![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাধারন এক ছেলে।রাজনীতি নিয়ে মাথা ব্যথা নেই। তবে রাজাকার দেখলে থুথু মারতে ইচ্ছে করে।
শিক্ষা মানুষের মৌলিক অধিকার।শিক্ষা একটি জাতিকে দিতে পারে সকল হিংস্রতা,কলুষতা,অশ্লালীনতা মুক্ত একটি ভবিষৎ।শিক্ষা হলেই হবে না। শিক্ষা হতে হবে প্রকৃত শিক্ষা।জাতিকে শিক্ষিত করার প্রত্যয়ে আমরা গড়ে তুলেছি Rural Education Development(RED)।আমাদের পথচলা গ্রামীন-মানুষকে শিক্ষাসচেতন করে তোলা।আমাদের স্বপ্ন গ্রামের প্রতিটি ঘরে গড়ে উঠবে শিক্ষিত সন্তান।তারা জানবে বাংলাদেশকে,তারা জানবে বিশ্বকে।তারা আজ না হোক কাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বিশ্ব দরবারে। বাংলাদেশকে গড়ে তুলবে উন্নতদেশ হিসেবে।তাদের মধ্যে থাকবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা।তারা সেই চেতনাকে ধরে রাখবে আমৃত্যু।তারা কখনও অপমানিত হতে দিবে না মা,মাতৃভূমিকে।আমরা তাদের মধ্যে পৌঁচে দিব আমাদের মুক্তিযুদ্ধের চেতনা।আমরা গরিব-দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি।গত ২৬ ফেব্রুয়ারি আমরা ৭৫ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস,১৩৫ জন শিক্ষার্থীকে খাতা-কলম,৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ২০০ জন শিক্ষার্থীর মাঝে "মুক্তিযুদ্ধের ইতিহাস" বিনা মূল্যে বিতরণ করি।আগামি ২৬ মার্চ আমরা আরো প্রায় ৩০০ শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা উপকরণ দিতে যাচ্ছি।
২| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৯
মাঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনাকে।ওয়েব সাইট তৈরি করলে আপনার সাথে যোগাযোগ করব।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯
সামির কবির বলেছেন: ভালো লাগলো আপনাদের উদ্দ্যেগের কথা জেনে, আমি পেশায় একজন ওয়েব ডিজইনার, আপনাদের মতো বেশ কিছু অর্গানাইজেশনের ওয়েব সাইট তৈরী করেছি দেখুন
http://www.disabd.org
http://www.aloghar.org
http://www.breakingthesilencebd.org
http://www.aseab.org
http://www.cdrb.org
http://www.bnps.org
http://www.iedbd.org
Rural Education Development(RED) এর জন্য প্রয়োজন হলে যোগাযোগ আমাকে ইমেইর করুন : [email protected]