস খান (তেমুজিন) মোঙ্গল জাতির একটি গোত্রের নেতা হয়েছিলেন। ইতিহাসে অনেকে অতিরঞ্জিত করে বলে ১৩ বছর বয়সে মোঙ্গল জাতির নেতা হয়েছিলেন। আসলে তিনি পুরো মোঙ্গল জাতির নেতা হয়েছিলেন আরো পরে।
তখনকার দিনে মোঙ্গল গোত্রের মধ্যে বিয়ে করার সর্বনিম্ন বয়স ছিল ১২ বছর। তেমুজিনের ১২ বছর পূর্ণ হওয়ার পর পিতা ইয়েসুগি মোঙ্গলদের অতিথিপরায়ণ এক উপজাতির গোত্রের সরদারের মেয়ে বর্তির খোঁজ পান। বর্তি হন তেমুজিনের বাগদত্তা। সেখান থেকে ফিরে আসার সময় উপজাতীয় তাতার গোষ্ঠীর লোকেরা ইয়েসুগিকে বিষ খাইয়ে নির্মমভাবে হত্যা করে। পূর্ব-মঙ্গোলীয় শুষ্ক তৃণময় প্রান্তরে তাতারেরাই মোঙ্গলদের চরম শক্তিধর প্রতিপক্ষ। তেমুজিন শপথ নেন এর প্রতিশোধ নেবেন। সে লক্ষ্যেই বাগদত্তা বর্তিকে ছেড়ে চলে আসেন নিজ গোত্রে। তেমুজিন তখন ১৩ বছর বয়েসী এক বালক। নিজেকে ঘোষণা করেন গোত্রের নেতা। যদিও অল্প বয়সের কারণে তেমুজিনকে সবাই নেতা হিসাবে মেনে নেয়নি।
'১৩ বছর বয়সে চেঙ্গিস খান (তেমুজিন) খাবার ভাগাভাগি নিয়ে তাঁর সৎ ভাইকে হত্যা করেছিলেন।'
কোনো কোনো ঐতিহাসিকের মতে গোত্রের নেতা হওয়ার তথা ক্ষমতার দ্বন্ধে তেমুজিন সৎ ভাইকে হত্যা করেছিলেন।
সূত্র: উইকিপিডিয়া; Click This Link
৭| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনার কথায়ই আসে, "বাস্তবে ১৩ বছর বয়সে চেঙ্গিস খান (তেমুজিন) মোঙ্গল জাতির একটি গোত্রের নেতা হয়েছিলেন। ইতিহাসে অনেকে অতিরঞ্জিত করে বলে ১৩ বছর বয়সে মোঙ্গল জাতির নেতা হয়েছিলেন।"
মোঙ্গল জাতির না, আমার এই উত্তরটা কিন্তু আপনিও মানছেন, কিন্তু নাম্বার কমিয়েছেন। আমি কিন্তু ৬ নং প্রশ্নের গ) এর আশ্রয় নিতে পারি। হাহ হা হা
৮| ২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১
খায়রুল আহসান বলেছেন: ১। ডি
২। আধা মিনিট বা ৩০ সেকেন্ড।
৩। বি
৪। ঘ
৫। পারি না
৬। গ
প্রশ্নোত্তর ইতোমধ্যে ফাঁস হয়ে গেলেও সেটা না দেখেই জবাব দিয়েছি।
ফলাফল মন্দ নয়। আমি সন্তুষ্ট।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম।
লিখুন