নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‍‍‍"Al-Quran", The source of science - Dr. Mahfuz

নাড়ীর স্পন্দন গুনে রুগীর সেবা করি, মনের মাধুরী মিশিয়ে চেতনার কলম ধরি।('মনের মাধুরী' হলো পার্থিব জ্ঞান সমৃদ্ধ স্বচ্ছ মনন- আর 'চেতনার কলম' হলো আল-কোরআনের ঐশী আলোয় আলোকিত বিবেক সম্পন্ন লিখন)

মাহফুজশান্ত

আসুন, "ধর্মান্ধতা পরিহার করে ধর্মিষ্ঠ হই" "বিসমিল্লাহির রহমানির রহীম" [আল-কোরআন-৯৬. সূরা আল-আলাক] ০১. পাঠ কর (এবং ঘোষনা / প্রচার কর) তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন- ০২. সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে। ০৩. পাঠ কর, আর (ঘোষনা / প্রচার কর) তোমার প্রতিপালক মহামহিমান্বিত। ০৪. যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন- ০৫, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।] পবিত্র কোরআনের ৯৬ নম্বর সূরা 'আলাক'-এর প্রথম এই পাঁচটি আয়াত অত্যন্ত মূল্যবান এবং যা মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে ফেরেশতা জিবরীল (আঃ)-এর মাধ্যমে সর্বশেষ নবী রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপর নাযিলকৃত সর্বপ্রথম ওহি অর্থাৎ ঐশীবাণী। মহামহিমান্বিত প্রতিপালকের নামে শিক্ষা লাভের জন্য পাঠ করা ( Study ) অর্থাৎ আল্লাহর রাস্তায় থেকে জ্ঞানার্জন করা এবং জ্ঞানের প্রচার ও প্রসারে কলমের ব্যবহার অর্থাৎ 'লিখন' যে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখে তা সর্বজনবিদিত। মহান স্রষ্টা আল্লাহতায়ালা তাঁর শ্রেষ্ঠ সৃষ্টিকে খাঁটি মানুষ রূপে গড়ে তোলার জন্য যে সর্বপ্রথমে এই ধরণের চমৎকার ও কার্যকর ঐশীবাণী প্রদান করে অনুপ্রাণিত করবেন তা বলার অপেক্ষা রাখে না। এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে পার্থিব জীবনের শত ব্যস্ততার মাঝেও আল-কোরআন ও বিজ্ঞানের বিষয়ে জ্ঞান চর্চার তাগিদে সময় বের করে নিতে হয়েছে। যে জ্ঞানের কোন সীমা পরিসীমা নেই, যে জ্ঞানের কথা লিখতে বসলে মহাসাগরের এমনকি আকাশ ও পাতালের সকল জলরাশিকে কালি বানালেও তা ফুরিয়ে যাবে- তার জন্য এই সময়টুকু অতি নগন্য। তথাপি আমার এই ছোট্ট প্রয়াসের জন্য দয়াময় আল্লাহতায়ালা যে আমাকে সুযোগ ও তৌফিক দিয়েছেন সেজন্য আমি অবনত মস্তকে সর্বশক্তিমান স্রষ্টার কাছে প্রতি মূহুর্তে শুকরিয়া আদায় করছি। সত্যের স্বরূপ উদঘাটনে যতটুকু সফলতা অর্জন করতে পেরেছি তার সবটুকুই আল-কোরআনের ঐশীবাণীসমূহের মর্ম সঠিকভাবে অনুধাবনের ফলেই সম্ভব হয়েছে। আর ব্যর্থতার জন্য একজন অতি সাধারন মানুষ হিসেবে আমার অযোগ্যতা ও অজ্ঞতাই সম্পূর্ণরূপে দায়ী। হে বিশ্ববিধাতা করুণাময় মহান আল্লাহ , সর্বপ্রকার অনিচ্ছাকৃত ভুল-ভ্রান্তির জন্য সর্বদা অবনত মস্তকে ক্ষমাভিক্ষা চাই। আর সরল ও সত্যের পথ যতটুকু অর্জন করতে পেরেছি তার উছিলায় একজন হতভাগা পাপী বান্দা হিসেবে তোমার জ্যোতির্ময় আরশের ছায়াতলে চিরকালের জন্য একটুখানি ঠাঁই চাই। আশাকরি ছোটখাট ভুলত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। চিন্তাশীল সুধীজনদের সুচিন্তিত পরামর্শ ও সমালোচনা সাদরে গ্রহণ করা হবে।

মাহফুজশান্ত › বিস্তারিত পোস্টঃ

ডায়াবেটিস-কে ভয় নয়, জয় করতে হয়-(২য় পর্ব)

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৪৬

নিচের লিংকে আগে পড়ুন-

ডায়াবেটিস-কে ভয় নয়, জয় করতে হয়- (১ম পর্ব)



ডায়াবেটিস- এই নামটি এখন সবাই কম-বেশী জানে। কেউ এ রোগে আক্রান্ত হয়েছে শুনলেই ভয়ে আঁতকে ওঠে। ভাবে, সব খাওয়া দাওয়া ছেড়ে গালে হাত দিয়ে মৃত্যুর জন্য প্রহর গুনতে হবে। ব্যপারটা আসলেই কি তাই? না, মোটেই তা নয়। বরং মধ্যপন্থা অবলম্বন করে কম আর বেশীর মাঝামাঝি অর্থাৎ পরিমিত মাত্রায় সময়মত আহার করতে হবে। গালে হাত দিয়ে বসে না থেকে নিয়মিত হাঁটতে হবে ও হালকা শরীর চর্চা করতে হবে। আর তাহলেই একজন ডায়াবেটিক রোগী সেইসব মানুষদের চেয়ে ভালভাবে সুখে সাচ্ছন্দে দিন কাটাতে পারবেন যারা ডায়াবেটিস হয়নি ভেবে বেশী বেশী খেয়ে ভুঁড়ি বানান আর অলসভাবে সময় কাটান। একজন ডায়াবেটিক রোগী যদি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে সুস্থভাবে জীবন কাটাতে পারবেন। তবে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে না পারলে তো তাকে ভুগতেই হবে। এমনও অনেক দৃষ্টান্ত রয়েছে যে, ডায়বেটিক রোগীদের মধ্যে অনেকেই ৪০-৪৫ বছর যাবত রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রেখেছেন এবং বয়স ৮০ বছর পার করে দিয়েছেন। শুধু তাই নয়, নিয়ম মাফিক জীবন যাপনের ফলে তারা ডায়াবেটিস হয়নি এমন অনেক বৃদ্ধের তুলনায় বেশ ভাল অছেন। এজন্য একজন ডায়াবেটিক রোগীকে ঘুমের ব্যপারে যেমন নিয়ম মানতে হবে তেমনি জেগে থাকা অবস্থাতেও নাওয়া, খাওয়া, প্রার্থণা, দৈনন্দিন কাজ-কর্ম, চলাফেরা, ব্যায়াম, পরিষ্কার- পরিচ্ছন্নতা, ওষুধ সেবন ইত্যাদি সব বিষয়েই নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। এগুলো জানার আগে ডায়াবেটিস রোগটি সম্পর্কে কিছুটা ধারণা থাকলে বুঝতে সুবিধা হবে।

১ম পর্বের পরের অংশ-

‘ধরন-১ ডায়াবেটিসে’-এর কিছু উপসর্গ-

• অবসাদ, পিপাসা বৃদ্ধি পাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, বিবমিষা, বমি হওয়া, ক্ষুধা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া।

‘ধরন-১ ডায়াবেটিস’ রোগীদের ক্ষেত্রে এই উপসর্গগুলো খুব কম সময়ের মধ্যেই প্রকাশ পেয়ে থাকে এবং জরুরী অবস্থার মধ্য দিয়ে এটি নির্ণীত হয়।

‘ধরন-২ ডায়াবেটিসে’-এর কিছু উপসর্গ-

• ঝাপসা বা অস্পষ্ট দৃষ্টি, অবসাদ, ক্ষুধা বৃদ্ধি পাওয়া, পিপাসা বৃদ্ধি পাওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া।

যেহেতু ধরন-২ ডায়াবেটিস ধীরে ধীরে প্রকাশ পায়, তাই কিছু কিছু ব্যক্তির রক্তে উচ্চ মাত্রায় গ্লুকোজ থাকা সত্ত্বেও তারা এই উপসর্গগুলো আদৌ বুঝতে পারেনা।

‘ধরন-২ ডায়াবেটিস’ -হওয়ার সম্ভাবনা বেশী থাকে-

1. বয়স ৪৫ বছরের বেশী হলে,

2. পিতামাতার কোন একজন, ভাই অথবা বোন ডায়াবেটিসে আক্রান্ত হলে,

3. গর্ভধারনকালীন ডায়াবেটিস হলে অথবা ৯ পাউন্ড অপেক্ষাবেশী ওজনের বচ্চা প্রসব করলে,

4. হৃদরোগ থাকলে,

5. রক্তে উচ্চমাত্রায় কোলেস্টেরল বা চর্বি থাকলে,

6. অতিশয় স্থুলতা থাকলে,

7. পর্যাপ্ত ব্যায়াম না করলে,

8. মহিলাদের পলিসিস্টিক ওভারি ডিসিজ অর্থাৎ ডিম্বাশয়ে টিউমার হলে,

9. রক্ত পরীক্ষায় গ্লুকোজ বা শর্করার সহনশীলতা জনিত বৈকল্য (IGT) থাকলে,

10. কোন কোন বিশেষ সংস্কৃতির অধিকারী জনগোষ্ঠি।

ডায়াবেটিস সনাক্তকরণ পরীক্ষা ও মূল্যমান-

• প্রাথমিকভাবে প্রস্রাব পরীক্ষার মাধ্যমে তাতে গ্লুকোজ বা শর্করা এবং চর্বি ভেঙ্গে যাওয়ায় সৃষ্ট কিটোন বডির উপস্থিতি নির্ণয় করা যায়। তবে ডায়াবেটিস সনাক্তকরণের জন্য প্রস্রাব পরীক্ষার উপর সম্পূর্ণরূপে নির্ভর করা উচিত নয়।

ডায়াবেটিস সনাক্তকরণের জন্য রক্তের গ্লুকোজ বা শর্করা নির্ণয়ের কিছু পরীক্ষা ও মাত্রা-

অভুক্ত অবস্থায় রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা (FBS) -> যদি পর পর দু’বার ১২৬ মিলিগ্রাম/ডি.এল অর্থাৎ ৭.০মিলি.মোল/ ডি.এল বা তা অপেক্ষা বেশী হয় তবে ডায়াবেটিস হয়েছে বলে ধরে নেয়া হয়। এই মাত্রা ১০০ থেকে ১২৬ মিলিগ্রাম/ডি.এল বা ৫.৬ তেকে ৬.৯ মিলি. মোল/ডি.এল এর মধ্যে হলে তাকে উপবাসকালীন হানিকর শর্করা অর্থাৎ ডায়াবেটিস হওয়ার পূর্ব-অবস্থা হিসেবে ধরে নেয়া হয়। এই মাত্রাগুলোকে ধরন-২ ডায়বেটিসে আক্রান্ত হওয়ার বিপদ সংকেত হিসেবে বিবেচনা করা হয়।

মুখে খাওয়া গ্লুকোজের সহনশীলতা পরীক্ষা (GTT)-> মুখে (৭৫ গ্রাম) গ্লুকোজ খাওয়ার ২ ঘন্টা পর রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা ২০০ মিলিগ্রাম/ডি.এল অর্থাৎ ১১.১মিলি. মোল/ডি.এল বা তা অপেক্ষা বেশী হলে তাকে ডায়াবেটিস ধরা হয়। এই পরীক্ষা ‘ধরন-২ ডায়বেটিস’ সনাক্ত করার জন্য বেশী ব্যবহৃত হয়। এই মাত্রা ১৪০ মিলিগ্রাম/ডি.এল থেকে ১৯৯ মিলিগ্রাম/ডি.এল অর্থাৎ ৭.৮ থেকে ১১ মিলি. মোল/ডি.এল এর মধ্যে হলে এই অবস্থাকে Impaired glucose tolerance (IGT) হিসেবে ধরা হয় এবং যা ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হবার ইংগিত বহন করে।

ভুক্ত অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা (RBS)-> ২০০মিলিগ্রাম/ডি.এল বা ১১.১মিলি.মোল/ডি.এল অপেক্ষা বেশী হলে এবং সেই সঙ্গে ডায়াবেটিসের উপসর্গ যেমন অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, অবসাদ ইত্যাদি থাকলে ডায়াবেটিস হিসেবে বিবেচনা করা যেতে পারে। এক্ষেত্রে রোগ সনাক্তকরণের পরবর্তী ধাপ হিসেবে 'মুখে খাওয়া গ্লুকোজের সহনশীলতা পরীক্ষা' অর্থাৎ (GTT) অবশ্যই করে নিতে হবে।

• উপরের পরীক্ষাগুলো ছাড়াও প্রতি ৩-৬ মাসের মধ্যে অন্তত একবার হিমগ্লোবিনের A1c (HbA1c) পরীক্ষা করে দেখা উচিত। এই HbA1c নিরূপণের মাধ্যমে পূর্বের ২-৩ মাস সময়ের মধ্যে রক্তে গ্লুকোজের মাত্রা কেমন ছিল তা অনুমান করা যায়। ডায়াবেটিসের চিকিৎসার ফলাফল বোঝার জন্য যা অত্যন্ত প্রয়োজনীয়। কারো A1c এর মাত্রা ৫.৭ থেকে ৬.৪ এর মধ্যে হলে তাকে ভবিষ্যতে ডায়াবেটিস ও হৃদরোগ হবার জন্য ঝুকিপূর্ণ হিসেবে ধরে নেয়া হয়।

ডায়াবেটিসের জরুরী বা তাৎক্ষণিক জটিলতাসমূহ-

১). ডায়বেটিক হাইপারগ্লাইসেমিক হাইপার- অসমোলার কোমা

(Diabetic hyperglycemic hyperosmolar coma.)

২). ডায়বেটিক কেটোএসিডোসিস

(Diabetic ketoacidosis.)

ডায়বেটিসের দীর্ঘমেয়াদি জটিলতাসমূহ-

১). এ্যথেরোস্ক্লেরোসিস -> রক্তনালীতে চর্বি জমে ছিদ্রপথ সরু হয়ে যাওয়া। (Atherosclerosis).

২). করোনারি আর্টারি ডিজিস-> হৃদপিন্ডের ধমনীর রোগ। (Coronary artery disease.)

৩). ডায়বেটিক নেফরোপ্যাথি -> ডায়বেটিস জনিত কিডনী রোগ। (Diabetic nephropathy).

৪). ডায়বেটিক নিউরোপ্যাথি-> ডায়বেটিস জনিত ্লায়ূ-রোগ। (Diabetic neuropathy).

৫). ডায়বেটিক রেটিনোপ্যাথি-> ডায়বেটিক জনিত চোখের রেটিনার রোগ। (Diabetic retinopathy).

৬). ইরেক্সন প্রব্লেম-> পুরুষের লিঙ্গোত্থান সমস্যা। (Erection problems).

৭). হাইপারলিপিডিমিয়া-> রক্তে চর্বির মাত্রা বেড়ে hvIqv|(Hyperlipidemia).

৮). হাইপরটেনশন-> উচ্চ রক্তচাপ। (Hypertension).

৯). ইনফেক্সন অফ স্কিন এন্ড ইউরিনারী ট্রাক্ট-> চর্ম এবং প্রস্রাবের নলীর ইনফেক্সন। (Infections of the skin and urinary tract).

১০). পেরিফেরাল ভাস্কুলার ডিজিস-> প্রান্তিক রক্তনালীর রোগ। (Peripheral vascular disease).

১১). স্ট্রোক-> মস্তিষ্কের রক্তক্ষরণ বা ইনফার্কশন জনিত সমস্যা। (Stroke).



রক্তে গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যাওয়া যেমন ভাল নয়, তেমনি হঠাৎ করে যেন খুব বেশি কমে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারন উভয় ক্ষেত্রেই জীবনের জন্য হুমকি স্বরূপ জটিলতার সৃষ্টি হতে পারে। বিশেষ করে যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বেশি খেয়াল রাখতে হবে। এসব ক্ষেত্রে কি কি উপসর্গ হতে পারে তা জানা থাকলে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নেয়া সহজ হয়। অবস্থা গুরুতর হওয়ার আগে রোগীকে হাসপাতালে নিলে ঝুঁকি অনেক কমে যায়।

রক্তে গ্লুকোজের মাত্রা খুব বেড়ে গেলে (হাইপারগ্লাইসেমিয়া) যেসব উপসর্গ হতে পারে সেগুলো হল-

পেটে ব্যথা, ঘন ঘন দীর্ঘ-শ্বাস নেয়া, পিপাসা ও প্রস্রাব বৃদ্ধি পাওয়া, অবসাদ, জ্ঞান হারিয়ে ফেলা, প্রশ্বাসে মিষ্টি গন্ধ।

রক্তে গ্লুকোজের মাত্রা খুব কমে গেলে (হাইপোগ্লাইসেমিয়া) যেসব উপসর্গ হতে পারে সেগুলো হল-

বিভ্রান্তি, শরীরের প্রত্যঙ্গগুলোর ভয়ানক আলোড়ন অথবা অচৈতন্য, মাথা ঘোরা, দ্বৈত-দৃষ্টি, ঝিমানো বা নিদ্রালুভাব, মাথাব্যথা, দূর্বলতা, সমঝতার অভাব



রক্তে গ্লুকোজ স্বল্পতা জনিত আচ্ছন্নতা বা প্রচন্ড ইন্সুলিন প্রতিক্রিয়া দেখা দিলে গ্লুকোজ, চিনি বা হাতের কাছে বর্তমান মিষ্টি জাতিয় খাবার খাওয়াতে হবে অথবা গ্লুকোজ-ইনজেক্সন দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে নিতে হবে। (ক্রমশ চলবে........)

ডায়াবেটিস-কে ভয় নয়, জয় করতে হয়-(শেষ পর্ব)

View this link

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৯

লেডী বলেছেন: আপনি কোন হাসপাতালের ডাক্তার?
বাংলাদেশের ডাক্তার দের সেবার মানসিকতা কি কমে যাচ্ছে? দয়া করে রেগে না গিয়ে জবাবটা দিবেন।
পরবর্তী জেনারেশনের ডাক্তারদের উপর ভরসা করা কতখানি যুক্তি যুক্ত? বারডেম হাসপাতালের কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে এসব মন্তব্য করলাম।

২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:১৫

মাহফুজশান্ত বলেছেন: জী, আপনি হয়ত আংশিকভাবে ঠিক বলেছেন। যদিও সব পেশাতেই সেবার মানসিকতা থাকা উচিত। তবে একজন ডাক্তার হিসেবে আমি মনে করি এ পেশায় ১০০% সেবার মানসিকতা নিয়ে কাজ করা অত্যন্ত জরুরী। তবে একতরফাভাবে দোষ না চাপিয়ে জনগনকেও এ ব্যপারে সচেতন হওয়া প্রয়োজন। ভাল-মন্দ মিশিয়ে চলছে বলেই তো এখনও মানুষ সেবা পাচ্ছে।

২| ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৫

আসিফুজ্জমান তমাল বলেছেন: ধন্যবাদ।চালিয়ে যান।

৩| ০২ রা মে, ২০০৯ সকাল ১১:০৪

মাহফুজশান্ত বলেছেন: আসসালামু আলাইকুম, ধন্যবাদ।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:০৪

মো : সোহেল রানা বলেছেন: + লেখা উপকারী। পরের পর্বের অপেক্ষায় রইলাম। আশারাখি প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে আপনার মূল্যবান লিখা পাবো।

১০ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০৯

মাহফুজশান্ত বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
এর আগের পর্ব-
# ডায়াবেটিস-কে ভয় নয়, জয় করতে হয়- (১ম পর্ব)
শেষ পর্ব-
ডায়াবেটিস-কে ভয় নয়, জয় করতে হয়-(শেষ পর্ব)

৫| ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৭

মো : সোহেল রানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইজান।

১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩০

মাহফুজশান্ত বলেছেন: ছালাম রইল

৬| ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৮

মো : সোহেল রানা বলেছেন: তার মানে আপনি এখন ব্লগে আছেন। ভাই আজ ১২ ঘন্টা না খেয়ে মাপলাম ৭ আছে। ডাক্তার ওষুধ দিছে
Amaryl 2mg (Glimepiride) খানা কন্ট্রল করে কি ডায়াবেটিক কন্ট্রোল করা সম্ভব নাকি ওষুধ ধরতে হবে। আমি এখনো ওষুধ খাওয়া শুরু করিনি। আপনার সুচিন্তিত মতামত পেলে উপকৃত হবো।

১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫১

মাহফুজশান্ত বলেছেন: অন্য কাজে ব্যস্ত থাকায় উত্তর দিতে একটু দেরি হয়ে গেল বোধ হয়-

ভাই, ১২ ঘন্টা অভূক্ত থাকার পরও ৭ মাত্রাটা একটু বেশীই বলতে হবে। তবে আপনি ডায়াবেটিক- খাবার খাচ্ছেন কিনা, মিষ্টি খাওয়া ছেড়েছেন কিনা, প্রতিদিন ৪০ মিনিট হাঁটছেন কিনা এবং ওজন বেশি থাকলে তা কমাতে পেরেছেন কিনা- সেটাও বিবেচ্য বিষয়। বেশ কিছুদিন এসব মানার পরও যদি অভূক্ত অবস্থায় ৭ মাত্রা থাকে তবে তো ওষুধ সেবন করার প্রয়োজন আছে বলেই আমার মনে হয়।

শেস পর্বটি দেখে নিতে পারেন-
ডায়াবেটিসকে ভয় নয়- জয় করতে হয়- শেষ পর্ব

৭| ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৭

আজাদ আল্-আমীন বলেছেন: প্রিয়তে নিলাম পরে পড়ে দেখবো। লেখককে প্লাস

১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:০২

মাহফুজশান্ত বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

৮| ১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৯

মুর্তজা হাসান খালিদ বলেছেন: ডায়াবেটি সম্পর্কিত সাহায্য চেয়ে পোস্ট দিয়েছিলাম, আপনাকে পেলে ভালো হতো

১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪০

মাহফুজশান্ত বলেছেন: ভাই, আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটা ইনসুলিন নেয়া অবস্থায় ৪.৫ এবং ৭ দিন ইনসুলিন না নিয়েও ৪.৬ জানিয়েছেন। কিন্তু রক্ত পরীক্ষা কখন করিয়েছেন অর্থাৎ আহারের আগে না পরে তা উল্লেখ করেন নাই। এই মাত্রা যদি আহারের পর হয়ে থাকে তবে অবশ্যই সাবধান হতে হবে এবং ইনসুলিনের মাত্রাটা এডজাস্ট করে নিতে হবে। মনে রাখবেন- হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা বেশি কমে যাওয়াও ভাল নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.