![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য সর্বদা সুন্দর । আমি সত্যের সন্ধানী এবং সত্যের পক্ষে। মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নাই- সুফিবাদের জনপ্রিয় এই বাক্যে আমার অগাধ বিশ্বাস।
বিস্তারিত জানতে ঘুরে আসুন দেহতত্ত্ব
ষড়রিপু
প্রতিটি মানুষের পিছে ছয়টি শত্রু রয়েছে যাকে বলা হয় ষড় রিপু- দেহ তত্ত্বে এদেরকে চোর হিসেবে বিবরণ দেয়া হয়-
১. কাম - যৌন সঙ্গকামনা, রিরংসা, যৌনক্ষুধা। (Sex urge)
২. ক্রোধ - রাগ, উত্তেজনার বশীভূত হওয়া। (Anger)
৩. লোভ - লালসা । (Cupidity)
৪. মোহ - মায়া, বিভ্রম । (Illusion)
৫. মদ - অহংকার, গর্ব, আত্মগৌরব। (Arrogance)
৬. মাৎসর্য - পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখতে না পারা। (Envy)
আট কুঠুরি ও নয় দরজা
আট কুঠুরি হল শরীরের আটটা গ্রন্থি
পিটুইটারি, থাইমাস, থাইরয়েড, প্যরা থাইরয়েড,
প্যারোটিড প্যাংক্রিয়াস, এলড্রিনাল, ওভারিস
এই শরীরটা বেঁচে আছে এই আটটি গ্রন্থির মধ্য দিয়ে হর্মোন সিক্রিয়েশনের জন্য। আর এই আটটি গ্রন্থির সঙ্গে শরীরের নয়টি দ্বার যুক্ত।
তিনতলা
মস্তিস্ক কোমর থেকে শরীরের ঊর্ধ্বভাগ নিম্নভাগ
ব্যাখ্যা- মানুষের শরীরকে রংমহল বা চাকচিক্যময় ভবন হিসেবে কল্পনা করা হয় যা তিন তলায় বিভক্ত। উপর তলা মহাপবিত্র এবংনীচ তলা আস্তাকুড় বা গোডাউন ময়লার জায়গা ইত্যাদি নামে ডাকা হয়। চোখ, মুখ ইত্যাদি নয়টা দ্বার এই তিনতলায় ছড়িয়ে আবদ্ধ ,যা স্নায়ুশক্তির দ্বারা নিযয়ন্ত্রন করা যায়।
নয় দরজা
দুই চোখ দুই কান দুই নাকের ফুটো, মুখ, জননাঙ্গ ও পায়ু।
২ ২ ২ ১ ২
ভিন্নমতে আট কুঠুরি
আট কুঠুরি মানুষের শরীরের আটটা ক্যাভিটি বা ভেসেল
ডান-বাম দুই ফুসফুস, মাথার খুলি, হৃৎপিণ্ড পাকস্থলী দুই কিডনি কোলন
২ ১ ১ ১ ২ ১
দেহ তত্বের বিবরণ গানে গানে
-পাগল মহিউদ্দিন
পঞ্চ আত্মা ছয় রিপু আর অষ্ট শক্তি আছে এই ঘরে
দিন ফুরালে কেউ কারো না যার তার মতে যাবে ছেড়ে।।
পাঁচ পাঁচা পঁচিশের ঘরে তত্ত্ব চব্বিশ রয়
বাহির ভিতর দশ ইন্দ্রিয় আগেই জন্ম লয়
মনের পাছে জ্ঞানের উদয় হইতেছে এই ভবপুরে।।
পঞ্চ আত্মা পঞ্চ প্রান, দশ ইন্দ্রিয় বিবেক জ্ঞান
ছয় লতিফা অতি মনোহর।
সাড়ে চব্বিশ চন্দ্র আছে, বারটি রয় দিবাকর।।
হাড়ের গাথুনি চামড়ার ছাউনি, জুইত গাথুনি কি সুন্দর ।।
কারিগর এই ঘরে আছে, মহিউদ্দিন বলিতেছে
যৌবন থাকিতে তালাশ কর ।
আশেকে মাশুকে প্রেম, সর্বকুলে হয় অমর ।।
কি কৌশলে বান্দিয়াছে' এই যে দেহ ঘর ।
ছয় লতিফা
ডান স্তনের একটু নীচে আছে 'লতিফায়ে কলব।' বাম স্তনের একটু নীচে আছে 'লতিফায়ে রুহ।'
নাভির নীচে আছে 'লতিফায়ে নফস।' দুই স্তনের মাঝখানে আছে 'লতিফায়ে সের।'
কপালে আছে 'লতিফায়ে খফী।' আর তালুতে আছে 'লতিফায়ে আখফা।'
পঞ্চ আত্মা
জীব আত্মা পরম আত্মা আত্মারাম আত্মারামইশ্বর ভূত আত্মা
মানব সৃষ্টির চার উপাদান
ফারসি- আব আতস খাক বাদ
বাংলা- পানি আগুন মাটি বায়ু
©somewhere in net ltd.