![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়,
জানিনা তুমি এই লেখাটা পড়বে কিনা তবুও ক্ষীণ আশা নিয়ে তোমাকে লিখলাম।সারাদিন তোমার উপরদিয়ে অনেক ঝড়-ঝাপটা গিয়েছে। হয়তো এখন তুমি বিছানার উপর চোখ বুজে শুয়ে আছো অথবা ফেসবুক এ চ্যাটে ব্যস্ত। আমার ও সারাদিন বেশব্যস্ত সময় গেছে, ক্লান্ত হয়ে পড়েছি। কেন যেন তোমার স্মৃতিগুলো ধুসর হতে চলেছে বেশ কয়েক দিন ধরে। নিজের উপর নিজের ই ভীষণ রাগ হচ্ছে। আর মনে হচ্ছে আমার ভালবাসাটা কি ব্যস্ততার কাছে পরাজিত হতে চলেছে?
তাই ক্লান্ত অবস্থায় ঐ"ব্যস্ততা" নামক ভয়ানক শব্দটাকে পরাজিত করতে আর তোমার দুয়ারে কিছুক্ষণের জন্যে যাওয়ার তাগিদে আমি কলম হাতে নিলাম।
শোনো, আজ তোমায় মনের অব্যক্ত কথা গুলো বলবো।
কেমন আছো তুমি??
জানি তুমি অনেক ভালোআছো।
আমি কেমন আছি শুনবা?
আমিও অনেক ভালো আছি।
"অটোসাজেশন্স" নামক বইয়ে পড়েছিলাম, "ভালো শব্দটা ব্যবহারকরা জীবনের জন্যে ভালো"। এই কারনে এই শব্দটা ব্যবহার করলাম।
শোনো, মনে আছে সেই রাতের কথা? হঠাৎ তুমি আমার প্রতি তোমার মমতার বাহু প্রসারিত করলে। (আমি মনে মনে মমতার পরিবর্তে ভালবাসা বলে ধরে নিলাম)।
"তোমাকে আমার বিশেষ কিছু বলার নাই।
আমার মনের বিশাল অংশ তুমি দখল করে নিয়েছো"।
জানো,তোমার এই মেসেজটা পাওয়ার পর আমার আর ঐ রাতে ঘুম হয়নি।
আহ কি সুখ!!
(যদিও এখন তোমার কোনস্মৃতি আমার কাছে আর নেই।)
আমি যদিও সবসময় বলতাম, তোমাকে আমি ভীষণ ভালবাসি। কিন্তু তুমি একবার মাত্র আমাকে "ভালবাসি" কথাটা বলেছিলে।
তোমার আম্মুর নাম্বারদিয়ে ফোন দিয়েছিলে, তখন আমি বলেছিলাম, আমি তোমার আম্মুর নাম্বার রেখে দিলাম যদি তুমি হারিয়ে যাও তোমার আম্মুর এই নাম্বারে ফোন দিবো।
আর সেই আমি এখন???
এক মুহূর্তের এক কথায়, আমরা এখন অচেনা!
তোমার সাথে সম্পর্কটা ছিল ঝগড়াময়!
তাও কত সুখের ছিল।কিন্তু আজ??
জানি সত্য ছিলনা, শুধু কল্পনায় তবুও ইচ্ছার ঘুড়ি উড়াবার চেষ্টা করে ছিলাম।
আমি সব কিছু বাদ দিয়ে শুধু তোমার সাথে কথা বলতাম । আজ ও তেমনই আছি। তোমার সাথে কথা বলার জন্যে পাগল হয়ে আছি। যদিও মনকে বলি ফিরে আসার কল্পনা করতে তো বাধা নেই! তাই না??
জানো, এখনো রয়েছে এই বুকে কত রাত জাগা স্বপ্ন, তোমার জন্যে,শুধু তোমার জন্যে। যখন এই লিখাটা লিখছি তখন বারবার ফোনটা দেখছি। এই বুঝি তোমার ফোন বা মেসেজ। কিন্তু??
অন্য দ্বারা প্রভাবিত হয়ে বা নিজের ইতিবাচক মানসিকতা দ্বারা "মানুষ তুমিটা" আমাকে সর্বশেষ সেদিন রাতে কত কথায় না বললে। আমি কিন্তু তোমার ঐ সবকথায় মন খারাপ করিনি যতটা না মন খারাপ করে কেঁদেছি, যখন তুমি বলেছিলে "আমি মারা গেলেও তুমি ফোন দিবেনা"।
এই কথাটা আমি বিশ্বাস করতে পারিনি। অনেক কেঁদেছি তোমার জন্যে, কাঁদার সময় তুমি বললে, আবেগীয় ছেলেমানুষী দেখতে তোমার ভালো লাগে না, আমার সাথে কথা বলতে তোমার রুচিতে বাঁধে। আমার এইসব ন্যাকামি তোমার পছন্দ না। কিন্তু তুমি যখন তোমার খারাপ লাগা আমার সাথে শেয়ার করতে তখন আমি চেষ্টা করতাম তোমার মন ভালো করতে।
তোমার উপর মাঝে মাঝে ভীষন রাগ হতো কিন্তু পরক্ষনে সব ভুলে যেতাম। গাধা মেয়েটাকে ভীষন ভালোবাসি বলে সব কিছু ভুলে যেতাম। অনেক খারাপ লাগতো। হিংসা হতো তুমি অন্যের সাথে কথা বললে। আমি তীব্র অভিমান করতাম। তুমি মাঝে মাঝে কৈফিয়ত দিতে কিন্তু সেই তোমার এখন আমূল পরিবর্তন। আমাকে কত বার বলেছো ফোন বা মেসেজ না দিতে। কই আমি তো ফোন বা মেসেজ না দিয়ে থাকতে পারিনি। আমি মাত্র একবার বলছি ফোন দিও না তাতে তুমি আমার থেকে দূরে চলে গেলে। তুমি কত সুন্দর করে বলো আমার মেসেজ উপন্যাস হয়, আমার ফোন বিরক্তিকর। তোমাকে কৈফিয়ত,ব্যাখ্যা দিতাম যাতে আমার কাছ থেকে কষ্ট না পাও। সেই তুমি আমাকে বলো আমি যেন তোমার উপর অধিকার না খাটাই।সবাইকে কি অধিকার দাও? নাকি অল্প হলেও আমাকে একটু হয়তো দিয়েছিলে? সত্যি করে বলোতো, এখন আমাকে তুমি অনুভব করছো?? ও কার কাছে বলবে......????আমি তোমাকে সবসময় বলতাম আমি তোমাকে ভীষন ভালোবাসি তুমি বিশ্বাস করো? তুমি বলতে, হ্যাঁ করি। যেদিন চলে গেলে সেইদিন শেষ প্রশ্ন হিসেবে এই প্রশ্নটাই করেছিলাম কিন্তু তুমি উত্তর না দিয়ে ফোন কেটে দিলে। শোনো মেয়েটা তোমার কাছে আমার একটাই চাওয়া আমি তোমাকে 'ভালোবাসি'এই কথাটা বিলিভ করো হুমম! আর কিছু চাওয়ার নেই। জানো তোমার মুখের তিলটাই স্পর্শ করার তীব্র ইচ্ছা ছিল। তুমিতো জানোই তিলটা আমি অসম্ভব পরিমান পছন্দ করি। কিন্তু তুমি র্স্পশের বাহিরে বলে তিলটাও র্স্পশের বাহিরে রয়ে গেলো। ও আর একটা কথা এই জনমে যদি আর দেখা না হয় পরজনমে তুমি স্বর্গের যাবার আগে,এই আমার জন্যে একটু অপেক্ষা করবে।আমি দূর থেকে দেখে চলে আসবো হুমম! তোমাকে একটা লালটিপ কিনে দিতে চাইতাম, কিন্তু দিতে পারিনি।জানো নিজের সাথে লুকোচুরি করতে করতে কেন যেন ক্লান্ত হয়ে যাচ্ছি।তবুও তোমার কথা মনে করে পূরনায় ফিরে আসি অবচেতন থেকে চেতনায়।তবুও অতৃপ্ত এই মনটা শুধু তোমারে খোজে। একটা প্রশ্ন-আমাকে কি তুমি ভুলে যাবে?
যাবেই তো আমার স্থান তো অন্য কেউ দখল করে নিয়েছে,অথবা নেবে। আমি কিন্তু তোমার জন্যই আছি! তোমার উপর আমার রাগ নয়,অভিমানের একটা আলোকছায়া রয়েছে, আর থাকবেও। কত মেসেজ কত পিক শেয়ার করতাম দুইজনে মনে আছে তোমার ঐসব দিনের কথা? আর শোনো, তোমার খালি পায়ের ছবি গুলো খুব ভালো হয়। শোনো মেয়ে,আমাকে তিলটা দিয়ে যেও। তিলটার পাগল ছিলাম জানোই। জানো কথাগুলো লিখার সময় চোখটা দিয়ে অবিরাম নোনতা জল পড়ছিল।কিন্তু আজকের এই জল পড়াটা ভীষন আনন্দের কারনে,এমন মনে হচ্ছে। তুমি ভালো থেকো। আমিও ভালো থাকবো।তোমার তিলটার অপেক্ষায়!!
আমি!
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৩
সচেতন বলেছেন: :-&